অন্যান্য
দ্বিতীয়বার এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হলেন পারভেজ তমাল
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নিবাচিত হয়েছেন এসএম পারভেজ তমাল । ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যদের ভোটে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।
২০১৭ সালের ১০ ডিসেম্বর প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছিলেন এসএম পারভেজ তমাল। প্রবাসী এই সফল উদ্যোক্তা দায়িত্ব নেওয়ার পর সাফল্যের ধারা বজায় রেখেই এগিয়ে চলছেন। তার নেতৃত্বে এগিয়ে চলছে চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংক। এই ব্যাংকের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। ঘরে বসেই মানুষের কর্মসংস্থান এনআরবিসি ব্যাংকের কার্যক্রমের মূল লক্ষ্য। সেলক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌছে দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
২০১৭ সালে মাত্র ৬১৭ জন জনবল নিয়ে যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। বর্তমানে এই ব্যাংকে চাকরি করছেন প্রায় ৬ হাজার মানুষ। সেই হিসেবে মাত্র ৪ বছরে ব্যাংকটিতে কর্মসংস্থান বেড়েছে ১০ গুণ। অর্থায়নের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান করেছে এই ব্যাংক। পাশাপাশি আর্থিক সূচকগুলোতেও এগিয়ে গেছে এই ব্যংক।
উন্নয়নমূখী ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাওয়া এই ব্যাংকের গ্রাহকের আস্থা ও সুনাম অর্জন করেছে। পরিচালনা পরিষদের ঐক্যমত ও উন্নয়নমুখী নীতি বাস্তবায়নের কারনেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ সরকারের উন্নয়ন নীতিমালার সঙ্গে একাত্ন হয়ে দেশবাসীর ভাগ্য উন্নয়নের কাজ করছে।
ব্যাংকের সব পরিচালক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। ব্যাংকটির উদ্যোক্তা সবাই প্রবাসী।
২০১৭ সালে ব্যাংকের ব্যালেন্সশিটের আকার ছিলো সাত হাজার ৪১২ কোটি টাকা। ২০২১ সালে এই হার দ্বিগুণ বেড়ে হয় ১৫ হাজার তিনশ’ ৮৪.২৬ কোটি টাকা। ২০১৭ সালে ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে রাজস্ব দেয় একশ’১২ কোটি টাকা। আর ২০২১ সালে রাজস্ব দিয়েছে দুইশ’ দুই কোটি টাকা।
ব্যাংক চেয়ারম্যান এসএম পারভেজ তলাল দায়িত্ব নেয়ার পর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন।
সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত আছে এই ব্যাংক। দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্কভাতা, বিধবা ভাতাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে এনআরবিসি ব্যাংক।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে এই ব্যাংক। সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা সহজে পৌছে দিতে নেটওয়ার্ক বিস্তৃত করছে ব্যাংক কর্তৃপক্ষ।
বর্তমান চেয়ারম্যানের সুদক্ষ নেতৃত্বে সারা দেশে স্থাপন করা হয়েছে ব্যাংকটির এক হাজার শাখা, উপশাখা এবং সেবা কেন্দ্র। পূর্ণাঙ্গ শাখা রয়েছে ৯৩টি।
ব্যাংকিং খাতে প্রথম উপশাখা ভিত্তিক ব্যাংকিং সেবা প্রবর্তন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।
সরকারের রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এনআরবিসি ব্যাংক বিআরটিএ এবং জমি রেজিষ্ট্রেশন ফি আদায় করে।
আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমেও সফল হয়েছে এনআরবিসি ব্যাংক।
এছাড়া ক্ষুদ্র ঋণ ব্যাবস্থা চালু করে ২৬ হাজার গ্রাহককে সব মিলিয়ে এক হাজার কোটি টাকা ঋণ সুবিধা দিয়েছে এই ব্যাংক। পাশাপাশি ৫০ হাজারেরও বেশী প্রশিক্ষিত তরুণকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি। যুবকদের মাত্র ৪ থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেয়া হবে।
মানুষের প্রয়োজনকে প্রাধান্য নিয়ে সেবা প্রক্রিয়া পরিচালনা করায় আর্থিক সূচকে সফল হয়েছে এনআরবিসি ব্যাংক।
বিগত ২০২১ সালে ডিসেম্বর মাস শেষে ব্যাংকটির আমানতের পরিমান ২৭ শতাংশ বেড়ে হয়েছে ১২ হাজার একশ’ পাঁচ কোটি টাকা।
আগের বছর এই পরিমান ছিলো নয় হাজার পাঁচশ’ ৩২ কোটি টাকা।
ঋণ বিতরণ সাত হাজার চারশ’৮৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার দুইশ’ ৬৬ কোটি টাকা।
ঋণ বিতরণ বাড়ানোর হার ৩৭ শতাংশেরও বেশী। ব্যাংকটির রেমিটেন্স সংগ্রহ বেড়েছে ১৮৫ শতাংশ। বর্তমানে রেমিটেন্স সংগ্রহ ১২ কোটি ৪১ লাখ ডলার।
এর পাশাপাশি আমদানী বেড়েছে ৩৮ শতাংশ। ২০২১ সালে এই ব্যাংকের মাধ্যমে আমদানী হয়েছে ৪৯ কোটি ৭১ লাখ ডলারের পণ্য।
অন্যদিকে সাড়ে ছয় শতাংশ বেড়ে রপ্তানী আয় হয়েছে ৩৬ কোটি ৫৮ লাখ ডলার।
অন্যান্য
শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি নেই: অর্থমন্ত্রী
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেনম প্রত্যাশার চেয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বেশি সহায়তা করছে।
এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন একাডেমিক কাজ করতে আসা শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগেই খোলা হয়নি তালা। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম। একই অবস্থা প্রশাসনিক ভবনেও। কিছু কিছু কক্ষের দরজা খোলা হলেও বন্ধ রয়েছে কার্যক্রম। ফলে জরুরি কাজে মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি তুলতে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
গেলো ২৫ থেকে ২৭ জুন তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শাবি শিক্ষকরা। দাবি আদায় না হওয়ায় গেলো ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। একই দাবি আদায়ে তিনদিনের কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
টিআর/
অন্যান্য
এলপিজির নতুন দাম ঘোষণা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩ টাকা কমেছে। ১২ কেজির দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম মে মাসের তুলনায় জুনে ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩ টায় এক মাসের জন্য এলপিজির এই নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত চলতি মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি (জুলাই) মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা ঘোষণা করা হবে।
বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা ৮ মাস বাড়ার পর গেলো এপ্রিল মাসে কমেছিলো এলপি গ্যাসের দাম। সেই ধারাবাহিকতায় গেলো মে ও জুন মাসেও কমে এলপিজির দাম।
টিআর/
অন্যান্য
এলপিজির দাম কমছে নাকি বাড়ছে, জানা যাবে আজ
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম জুলাই মাসে বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ। মঙ্গলবার (২ জুলাই) এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
সোমবার (১ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ দিন বিকেল ৩টায় সৌদি আরামকো ঘোষিত চলতি মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি (জুলাই) মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কে বিইআরসির নির্দেশনা ঘোষণা করা হবে।
এর আগে কয়েক দফায় বাড়ানো হয় এলিজির দাম। পরে গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে মূল্য ৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৪২ টাকা। এরপর ২ মে আরও ৪৯ টাকা কমিয়ে কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয় ১ হাজার ৩৯৩ টাকা। সবশেষ গত ৩ জুন ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
টিআর/