ফুটবল
মেসিকে ইংরেজি শিখতে বললেন আমেরিকান ধারাভাষ্যকার
দলবদলের নাটকীয়তার পর গেল বৃহস্পতিবার (৮ জুন) আনুষ্ঠানিক ঘোষণার দিয়ে ইউরোপকে বিদায় জানিয়ে আমেরিকারন ক্লাবে যাওয়ার কথা জানান লিওনেল মেসি। দেশটির মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
এরপরই তাকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে যায় আমেরিকান ফুটবল। মিয়ামিতে মেসির আসার খবরে ফ্লোরিডার বিখ্যাত হার্ড রক হোটেলে ৪৫০ ফুট উচ্চতার একটি গিটার আলোকিত হয়ে উঠে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় বিল্ডিংটির দেয়ালে লেখা ‘স্বাগতম মেসি’।
মেসি যুক্তরাষ্ট্রে ক্লাবে নাম লেখালেও তিনি সাধারণত স্প্যানিশ ভাষায় কথা বলেন। কিন্তু এ ভাষাতে আমেরিকানরা অভ্যস্ত না, তারা কথা বলে ইংরেজিতে। তাই তো সাত বারের ব্যালন জয়ীর ভাষাগত দুর্বলতার বিষয়টি নিয়ে কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন আমেরিকান টেলিভিশন ফক্স নিউজের উপস্থাপক ও ধারাভাষ্যকার ব্রায়ান কিলমিড।
মেসি ইংরেজি জানেন না বলে আমেরিকায় এসে অসুবিধার মুখে পড়তে পারেন বলে মনে করেন এই ধারাভাষ্যকারের। এর সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যামের উদাহরণ দেন।
ডেভিড বেকহ্যামের ২০০৭ সালে এল গ্যালাক্সিকে চুক্তি করে আমেরিকার ঘরোয়া লিগকে বিশ্বের কাছে পরিচিত করে তোলেন। লন্ডনে জন্ম হলেও আমেরিকান ইংরেজির সঙ্গে অভ্যস্ত হতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে। সেটাই মনে করিয়ে দেন ফক্স নিউজের গণমাধ্যমকর্মী কিলমিড।
সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে কিলমিড জানান, “আমার একমাত্র দুশ্চিন্তা হলো সে (মেসি) ইংরেজি বলতে পারে না এবং আমি দেখতে চাই সে বসে সেটা শিখে নেবে। ডেভিড বেকহ্যামের কথাই ধরুন, সে আমাদের জন্য ইংরেজি বলা শিখেছিল, উচ্চারণ মেনে, যখন সে ৩২ বছর বয়সে এসেছিল।”
Fox's Brian Kilmeade on Lionel Messi coming to MLS' Inter Miami: "The only thing I worry about, he doesn't speak English, and I want to see him sit down and talk." pic.twitter.com/n1olQWgam4
— The Recount (@therecount) June 9, 2023
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//
মন্তব্য করতে লগিন করুন লগিন