সরকারি
টিসিবিতে সাত পদে ৩৮ জনের চাকরির সুযোগ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি ভিন্ন পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে চাকরি
প্রতিষ্ঠানের নাম
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
চাকরির ধরন
সরকারি চাকরি
প্রকাশের তারিখ
১৪ জুন ২০২৩
পদ ও লোক সংখ্যা
৭টি পদে ও ২৮ জন
প্রকাশ্য সূত্র
ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৮ জুন ২০২৩
আবেদনের শেষ তারিখ
১৬ জুলাই ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
http://www.tcb.gov.bd/
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)
পদের নাম: কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার)। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্য বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)
পদের নাম: টেলিফোন অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস।
বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
পদের নাম: টেলেক্স অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস।
বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
পদের নাম: গাড়ি চালক (ড্রাইভার)। পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।
সরকারি
জনবল নেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। প্রতিষ্ঠানটির ০৬ টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ১১২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ১৯ টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি
পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ৩৭টি
বেতন: ১১,৩০০-২৭,৩০০ (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
পদসংখ্যা: ১৪টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
পদসংখ্যা: ১৫টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাস কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসক)
পদসংখ্যা: ১৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাস কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসক)
পদসংখ্যা: ১৩টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা এবং ৩ থেকে ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।
আবেদনের নিয়ম জানত এই লিংকে https://bfidc.gov.bd/site/notices/df3ee4c2-e087-4588-9af8-c1b065c37099/ ক্লিক করুন।
আই/এ
সরকারি
সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ নিয়োগের এ পরীক্ষার প্রথম ধাপে ৬০৩ জন উত্তীর্ণ হয়েছেন।
রোববার (৫ মে) ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; অর্থাৎ পাসের হার ৯.৭২%।
১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গেলো ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয়। এতে মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। ৪ মে প্রাথমিক পরীক্ষা গ্রহণ করা হয়।
আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়। ৫ মে ওই প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
জেএইচ
সরকারি
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করার সুপারিশ শিক্ষামন্ত্রীর
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।
তিনি গণমাধ্যমকে বলেন, এটা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন।বাকি সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩০ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয়। এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন।
চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন দীর্ঘদিন ধরে । দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন।
প্রসঙ্গত, সরকার বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাতা নম্বর ৩৩-এর শিক্ষা,দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে উল্লেখ করা হয়েছিলো।
মন্তব্য করতে লগিন করুন লগিন