টিভি
কুয়েতে করোনায় আরো ১০৯জন নতুন করে আক্রান্ত
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনাভাইরাসে আরো ১০৯জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫জনে, চিকিৎসাধীন ৫৬১ জন, সুস্থতা লাভ করেছেন ১০৩ জন, সংকটপূর্ণ ২০জন ও মৃত্যু হয়েছে ১জনের।
”করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ৬জন সহ শনাক্ত মোট ৩৪জন”
এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলে ২৪৭৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিজে সুস্থ জীবনযাপনের জন্য স্থানীয় আইন মেনে চলুন, কুয়েতে ”জরুরী অবস্থা” চলছে বিকেল ৫টা থেকে সকাল ৪টা পর্যন্ত, ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।
টিভি
‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় ক্রিয়েটিভ লেখক নির্বাচিত হলেন আরিফ
কাতার বিশ্বকাপ নিয়ে চ্যানেল-২৪ আয়োজিত ‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় সেরা লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মাদ আরিফ। তিনি আরটিভির ডিজিটাল সোস্যাল মিডিয়া বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অনলাইন অ্যাক্টিভিস্ট।
আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে চ্যানেল-২৪ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসিআই ফার্টিলাইজার পরিচালক কৃষিবিদ বশির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল-২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন, স্পোর্টস এডিটর দিলু খন্দকার, ডিজিটাল মিডিয়ার প্রধান মো. রাজীব খান, চ্যানেল-২৪ অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, এমন সুন্দর আয়োজনের জন্য চ্যানেল-২৪ কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই আসরে তাদের অনন্য আয়োজনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের অনেক অজানা গল্প জানার সুযোগ পেয়েছেন খেলাপ্রেমীরা।
তিনি আরও বলেন, এই পুরস্কার আমাদের জাতীয় জীবনে এবং আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দীক্ষা, তা বাস্তবায়নে ভূমিকা রাখবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে জীবন সাজাতে এই আয়োজন সহায়ক হবে।
বিশ্বকাপ ফুটবল আসরের পুরো সময় চ্যানেল 24 অনলাইনে পাঠকরা খেলা সম্পর্কে দুই হাজারের বেশি লেখা পাঠান। সেসব লেখা বাছাই করে তাদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মোহাম্মাদ আরিফ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডিজিটাল সোস্যাল মিডিয়া, আরটিভি), গোলাম মোস্তফা (দুঃখু) (স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়), গাজী আনিস (ঢাকা), নবাব হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ফায়জার মোহাম্মাদ শাওলিন (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) ও শাহজাদা সেলিম রেজা (মানিকগঞ্জ)।
উল্লেখ্য, ‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় স্পনসর ছিল এসিআই ফার্টিলাইজার ও রকমারি ডটকম।
টিভি
ডিজিটালে দর্শকপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে বায়ান্ন টিভি
বায়ান্ন টিভি বাংলাদেশের একটি নতুন বেসরকারি (প্রস্তাবিত) এইচডি স্যাটেলাইট টেলিভিশন। স্যাটেলাইটে এখনও না আসলেও ডিজিটাল ফ্ল্যাটফরমে সরব। ইতোমধ্যে বায়ান্ন টিভি বর্তমানে ডিজিটাল মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
চ্যানেল বায়ান্ন তথা বায়ান্ন টিভিতে বিশেষ প্রচারিত সংবাদ, স্লাইড, ছোট ভিডিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অফিসিয়াল দুটি ফেসবুক পেজ ও ইউটিউবে প্রায় ১ মিলিয়ন দর্শক এ সংবাদমাধ্যমটিকে অনুসরণ করে।
-
বায়ান্ন টিভি অফিসিয়াল ফেসবুক ফেজ- https://fb.com/BayannoTelevision
-
বায়ান্ন টিভি নিউজ ফেসবুক ফেজ- https://fb.com/BayannoDigital
-
বায়ান্ন টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@BayannoTelevision
অনলাইনে পাঠকদের জন্যে রয়েছে আলাদা নিউজ পোর্টাল ‘বায়ান্ন ডট কম’। এতে জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ের সংবাদ প্রকাশ হচ্ছে।
টেলিভিশনটির প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমানের নেতৃত্বে একদল নির্ভীক, দক্ষ, উদ্যমী ও কঠোরপরিশ্রমী কর্মী এখানে কাজ করছেন। সর্বাধুনিক তথ্য-প্রযুক্তি দিয়ে সাজানো হচ্ছে নিউজ রুম, অনুষ্ঠান বিভাগ ও সম্প্রচার বিভাগ।
বায়ান্ন টিভি ১ অক্টোবর, ২০১৩ সালে স্যাটেলাইট টেলিভিশন হিসেবে অনুমোদন লাভ করে। ‘ভাষা থেকে স্বাধীনতা’ এ শ্লোগানে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে লগো উন্মোচনের মাধ্যমে এটি ডিজিটাল মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করে। এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভির সহযোগী প্রতিষ্ঠান এটি। বায়ান্ন টিভি বর্তমানে ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকায় বেঙ্গল স্কয়ার ভবন থেকে এর সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
টিভি
BayannoTV is gaining popularity in digital media
Bayanno TV Official Facebook Page – https://fb.com/BayannoTelevision
Official News Page – https://fb.com/BayannoDigital
Official YouTube : https://www.youtube.com/@BayannoTelevision
For online readers there is a separate news portal www.bayanno.com. National, international, sports, entertainment and other news are published in it.
A group of fearless, efficient, energetic and hardworking workers are working here under the leadership of Syed Ashik Rahman, Chief Editor of the television.
The news room, program department and broadcasting department are being equipped with the latest information technology.
Channel Bayanno known as Bayanno TV was approved as a satellite television on October 1, 2013. It started broadcasting on digital media by unveiling the logo in February 2014 under the slogan ‘ Freedom from Language‘. Its owner is Bengal Group of Industries.
It is a sister concern of RTV, the most popular satellite television in Bangladesh through digital media. Bayanno TV is currently broadcasting from Bengal Square Building, 437 Tejgaon Industrial Area, Dhaka.
Bayanno TV
Bengal Square, 437 Tejgaon Industrial Area,
Dhaka-1207
Cell: +8801878-184154