ফুটবল
নাপোলির সাথে পয়েন্ট ভাগাভাগি জুভেন্টাসের
ইতালিয়ান সিরি আ’তে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা জুভেন্টাস-নাপোলি ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে। নাপোলি এগিয়ে থেকেও পারলো না জিততে। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) রাতে সিরি আ’র হাইভোল্টেজ ম্যাচে, ড্রিস মের্টেন্সের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ার পর সমতা টানেন ফেদেরিকো চিয়েসা।
নতুন বছরে দুই দলেরই প্রথম এই ম্যাচে বল দখলে একটু পিছিয়ে থাকা জুভেন্টাস গোলের জন্য শট নেয় মোট ২২টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর নাপোলির ১৬ শটের চারটি লক্ষ্যে ছিলো।
জুভেন্টাস শুরুটা করে আশা জাগানিয়া। কিন্তু গোলটা করতে পারেনি তারা। ১০ মিনিটে দুটি সুযোগ পায় তারা। কিন্তু ভাগ্য দেবতা ছিলো না তাদের সহায়। বিপরিতে ২৩ মিনিটে এগিয়ে যায় নাপোলি। লরেন্সো ইনসিনিয়ের ক্রস ডি-বক্সে পেয়ে মাত্তেও পলিতানা পাস দেন মের্টেন্সকে। ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন এই বেলজিয়ান স্ট্রাইকার।
ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে হেডে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি নাপোলির ডিফেন্ডার আমির রাহমানি। চিয়েসার বাঁ পায়ের জোরালো শট আরেক ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়।
৬৩ মিনিটে আরেকটি সুযোগ পান চিয়েসা। এ যাত্রায় ইতালিয়ান ফরোয়ার্ডের শট রুখে দেন নাপোলির গোলরক্ষক দাভিদ ওসপিনা। তিন মিনিট পরেই বের্নারদেস্কি ও রাবিওর জায়গায় পাওলো দিবালা ও রদ্রিগো বেন্তানকুরকে নামান জুভাদের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। পরের মিনিটেই প্রায় ৩০ গজ দূর থেকে দিবালার শট ঠেকান ওসপিনা।
যোগ করা সময়ে সুবর্ণ সুযোগ হারান দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতার বদলি নামা ইউভেন্তুসের মোইজে কিন। হুয়ান কুয়াদরাদোর ক্রসে ক্রসবারের ওপর দিয়ে হেড করেন তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড।
২০ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি। আরেক ম্যাচে রোমাকে ৩-১ গোলে হারানো এসি মিলান ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী ইন্টার মিলান।
হাসিব মোহাম্মদ
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//