ফুটবল
ব্রাজিলের জয়ের দিনে পেলের রেকর্ড ভাঙলেন নেইমার
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আজ মাঠে নেমেছিল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সেলেসাওরা যে ম্যাচে ৫-১ গোলের বড় এক জয় পেয়েছে দেশটি। এদিকে চোট থেকে সেরে ওঠে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র। তাতে করে কিংবদন্তী ফুটবলার পেলেকে ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে ব্রাজিল। এরপর লাতিন আমেরিকার দেশটির হয়ে আর খেলতে দেখা যায়নি তারকা স্ট্রাইকার নেইমারকে। চোটের কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। সেরে ওঠে দেশের হয়ে মাঠে নেমেই জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে সেলেসাওরা পেয়েছে বিশাল এক জয়। এদিকে ব্যক্তিগত অর্জনেও পেলেকে টপকে একমাত্র ফুটবলার হিসেবে শীর্ষে পৌঁছেছেন পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেয়া নেইমার।
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের দিনে দারুণ এক গোল করেছিলেন নেইমার। সেই গোলটি ছিল ব্রাজিলের জার্সিতে সেলেসাও তারকার ৭৭তম গোল। তবে এ গোলটি বিশেষ আরও একটি কারণে।
Brazil have a new goalscoring king! 🇧🇷👑
Neymar’s 78th goal overtakes Pele as @CBF_Futebol‘s all-time men’s leading scorer. 🔝#FIFAWorldCup pic.twitter.com/EmztniOFMJ
— FIFA World Cup (@FIFAWorldCup) September 9, 2023
সে ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেই যে বিশ্বফুটবলের কিংবদন্তী পেলের সঙ্গে একই কাতারে পৌঁছেছিলেন নেইমার। তাতে করে ব্রাজিলের জার্সিতে সবথেকে বেশি গোলের রেকর্ডটি পেলের সঙ্গে যৌথভাবে নিজের করে নিয়েছিলেন নেইমার। সেই সঙ্গে সুযোগ ছিল নিজ দেশের ফুটবল রাজাকে ছাড়িয়ে যাবারও।
এদিকে আজ বলিভিয়ার বিপক্ষে ম্যাচে বড় জয়ের দিনে জোড়া গোল পেয়েছেন নেইমার। ১৭ মিনিটের সময় পেনাল্টি মিস করলেও ৬১ মিনিটের সময় দলীয় আক্রমণ থেকে গোল করেন তিনি। এরপর যোগ করা সময়েও একটি গোলের দেখা পেয়েছেন।
বলিভিয়ার বিপক্ষে এই জোড়া গোলে ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল সংখ্যা এখন ৭৯* টি যা পেলের থেকে দুইটি বেশি। ফলে লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে এখন সর্বোচ্চ গোলের মালিকও এখন তিনি।
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//