টুকিটাকি
২১ বছরে পা রাখলো মুরগি পিনাট (ভিডিও)
একটা মুরগি গড়ে কয় বছর বাঁচতে পারে জানেন? উত্তর হলো গড়ে ৫ থেকে ৮ বছর বাঁচে। তবে ৮ বছর বেঁচে থাকাটাই অনেক ভাগ্যের ব্যাপার। তবে এবার অবাক করার বিষয় হলো ‘পিনাট’ নামের এক মুরগীর বয়স হয়েছে ২১ বছর।
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মুরগি হিসেবে পাওয়া সনদ পেয়েছে পিনাট।
মার্সি পার্কার ডারউইন ও তার স্বামী বিল যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ‘নো-কিল’ খামারের মালিক। তাদের এ খামারে কুকুর, বিড়াল এবং মুরগি, ময়ূর ও হাঁসসহ নানা পাখি রয়েছে।
২১ বছর আগে ডারউইনের মুরগির ডিমগুলো ফুটে বাচ্চা হওয়ার কথা ছিল তার মধ্যে একটি ডিম দেখে মনে হয়েছিল এটি পঁচা- যে কারণে মা মুরগি ওই ডিমটি ফেলে চলে গিয়েছিল। তিনি ডিমটি হাতে নিয়ে কচ্ছপদের খাওয়ার জন্য পুকুরে ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে ক্ষীণ কিচিরমিচির আওয়াজ পান।
দ্বিতীয়বার কিচিরমিচির আওয়াজ পাওয়ার পর বুঝতে পারেন ডিমের ভেতরে বাচ্চাটা জীবিত আছে কিন্তু ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসার মতো ‘এগ টুথ’ নেই। ডারউইন আরও ভালোভাবে ডিমটির দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন ডিমের খোসার ওপর খুবই হালকা একটা ফাটলের দাগ দেখা যাচ্ছে। তখন তিনি মুরগির বাচ্চাটাকে একটু সাহায্য করার সিদ্ধান্ত নেন।
তিনি খুব সাবধানে ডিমের খোলস ভেঙে বাচ্চাটাকে বের করে আনেন। তার হাতের ওপর সেই ছোট্ট বাচ্চাটা। বললেন ডারউইন।
তিনি মুরগির বাচ্চাটাকে এর মায়ের কাছে দিয়ে আসতে গেলেন, কিন্তু মা মুরগি তাকে নিলো না। তাই ডারউইন বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যান। তাকে একটা হিট ল্যাম্পের নিচে রাখেন এবং বাচ্চাটাকে আস্তে আস্তে খাবার ও পানি খাওয়া শেখাতে লাগেন। তিনি বাদামি রঙের মুরগির বাচ্চাটার নাম দিলেন ‘পিনাট’।
এরপরে কেটে গেছে ২০টি বছর। ডিমের খোসা ভেঙে বের করে আনা বাচ্চাটা এখনও ডারউইনের লিভিংরুমে হেঁটে বেড়ায়, কখনো বা তার কোলে এসে বসে। তার এই আদরের ব্যানটাম মুরগি এখন একটি বিশ্বরেকর্ডের মালিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পিনাটকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মুরগি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বর্তমানে মিশিগানের চেলসি শহরে বসবাসরত অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান, ৭১ বছর বয়সী ডারউইন বলেন, “একটা মুরগি গড়ে ৫ থেকে ৮ বছর পর্যন্ত বাঁচে, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার বলে মনে করা হয়। পিনাট খুবই স্মার্ট ও সাহসী একটা মুরগি- সকালবেলা সে ব্লুবেরি ইয়োগার্ট না পেলে, একথা আমার কানে যাবেই।”
“সে স্বাস্থ্যবান এবং আদরে আদরে বিগড়েছে”, বলেন ডারউইন।
চলতি বছরের মে মাসে ডারউইন ও তার পরিবার পিনাটের ২১তম জন্মদিন পালন করেছেন। কিন্তু ডারউইন জানান, তিনি এখনো বিশ্বাস করতে পারেন না যে, সেদিনের সেই ছোট্ট বাচ্চাটা এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি!
পিনাটের বিশ্বরেকর্ডের মালিক হওয়ার যাত্রা শুরু হয় ২০২২ সালের বসন্তে, যখন ডারউইনের বন্ধু টড গিলিহান তাকে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিতে বলেন।
গিলিহান সবচেয়ে বয়স্ক মুরগি হিসেবে প্রথম গিনেস বুকে নাম লেখানো ‘মাতিলদা’র কথা জানতে পারেন। ২০০৪ সালে মুরগিটিকে ‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’তে নিয়ে আসা হয়েছিল। তখন মাতিলদার বয়স ছিল ১৪ বছর এবং এর দুই বছর পর ১৬ বছর বয়সে এটি মারা যায়।
“সে (টড) জানতো যে পিনাট এই রেকর্ড ভাঙতে পারবে”, বলেন ডারউইন।
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মাফি নামের একটি আমেরিকান মুরগির। ২০১১ সালে যখন মাফি মারা যায় তখন এটির বয়স ছিল ২৩ বছর ১৫২ দিন।
View this post on Instagram
“টড আমাকে বারবার বলেছিল আবেদন জমা দিতে, অবশেষে আমি দিলাম। কিন্তু একটা মুরগির আসল বয়স আপনি কিভাবে প্রমাণ করবেন?” বলেন ডারউইন।
তিনি জানান, সব প্রশ্নের উত্তর দিতে এবং পিনাটের বয়স নিশ্চিত করতে ভিডিও, সাক্ষীর সাক্ষ্য এবং একজন পশুচিকিৎসকের বিবৃতি ইত্যাদি পাঠাতে তার ছয় মাসের মতো সময় লেগেছে।
ডারউইন বলেন, “অনেক বছর আগে আমার কিছু বন্ধুবান্ধব ও ভাগ্নি-ভাতিজারা মুরগিটার সাথে ছবি তুলেছিল, তারিখসহ সেসব ছবি আমার কাছে ছিল। এগুলোই ছিল আমার কাছে থাকা সবচেয়ে ভালো প্রমাণ”।
অবশেষে গেলো মার্চে গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পিনাটকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মুরগি হিসেবে স্বীকৃতি দেয়।
টুকিটাকি
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ বছর ধরে তরুণীকে ধর্ষণ
তরুণীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে রোববার মুম্বাইয়ের যোগেশ্বরী থেকে ২৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঠাণে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তের নাম রিয়াসাত ইলিয়াস কুরেশি। গেলো দু’বছর ধরে এক তরুণীকে লাগাতার ধর্ষণ করেছে সে।
অভিযুক্ত ও নির্যাতিতা দু’জনেই ঠাণের বাসিন্দা। ২০২১ সালে বছর ২৪-এর ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব পাতায় ইলিয়াস। কিছু দিনেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ওই তরুণীর সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্ক করে সে। একবার ওই তরুণীকে গর্ভপাত করাতেও বাধ্য করা হয়।
কিন্তু এ বছর তরুণী বিয়ের কথা তুলতেই বেঁকে বসে সে। এর পরেই ইলিয়াসের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ এনেছেন ওই তরুণী।
রাবোড়ি থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত পেশায় এক জন দর্জি। নিজের দোকান রয়েছে তার। ঘনিষ্ঠ সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়াতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জেএইচ
টুকিটাকি
বরের বাবা পালিয়ে গেলেন কনের মাকে নিয়ে
যুগলের বিয়ের আগে বরের বাবা পালিয়ে গেলেন কনের মাকে নিয়ে। অনেক খুঁজেও তাদের হদিস মিলল না। অগত্যা পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্চ জেলার। অভিযোগ, মাস দুয়েক আগে যুগলের বাগ্দান পর্ব সারা হয়েছিল। বাকি ছিল বিয়ের অনুষ্ঠান। তারই তোড়জোড় চলছিল। কিন্তু বিয়ের কিছু দিন আগে হঠাৎই উধাও হয়ে যান বরের বাবা। ওই একই সময় থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না কনের মায়েরও। দুই পরিবার এ নিয়ে বিভ্রান্ত হয়। নানা জায়গায় দু’জনের খোঁজ করা হয়। কী থেকে কী হয়েছে, কারও সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না।
প্রায় এক মাস ধরে দু’জনের খোঁজ করে পরিবার। এরপর বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন কনের বাবা। তার অভিযোগ, তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন তার হবু জামাইয়ের বাবা। অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। তাতে অভিযুক্তের নাম শাকিল বলে উল্লেখ করা হয়েছে। তার নিজেরই ১০ সন্তান। এ ছাড়া, ওই মহিলার আরও ছয় সন্তান রয়েছে। মোট ১৬ সন্তান রেখে তারা পালিয়েছেন।
কনের বাবা থানায় জানিয়েছেন, গেলো ৩ জুন থেকে তার স্ত্রী নিখোঁজ। একই সময় থেকে পাওয়া যাচ্ছে না হবু জামাইয়ের বাবাকেও। তিনি মহিলাকে নিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা অভিযোগকারীর।
তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দু’জন স্বেচ্ছায় একে অপরের সঙ্গে বাড়ি ছেড়েছেন। তবে বিশদে জানার চেষ্টা চলছে। পুলিশ মনে করছে, যুগলের বাগ্দানের পর থেকেই বরের বাবা এবং কনের মা নিজেদের মধ্যে কথা বলা শুরু করেন। গোপনে তারা একে অপরের সঙ্গে কথা বলতেন। ক্রমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পরেই দু’জন পালানোর সিদ্ধান্ত নেন।
স্থানীয় স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার বলেছেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে গেলো ১১ জুলাই ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারা অনুযায়ী অপহরণের মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ভাবে আমাদের অনুমান, মহিলা নিজের ইচ্ছাতেই পালিয়েছেন। তবু পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি স্বেচ্ছায় না হয়ে থাকলে ওঁকে ফিরিয়ে আনা হবে।’
জেএইচ
টুকিটাকি
স্বামীর গায়ের রং কালো, তাই বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী
স্বামীর গায়ের রং কালো হওয়ায় শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেলেন স্ত্রী! বিয়ের কয়েক মাসের মধ্যেই স্ত্রী বাপের বাড়িতে চলে গেছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক। তার অভিযোগ, সদ্যোজাত সন্তানকে ফেলে বাপের বাড়ি চলে গেছেন স্ত্রী। আর ফিরতে চাইছেন না। চলে যাওয়ার কারণ হিসাবে স্বামীর গায়ের রংকে দুষছেন তিনি। অন্যদিকে, অভিযুক্ত মহিলাও স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নিয়ে পাল্টা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। ২৪ বছর বয়সি যুবক পুলিশকে জানিয়েছেন, ১৪ মাস আগে তার বিয়ে হয়েছে। কিছু দিন আগে তার স্ত্রী এক কন্যা সন্তানের জন্মও দিয়েছেন। এর পরেই সন্তানকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেছেন তিনি। কিছু দিন পর বাপের বাড়ি থেকে যুবক স্ত্রীকে নিয়ে আসতে গিয়েছিলেন। কিন্তু মহিলা সাফ জানিয়ে দিয়েছেন, স্বামীর গায়ের রং কালো হওয়ায় তার সঙ্গে ঘর করতে চান না।
এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ পুলিশ আপাতত আগামী শনিবার দম্পতিকে থানায় তলব করেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে দু’জনের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে গোলমাল মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। তাতেও যদি মিটমাট না হয়, তবে অভিযোগ অনুযায়ী পদক্ষেপ করবে পুলিশ।
গোয়ালিয়রের ভিকি ফ্যাক্টরি এলাকার বাসিন্দা ওই যুবক জানিয়েছেন, বিয়ের পর থেকেই তার গায়ের রং নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন স্ত্রী। এ নিয়ে দু’জনের মধ্যে একাধিক বার ঝামেলাও হয়েছিল। কিছু দিন আগে সন্তান জন্ম দওয়ার পরেই স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। যদিও মহিলা তার স্বামীর বিরুদ্ধে থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে বলা হয়েছে, স্বামী তার উপর অত্যাচার করেন। সেই কারণেই তিনি বাড়ি ছেড়েছেন।
জেএইচ