ঢাকা
নার্স দিয়ে অস্ত্রপচার, কেটে গেল নবজাতকের মাথা
ফরিদপুর শহরের পশ্চিস খাবাসপুর মহল্লায় ঘটেছে এক লোমহর্ষক ঘটনা। অভিজ্ঞ চিকিৎসকের পরিবর্তে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নন-ডিপ্লোমা নার্স দিয়ে এক গর্ভবতী নারীর অস্ত্রোপচার করানো হয়েছে। এসময় নবজাতকের মাথার বাঁ পাশের কিছু অংশ কেটে যায় এবং সেলাই লাগে নয়টি। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছেন।
আজ শনিবার (১৫ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আল মদিনা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মইজউদ্দিন মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী শফি খানের (৩২) স্ত্রী রুপা বেগম (২৮)। ২০২০ সালের নভেম্বর মাসে এই দম্পতির বিয়ে হয়। এটিই তাদের প্রথম সন্তান।
নবজাতকের মাথা কেটে যাওয়ার ঘটনায় হাসপাতালের দুই পরিচালকসহ অভিযুক্ত নার্সকে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দুই পরিচালক পলাশ মোল্লা (৪৫) ও আল হেলাল (৪১) এবং নার্স চায়না বেগম (৩৬)।
রুপা বেগমের স্বামী শফি খান জানান, তার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার সকালে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে রাজবাড়ীর উজানচরের শ্বশুরবাড়ি থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ওই হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত দ্বিতল ভবনের আল-মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কয়েকজন স্টাফ তাদের দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে সেখানে নিয়ে যান। তারপর চিকিৎসকের কথা বলে নন-ডিপ্লেমা নার্স দিয়ে অস্ত্রোপচার করিয়ে তার বাচ্চার মাথার কিছু অংশ কেটে ফেলেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শফি খান।
গৃহবধূর ভাতিজা মোস্তফা আমীর ফয়সাল (২৭) এ ঘটনায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি এই চিকিৎসার সমস্ত ব্যয় হাসপাতালকে বহন করা ও কর্তৃপক্ষের বিচার দাবি করেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করবেন বলে জানান।
ফয়সাল বলেন, ডাক্তার নুসরাত জাহান এই অস্ত্রোপচার করবেন বলে তাদের জানানো হয়। যিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল থেকে ২০১৮ সালে এমবিবিএস পাস করেছেন। পরে তারা জানতে পারেন ওই চিকিৎসকের পরিবর্তে অস্ত্রোপচার করেন একজন অনভিজ্ঞ নার্স। যার কারনে এই ঘটে দূর্ঘটনা।
রুপা বেগমের ননদ হোসনে আরা বেগম বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে তার ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। একপর্যায়ে তারা নবজাতকের চিৎকার শুনে দেখতে চাইলে হাসপাতাল কতৃপক্ষ অস্বীকৃতি জানায়। তারা জোর করে ওই কক্ষে প্রবেশ করে দেখেন নবজাতকের মাথার কিছু অংশ কেটে অত্যধিক রক্তপাত হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বলেন, অপারেশনে জটিলতা দেখা দিয়েছিল বলে এ ঘটনা ঘটেছে। এটি তেমন গুরুতর কোনো বিষয় নয়। এরপর তাদেরকে বিষয়টি চেপে যেতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে রুপা বেগমের পরিবার এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে অবগত করেন। বর্তমানে মা ও শিশু উভয়ই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
এ ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, তিনি আল মদিনা প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবারকে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের দুই পরিচালক ও অভিযুক্ত নার্সকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর বিধানসমূহ লঙ্ঘন করায় আজ বেলা ২টা থেকে ওই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অনন্যা চৈতী
ঢাকা
মন্দির পাহারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার আরিয়াব এলাকার সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা ও বিএনপি’র নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পৌরসভার আরিয়াব দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা মন্দির কমিটির লোকজনদেরকে যে কোনো হামলার প্রতিরোধে আশ্বাস দিচ্ছেন।
তারা জানান, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে প্রস্তুত দুষ্কৃতকারী। তাই রূপগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা উদ্যোগ নিয়েছে। যতদিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে মন্দির ভাঙচুর প্রতিরোধে আমরা এভাবে পাহারায় থাকব।
এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব ভূঁইয়া বলেন, সাধারণ শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে, তারই অংশ আজকের এই পাহারা।
তারাবো পৌরসভার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে কেউ যেন সংখ্যালঘু পরিবারের উপরে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। সেজন্য শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতাকর্মীরা সবসময় পাহাড়া থাকবে।
এসয়ম উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক শামীম সাউথ, সহ-সভাপতি আবুল সাউদ, আলমগীর মীর, যুবদলের সভাপতি ৬ নং ওয়ার্ড মোখলেস সাউথ,মকবুল হোসেন, শিক্ষার্থী হাসান ভূঁইয়া, নীরব মিল্কি, আরিয়ান প্রমূখ।
এএম/
ঢাকা
গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি
হঠাৎ করেই গোলাগুলি শুরু হয়েছে গাজীপুর জেলা কারাগারে । বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১১টার দিকে এ গোলাগুলি শুরু হয়।
গুলির শব্দে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারাগারে হঠাৎ গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের ভেতরে ১৩ জন কারারক্ষী এবং ৩ জন কয়েদি গুলিবিদ্ধ হয়েছেন।
এসি//
অপরাধ
রাজধানীতে বস্তা ভর্তি টাকাসহ একটি গাড়ি আটক করলেন শিক্ষার্থীরা
রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকার থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, রাজধানীর উত্তরার একটি বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় তিনজনকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আওয়ামী লীগ ঘরোয়ানার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এমডির গাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থীসহ অনান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এএম/