ফুটবল
শেখ রাসেলকে উড়িয়ে জয়ে ফিরল আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে এখনও নির্ধারণ হয়নি রানার্সআপ দল। লিগের দ্বিতীয় শীর্ষ দল হতে হলে আজ জয়ের বিকল্প ছিল না ঢাকা আবাহনীর সামনে। এমন সমীকরণ সামনে রেখে মঙ্গলবার (১৭ আগস্ট) শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।
আগের ম্যাচেই সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছিল আবাহনী লিমিটেড। পরের ম্যাচেই যেন রাজকীয় প্রত্যাবর্তন। প্রতিপক্ষ শেখ রাসেলকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে দ্যা স্কাই ব্লু খ্যাত দলটি। এই জয়ে পয়েন্ট তালিকার তিন নাম্বার অবস্থান পাকা করল আবাহনী।
এ দিন ভারী বৃষ্টির কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হয়ে পড়ে খানিকটা কাদাময়। ফুটবলারদের পা থেকে হারিয়ে যায় ছন্দময় খেলা। তবে বড় ব্যবধানে জয় পেতে কোনো সমস্যা হয়নি আবাহনীর। গোল উৎসবের সূচনা করেছিলেন সানডে সিজোবা। ইতিও টানেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। মাঝখানে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্তোর জোড়া গোল। বাকি গোলটি হাইতির ফরোয়ার্ড কারভেন্স বেলফোর্টের। তিন বিদেশি মিলে শেখ রাসেলকে এভাবে গুঁড়িয়ে দেবে প্রথমার্ধ শেষেও ভাবা যায়নি। সাইফুল বারীর দলের রক্ষণ শেষ দিকে ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
যদিও ম্যাচ শুরুর ৮ মিনিটেই দু-দুবার আবাহনীর রক্ষণভাগে কাঁপন ধরায় শেখ রাসেল। শুরুতে ওবি মোনেকে এবং ৮ মিনিটের মাথায় রুমন হোসাইনের শট জালের দেখা পায়নি। ২১ মিনিটে যে ভুল করেছেন তা হয়তো ভুলে যেতে চাইবেন ওবি মোনেকে। ডান দিক থেকে রুমনের কাট ব্যাক থেকে আসা বল ফাঁকা পোস্ট পেয়েও পা ছোঁয়াতে পারেননি এই নাইজেরিয়ান ফুটবলার।
৩০ মিনিটে রুমনের জোড়াল শট সাইড বার ঘেঁষে বাইরে চলে যায়। শেখ রাসেলের গোল মিসের মহড়ার পর ৩২ মিনিটে প্রথম সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগায় আবাহনী। সানডে সিজোবা একক প্রচেষ্টায় বল নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকে পড়ে শট নিলেও তা ফিরিয়ে দেন আশরাফুল রানা, ফিরতি বলে সোজা বল জালে জড়ান এই নাইজেরিয়ান। বিরতিতে যাওয়ার আগে অল্পের জন্য গোল হজম করতে হয়নি আবাহনীকে। খালেকুজ্জামানের বাঁকানো ক্রস স্লাইড দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন টুটুল হোসেন বাদশা; কিন্তু তার পায়ে লেগে বল গোল পোস্টের দিকে গেলে এগিয়ে এসে ঠেকিয়ে দেন গোলকিপার শহিদুল সোহেল। ফিরতি বল পেয়ে জোরাল শট নেন বখতিয়ার, কিন্তু গোল লাইন থেকে হেড করে ক্লিয়ার করেন রায়হান।
৬৩ মিনিটে আব্দুল্লাহর বাঁকানো শট লাফিয়ে উঠে হাতের স্পর্শে বাইরে বের করে দেন সোহেল। ফলে কর্নার পায় শেখ রাসেল, কর্নার থেকেই বাজিমাত করে সাইফুল বারি টিটুর শিষ্যরা। বখতিয়ারের কর্নার নাসির ক্লিয়ার করলেও রুমনের ফিরতি শট কাদায় আটকে গেলে ফাঁকা জায়গায় দাঁড়ানো আসরোরভ বল জালে জড়ান।
এরপরের বাকি সময় পুরাটাই দাপট দেখায় আবাহনী। একের পর আক্রমণে শেখ রাসেলকে কোণঠাসা করে রাখে। ৭০ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন রাফায়েল অগোস্তো। ডি-বক্সের বাইরে থেকে মাপা শটে দূরের পোস্টে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। ৮০ মিনিটে আবাহনীকে তৃতীয় গোল এনে দেন কার্ভেন্স বেলফোর্ট। নাসিরের ক্রস রাসেলের ডিফেন্ডার ক্লিয়ার করতে গেলে বল পান ফাঁকায় দাঁড়ানো বেলফোর্ট, সেখানে ডান পায়ের শটে বল জালে জড়ান এই হাইতিয়ান।
৮৮ মিনিটে শেখ রাসেলের জালে চতুর্থ পেড়েক ঢুকিয়ে নিজের জোড়া গোল পূরণ করেন ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত তিন মিনিটের মাথায় আবাহনীকে পঞ্চম গোল এনে দেন সানডে সিজোবা। এক ম্যাচ পরেই মাঠে ফিরে নিজের জাত চেনালেন সানডে।
এই জয়ে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনেই থাকল আবাহনী। অন্য দিকে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার সাতেই থাকল শেখ রাসেল ক্রীড়া চক্র।
দিনের অন্য ম্যাচে চিটাগাং আবাহনীকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচের ৮১ মিনিটে ফেলিক্স ওদোলি এবং ৯২ মিনিটে কিরণের গোলে জয় তুলে নিয়েছে পুরান ঢাকার ক্লাবটি।
এস
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//