তথ্য-প্রযুক্তি
যেথায় মিললো সবচেয়ে শক্তিশালী গামা রশ্মির সন্ধান
উচ্চশক্তির গামা রশ্মির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যা দৃশ্যমান আলোর চেয়ে ১০ ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা নামিবিয়ার হাই এনার্জি স্টেরিওস্কোপিক সিস্টেম টেলিস্কোপ বা এইচইএসএস অবজারভেটরির তথ্য পর্যালোচনা করে একটি মৃত তারা বা পালসার থেকে সবচেয়ে শক্তিশালী এই গামা রশ্মি শনাক্ত করেছেন। ২০ টেরা-ইলেকট্রন ভোল্ট ক্ষমতায় এই গামা রশ্মির উৎপত্তি বর্তমানে প্রচলিত ধারণা বা তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এ গবেষণার তথ্য মতে, ভেলা পালসার থেকে সবচেয়ে শক্তিশালী গামা রশ্মি আসার প্রমাণ পাওয়া গেছে। নতুন এ তথ্যের ওপর ভিত্তি করে ১০ টেরা-ইলেকট্রন ভোল্ট পরিসরে অন্যান্য পালসার শনাক্তকরণের জন্য নতুন উপায় নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ফ্রান্সের অ্যাস্ট্রো পার্টিকেল অ্যান্ড কসমোলজি (এপিসি) ল্যাবরেটরির গবেষক আরাচে জানাতি-আতাই বলেন, ‘পালসার সম্পর্কে নতুন তথ্য আমাদের আগের ধারণাকে চ্যালেঞ্জ করছে। এমন মহাজাগতিক ঘটনার কীভাবে কাজ করে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে মনে হচ্ছে।’
পালসার আসলে তারার অবশিষ্টাংশ। বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে সুপারনোভা তৈরি হয়। বিস্ফোরণের কারণে প্রায় ২০ কিলোমিটার ব্যাসের একটি ক্ষুদ্র মৃত নক্ষত্র তৈরি হয়, যা অবিশ্বাস্য গতিতে ঘুরতে থাকে। পালসারে একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি হয়। এযাবৎ ৩ হাজারের বেশি পালসারের খোঁজ পাওয়া গেছে। উচ্চশক্তির গামা রশ্মি নির্গত করে এমন ১০০ মেগা ইলেকট্রন ভোল্টস থেকে ১০০ গিগা ইলেকট্রন ভোল্ট সীমানায় প্রায় ২৭০টি পালসারের সন্ধান এ পর্যন্ত পাওয়া গেছে। ২০০৪ সাল থেকে ২০১৬ সালের তথ্য এ গবেষণায় বিশ্লেষণ করা হয়। গবেষণায় যুক্ত বিজ্ঞানী এমা ডি ওনা উইলহেলমি বলেন, ‘এই মৃত নক্ষত্র প্রায় পুরোটাই যেন নিউট্রন দ্বারা গঠিত, যা অবিশ্বাস্যভাবে গভীর ঘনত্বের। সমুদ্রের বাতিঘরের আলোর মতো পালসার থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ নির্গত হয়। এই রশ্মি গুলি আমাদের সৌরজগতের মধ্য দিয়ে গেলে আমরা নিয়মিত বিরতিতে বিকিরণ টের পাই।’
বিজ্ঞানীদের ধারণা, দ্রুতগতির ইলেকট্রন থেকে বিকিরণ তৈরি হয়। এর ফলে ইলেকট্রন পালসারের ম্যাগনেটোস্ফিয়ারের মধ্য দিয়ে সীমানার বাইরে চলে আসে। পালসারের চৌম্বকক্ষেত্র প্লাজমা ও ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডে আবদ্ধ, যা তারার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে।
পোল্যান্ডের নিকোলাস কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বিজ্ঞানী ব্রোনেক রুডাক বলেন, ‘ইলেকট্রনগুলো অর্জিত শক্তি বিকিরণ বিমের মতো নিয়মিত বিরতিতে ছেড়ে দিচ্ছে। ভেলা পালসার ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালির রেডিও ব্যান্ডে সবচেয়ে উজ্জ্বল পালসার। গিগা-ইলেকট্রন ভোল্টস পরিসরে সবচেয়ে উজ্জ্বল মহাজাগতিক গামা রশ্মির উৎস হিসাবে এটি পরিচিত। এই পালসার প্রতি সেকেন্ডে প্রায় ১১ বার ঘুরছে।’
সূত্র: আর্থ ডট কম
জাতীয়
শুক্র ও শনিবার ইন্টারনেট ফ্রি করে দিলো গ্রামীণফোন
বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক অন্যতম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এবার রিচার্জ কিংবা প্যাকেজ কেনা ছাড়াই ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে কোম্পানিটি।
শুক্রবার (৯ আগস্ট) গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGrameenphone%2Fposts%2Fpfbid02uyp6SmgzkTtERBvh73dhLiU6quBf3nrfukCRDGFyYJsnBZyKDf8h62mPBNDRs9Y6l&show_text=true&width=500″ width=”500″ height=”654″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
উল্লেখ্য, গ্রামীণফোন ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে। বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।
জেডএস/
তথ্য-প্রযুক্তি
ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও ওয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুক পলিসির বিরুদ্ধে গিয়ে পেজ দুটি পরিচালনা করায় এগুলো বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ আগস্ট) মধ্যরাত ও সকালে পর্যায়ক্রমে সাদ্দাম এবং ইনানের পেজ দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা যায়, সাইবার ৭১ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। বিষয়টি নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে সাইবার ৭১।
অন্যদিকে ‘Murshiddarbar Community’ নামক ফেসবুক থেকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We’ve removed the account you reported from Facebook.”
প্রসঙ্গগত, এ বিষয়ে এখনও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কোন বক্তব্য দেয়নি।
আই/এ
তথ্য-প্রযুক্তি
এবার মোবাইল ডাটায় অচল ফেসবুক-টেলিগ্রাম
মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চালানো যাচ্ছে না।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশে সমস্যার মুখে পড়ছেন তারা।
মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা রয়েছে।
বিস্তারিত আসছে….