হলিউড
৯৬তম অস্কারে কার হাতে উঠেছে কোন পুরস্কার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বাংলাদেশের স্থানীয় সময় ভোরে এবারের অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।
‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান।
৯৬তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিলিয়ান মারফি। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।
২০২৩ সালের ২১ জুলায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিলো ছবিটি। বক্স অফিসে দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি মারফির অভিনয় নজর কাড়ে সবার।
অস্কারের এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।
‘পুওর থিংস’ সিনেমাতে একজন ব্রিটিশ মহিলার চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় অস্কারের সোনালী ট্রফি।
সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), সেরা পার্শ্ব অভিনেত্রী ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস), সেরা মৌলিক চিত্রনাট্য অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি), সেরা রূপান্তরিত চিত্রনাট্য আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন), সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি)।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)। সেরা চিত্রগ্রহণ ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা), সেরা পোশাক পরিকল্পনা পুয়োর থিংস (হলি ওয়াডিংটন), সেরা প্রামাণ্যচিত্র টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ, ইউক্রেন), সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স), সেরা চলচ্চিত্র সম্পাদনা ওপেনহাইমার (জেনিফার লেম), সেরা রূপসজ্জা ও চুলসজ্জা পুয়োর থিংস (নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার), সেরা মৌলিক আবহসংগীতের পুরস্কার জিতেছে লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)।
সেরা মৌলিক গান হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকবি ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, চলচ্চিত্র: বার্বি), সেরা শিল্প নির্দেশনা পুয়োর থিংস (জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক), সেরা শব্দ দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স), সেরা ভিজ্যুয়াল ইফেক্টস গডজিলা মাইনাস ওয়ান (তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (ওয়েস অ্যান্ডারসন, স্টিভেন রালস), সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো (ডেভ মালিন্স, ব্র্যড বুকার)।
আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন সম্মানসূচক অস্কার পেয়েছেন। জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড পেয়েছেন সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটার।
বিনোদন
বেআইনি কাজের জন্য ক্ষমা চাইলেন বিটিএস তারকা
প্রত্যেক সামর্থ্যবান দক্ষিণ কোরীয়ান তরুণকে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রত্যেকে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করেন সামরিক বাহিনীতে। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগাও গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে। তবে প্রশিক্ষণ শেষ করলেও সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের জন্য ‘আনফিট’ হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে সমাজকল্যাণমূলক কাজে।
কিন্তু এত দিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা যেন এক দিনেই ধূলিসাৎ হয়ে গেল একটি ঘটনায়। ৬ জুন গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। রাজধানী সিওলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বাইক দুর্ঘটনায় পড়েন সুগা। এ ঘটনায় তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। জরিমানাও করা হয় তাঁকে। তবে পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সুগা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুগা লিখেছেন, ‘সেদিন রাতে মদ্যপান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।
এসআই/
বিনোদন
বাগদান সেরেছেন টেইলর সুইফট!
মাস কয়েক ধরেই ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একাধিক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের বিষয়’টি স্বীকারও করেছেন তারা। এমন কি নানা সময়ে তাদের একান্ত সময় কাটানোর মুহূর্ত ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই কবে এ জুটির বিয়ে হবে তা নিয়ে গুঞ্জনের পাশাপাশি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দুজনে। কিন্তু এবার বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর-ট্র্যাভিস।
পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, শিগগিরই বাগদান হচ্ছে টেইলর-ট্র্যাভিসের। যদিও টেইলর ভক্তরা মনে করছেন, এরইমধ্যে বাগদান সেরেছেন তারা।
এছাড়া একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন প্রধান নির্বাহীর স্ত্রী এই তারকা দম্পতির বাগদান সম্পর্কে কথা বলেছেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত একটি কনসার্টে টেইলরের পোশাক এবং আচার-আচরণে বাগদানের বিষয়টি প্রমাণিত হয়েছে। যদিও এই গুঞ্জনের বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসআই/
বিনোদন
একসঙ্গে মাতৃত্ব ও বিচ্ছেদের খবর দিলেন কার্ডি বি
লাইমলাইটের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। এবার আমেরিকান র্যাপার কার্ডি বি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
৩১ বছর বয়সি কার্ডি ইনস্টাগ্রামে তার স্ফীতোদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফীতোদরে।
সেখানে কার্ডি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’
২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। এ তারকা দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি। জানা যায়, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও তিনি চেয়েছেন।
এই দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কারণ খুঁজতে আলোচনা সমালোচনায় ব্যস্ত।
এসআই/