ফুটবল
ইউরোপিয়ান ফুটবলের দামামা বাজবে আজ
আজ থেকে পূর্ণতা পাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ। একই দিনে শুরু হচ্ছে ইংলিশ, স্প্যানিশ ও জার্মান লিগের নতুন মৌসুম।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিনেই মাঠে নামছে ঐতিহ্যবাহী আর্সেনাল। প্রোমোটেড ব্রেন্ট ফোর্ডের আতিথ্য নেবে গানাররা। রং হারানো মেসিবিহীন লা লিগার প্রথম দিনে ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ গেতাফে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১ টায়। তার আধ ঘন্টা আগে শুরু হবে বুন্দেসলিগা। যেখানে সফলতম দল বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ।
রোনালদো খেলতেন, খেলতেন মেসি। সময়ের দুই সেরা ফুটবলারকে নিয়ে বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের গল্পটা রঙিন ছিলো। জৌলুস ছিলো স্প্যানিশ লিগে। কিন্তু এখন সবই অতীত। তিন মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। আর এবার অপ্রত্যাশিত ভাবে বার্সেলোনা থেকে মেসির প্রস্থান। ১৭ বছর পর লিটল ম্যাজিশিয়ানকে ছাড়া শুরু হতে চলেছে লা লিগা। অনেকটাই বিবর্ণ দেখাবে চিরপ্রতিদ্বন্দিতার এল ক্ল্যাসিকো।
লস ব্লাঙ্কোদের বিদায় বলেছেন আরেক ক্লাব লেজেন্ড সার্জিও রামোসও। দুজনে মিলে খেলেছেন ১৪৪৯ ম্যাচ। জিতেছেন ১৫ লিগ শিরোপা, আট চ্যাম্পিয়ন্স লিগ। তাদের বিদায়ে বিশ্বজুড়ে আগ্রহ কমে যাবে ধূসর লা লিগাকে ঘিরে। স্প্যানিশ লিগের তারকা বলতে লুকা মদ্রিচ, কারিম বেনজেমা, লুইস সুয়ারেজ, আঁতোয়া গ্রিয়েজম্যান, সার্জিয়ো আগুয়েরো, হেডেন হ্যাজার্ড। তবে উপমহাদেশের ক্লাব সমর্থকের জন্য থাকছে সুখবর। এমটিভিতে দেখা যাবে স্প্যানিশ লিগ।
তারকাদের বিদায়ের প্রভাব পড়েছে লিগে। গেলো মৌসুমে বার্সা-রিয়ালকে পেছনে ফেলে ১১তম শিরোপা জিতেছে আতলেতিকো মাদ্রিদ। এরপরও ৩৪ শিরোপা জয়ী লস ব্লাঙ্কোরা এবারো ফেভারিট। শিরোপার দৌড়ে থাকবে ২৬ লিগ জয়ী ব্লাগরানাও।
যথারীতি উত্তেজনার পারদে ঠাসা এবারের ইংলিশ প্রিমিয়ার লিগও। করোনার বাধা কাটিয়ে ১৭ মাস পর স্টেডিয়াম ভর্তি দর্শক ফিরছে। পছন্দের ফুটবলারকে বেছে নিতে অর্থের ছড়াছড়ি জায়ান্ট ক্লাব গুলোতে। ১০০ মিলিয়ন পাউন্ডে জ্যাক গ্রিলিশকে দলে কিনে লিগের সবচেয়ে বড় সাইনিং লিগ সেরা ম্যানচেস্টার সিটির।
হ্যারি কেইনকেও দলে ভেড়াতে রেকর্ড অর্থ ব্যায়ে প্রস্তুত সিটিজেনরা। এছাড়া রাফায়েল ভারানে, লুমোলু লুকাকু, পল পগবা, জেডন স্যাঞ্চোরা বাড়াবেন লিগের অলঙ্কার। ফিরছেন রাফায়েল বেনিতেজ, জোসে মরিনিয়ো, প্যাট্রিক বিয়েরাদের মত ট্যাকটিশিয়ানরা।
শেষ চার লিগে তিন শিরোপা ঘরে তুলে যথারীতি এবারো ফেভারিটদের তালিকায় ম্যানচেস্টার সিটি। তবে শক্তিশালী দল গড়ে লিগ ইতিহাসের সফলতম দল নগরপ্রতিদ্বন্দী ম্যান ইউও পিছিয়ে থাকবেনা। লিগ পুনরূদ্ধার করতে চাইবে লিভারপুলও। এছাড়াও চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল, এভারটনের মত দলকেও খাটো করে দেখার উপায় নেই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দিতার লিগে।
টানা ৯ শিরোপা জিতে জার্মান লিগ অনেকটাই নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। অনেকটা একপেশে বুন্দেস লিগায় এবারো হট ফেভারিট বাভারিয়ানরা। ৩০ বার চ্যাম্পিয়ন হয়ে লিগ ইতিহাসের সফলতম দলও বায়ার্ন। যথারীতি স্পট লাইটে পোলিশ স্ট্রইকার রবার্ট লেভান্ডোভস্কি। নতুন কোচ জুলিয়ান নাগলসম্যান হ্যান্সিফ্লিকের যোগ্য উত্তরসুরী হবেন কিনা দেখার বিষয়। আরেক ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্বেও এসেছে পরিবর্তন। নতুন কোচ মার্কোর রোজের অধীনে বায়ার্ন আধিপত্য খর্বের প্রয়াস থাকবে দ্যা বি দের।
এএ
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//