ক্রিকেট
বাংলাদেশের বিপক্ষে সাউদিকে পাচ্ছে নিউজিল্যান্ড
নিয়মিত অধিনায়ক ইনজুরিতে থাকা কেন উইলিয়ামসনের উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তবে একাদশে ফেরানোর আগে আরো অন্তত দুটি অনুশীলন সেশনে পরখ করতে চান তিনি। যদিও শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফেরার মতো ‘ভালো চেহারায়’ তাকে দেখা যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে স্টিড নিশ্চিত করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য পাওয়া যাবে অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদিকেও।
কিউই কোচ বলেন,‘ তার (উইলিয়ামসন) অবস্থার দারুন উন্নতি হয়েছে। শেষ ৫/৬ দিন ধরে দারুন দেখাচ্ছে। এই মুহুর্তে এটিই কেনের মুল খবর। এখন তার মধ্যে ইনজুরির লক্ষন খুব একটা নেই।নিয়মিতভাবেই উইকেটে দৌঁড়াচ্ছে, ফিল্ডিংয়ের দক্ষতা দেখে মনে হচ্ছে সে ৫০ ওভারের ম্যাচে খেলার মতো সক্ষমতা ফিরে এসেছে । তার বর্তমান অবস্থানে আমরা খুশি । তার জন্য আমাদের আরো দুটি অনুশীলন বাকি আছে। তবে এই পর্যায়ে তাকে দেখে খেলায় ফেরার মতো অবস্থানে আছে বলেই মনে হচ্ছে।’
চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইনজুরিতে পড়ার পর ফিটনেস ফিরে পাবার জন্য কাজ করে যাচ্ছেন উইলিয়ামসন। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে অনুশীলন ম্যাচে অংশ নিলেও বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে একাদশে রাখা হয়নি উইলিয়ামসনকে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওই দুই ম্যাচে সহজ জয় পেয়েছে কিউইরা।
তবে উইলিয়ামসন একাদশে ফিরলে কাকে বাদ দেয়া হবে সেটি নিশ্চিত করেননি স্টিড। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে সফল হয়েছেন রাচিন রবীন্দ্র। করেছেন একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি।
স্টিড বলেন,‘ কেন সুস্থ হয়ে ফিরে তিনি যে একাদশে থাকবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। তিনি বিশ্বের সেরা খেলোয়াদড়ের একজন। এই মুহুর্তে আমরা আলোচনা করছি কিভাবে তাকে পরিপুর্ন সুস্থ করা যায়। উদাহারণ হিসেবে বলা যায় আমরা প্রথম ম্যাচে জিমি নিশামকে দলে নিলেও দ্বিতীয় ম্যাচে রাখিনি। কন্ডিশন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় সেটিকেই আমরা সেরা দল মনে করেছি। প্রতিপক্ষ দলের অবস্থা বিবেচনায় এনেও আমরা আলোচনার ভিত্তিতে যাদের ভালো মনে করব তাদেরকেই সুযোগ দেব।’
এদিকে ইনজুরি কাটিয়ে সাউদিও মাঠে নামার জন্য প্রস্তুত। স্টিড বলেন,‘ নির্বাচনের জন্য টিমকে পাওয়া যাবে। মনে হচ্ছে তার ইনজুরিগ্রস্ত বৃদ্ধাঙ্গুলটি ভালোভাবে সেট হয়ে গেছে। বিগত কয়েকটি অনুশীলনে পুর্ন সামর্থ্য নিয়েই বল করেছেন তিনি। ’
ক্রিকেট
ক্রিকেট বোর্ডে পরিবর্তন প্রসঙ্গে যা বললেন বিজয়
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সফর আছে একই সময়ে। বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমের সাথে কথা বলেছেন এনামুল হক বিজয়।
বিজয় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা অস্থির। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন স্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে, কিছু জায়গায় পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে।
বিসিবির বিভিন্ন জায়গায় পরিবর্তনের দাবিও তোলা হয়েছে। এমনকি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস ও রুবেল হোসেনও এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন। দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে এনামুল হক বলেন, ‘এটা তো হতেই থাকবে। এটা আপনিও কখনো বলতে পারবেন না যে আপনার সঙ্গে হয়নি। এটা হতেই থাকে। তারপরও এটা সামনে যত কম হয় সেই আশা আমরা করবো।’
বোর্ডের বিভিন্ন স্তরে পরিবর্তনের কথা অনেকেই উচ্চারণ করেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পরপর। এই পরিবর্তন প্রসঙ্গে এনামুল হক বলেন,
‘আমার কাছে মনে হয় এটার (ক্রিকেট বোর্ড) বড় আলোচনা জরুরী। দুজন একজনের কথায় আসলে এটা হবে না। ব্যক্তিগতভাবে বললে, আমি চাই বড় গ্রুপ যারা আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি তারা একত্রে বসে আলোচনা করে এটা করা। যারা ক্রিকেট খেলেছি, কেউ খেলেছে বা সামনে কেউ খেলবে। বড় ধরনের আলোচনা দরকার। যার যেটা প্রয়োজন সেটা তারা বলবে। যেখানে যে আছে।’
এম এইচ//
ক্রিকেট
পাকিস্তানের টেস্ট দলে এইচপি কোচ হলেন টিম নিলসন
টিম নিলসনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন হাই পারফরম্যান্স (এইচপি) কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই নিয়োগ দিয়েছে পাকিস্তান বোর্ড।
পাকিস্তানের লাল বলের ক্রিকেটে দায়িত্বে আছেন জেসন গিলেস্পি। যার কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন টিম নিলসন। ইতোমধ্যে এই দুই কোচ পাকিস্তান শাহীন’স এ দলের ট্রেনিং ক্যাম্প পর্যবেক্ষণ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগস্টের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্প। রাওয়ালপিন্ডিতে দুই দল প্রথম ম্যাচটি খেলবে আগস্টের ২১ থেকে ২৫ তারিখ। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুই দল খেলবে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত।
সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটে গিলেস্পির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে নিলসনের। সবমিলিয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী।
সম্প্রতি পিসিবি বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যেও দল ঘোষণা করেছে পাকিস্তান শাহীন’স।
এম এইচ//
ক্রিকেট
দুই মাসের ছুটি চান অলরাউন্ডার সাইফউদ্দিন
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে সকল ধরনের ক্রিকেট থেকে ২ মাসের ছুটি চেয়েছেন তিনি।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ, পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন সাইফউদ্দিন। এই মাসের শুরুতে একজন নির্বাচক ইমেইল করেন এই অলরাউন্ডার। এরপর জানিয়ে দেন, তিনি ক্রিকেট থেকে আপাতত বিরতি নিতে চান এবং তা দুই মাসের জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
জুনে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যুক্ত হতে না পারা এবং গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে কানাডায় যেতে না পারা- সাইফউদ্দিনের জন্য বেশ হতাশার ছিল। এসব কারণেই তিনি আগামী ২ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চান। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত মে মাসে, বাংলাদেশের হয়ে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন সাইফউদ্দিন।
এম এইচ//