হলিউড
জেমস বন্ড সিরিজের পরবর্তী `জিরো জিরো সেভেন’ কে হচ্ছেন?
জেমস বন্ড বলতেই চলচিত্রপ্রেমী যেকোন মানুষের মনে ভেসে ওঠে সুদর্শন, রূক্ষ, দুর্ধর্ষ ও স্টাইলিশ এক পুরুষের ছবি। জেমস বন্ড মানেই বিশ্বের আধুনিকতম ও ভয়ঙ্কর গোয়েন্দা। ডাবল ও সেভেন-বা জিরো জিরো সেভেন মানেই শ্বাসরুদ্ধকর অ্যাকশন ছবির কোটি কোটি দর্শকনিন্দত অভিনেতা জেমস বন্ড।
বহুল আলোচিত ‘স্পেকটর’ সিনেমার মুক্তির পর ২০১৫ সালে জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ বলেছিলেন, আবার বন্ড হতে হলে তিনি হাতের কবজি কেটে ফেলবেন। তবে এরপর কবজিসহই ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি করেন ক্রেইগ। পরে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘বন্ড’ ছবি করতে শরীরের ওপর ভীষণ চাপ পড়ে। এ জন্যই জনপ্রিয় এই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে চাননি। কিন্তু নানা কারণে শেষবারের মতো রাজি হয়েছিলেন। ’
‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে ২০২১ সালে। এর মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেইগ ইতি টানেন বন্ড ক্যারিয়ারের। ক্রেগ হচ্ছেন সেই অভিনেতা যিনি ১৫ বছর ধরে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। এরপর তিন বছর পেরিয়েছে, নতুন ‘জেমস বন্ড’ সিনেমার খবর পাওয়া যায়নি। নতুন ‘জিরো জিরো সেভেন’ হিসেবে অনেকের নাম শোনা গেছে কিন্তু কেউ শেষ পর্যন্ত চূড়ান্ত হননি।
গত তিন বছর থেকেই বন্ডপ্রেমীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? ২০২২ সালে হলিউডের একটি সূত্র জানিয়েছিলো-সময়ের বহুল আলোচিত অভিনেতা কিলিয়ান মারফি হতে যাচ্ছেন জিরো জিরো সেভেনের নতুন মুখ। তাকে বাছাই করার পেছনে যুক্তি ছিলো- ‘কিলিয়ান এই মুহূর্তে হলিউডের দারুণ জনপ্রিয় অভিনেতা। ২০২৪ সালে সেরা অভিনেতা হিসেবে অস্কারজয়ী হলিউডের এই সুপারস্টার জেমস বন্ড চরিত্রের জন্য মানানসই। বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য অভিনেতার দৌড়ে শীর্ষে অবস্থান করছেন ৪৭ বছর বয়সী এই আইরিশ অভিনেতা।
তবে, এখন শোনা যাচ্ছে আরেক ব্রিটিশ অভিনেতার নাম। অ্যারন টেইলর-জনসনকে পরবর্তী জেমস বন্ডের জন্য ভাবা হচ্ছে। ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতাকে শেষ বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।
টেইলর-জনসন ২০০৯ সালে খ্যাতি অর্জন করেন। ক্রারাভান দ্য হানটার, ‘স্যাভেজ’, ‘আন্না কারেনিনা’, ‘গডজিলা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন। তবে সমালোচকদের কাছে তিনি প্রিয়পাত্র হয়ে ওঠেন ‘নকচারাল অ্যানিম্যালস’ সিনেমা দিয়ে। ছবিটির জন্য তিনি গোল্ডেন গ্লোবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ দিয়ে পরিচিতি পান ৩৩ বছর বয়সী এই অভিনেতা।
জেমস বন্ড সিরিজের বেশিরভাগ চলচ্চিত্র তৈরি করেছে প্রযোজনা সংস্থা ইয়ন প্রোডাকশন। এই প্রোডাকশনের একটি সূত্রে জানা যায়, টেইলর জনসনকে জিরো জিরো সেভেনের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। চুক্তিপত্রটি এখনও অপেক্ষমান রয়েছে। চুক্তিতে অভিনেতা সই করলেই বড় ধরণের একটি ঘোষণা আসবে। আর ছবির শুটিং শুরু হবে চলতি বছরেই।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বোলছে অন্য কথা। জেমস বন্ড চরিত্রে অভিনয়ের বিষয়টি এখনও স্পষ্ট করেনি অ্যারন টেইলর। এই অভিনেতা শুধু বলেছেন-‘বন্ডের ভূমিকায় তাকেদেখার বিষয়ে যেসব কথাবার্তা চলছে, সেটা তার কাছে রীতিমতো বিস্ময়কর ও আনন্দদায়কও বটে। ’
প্রযোজনা সংস্থার একটি সূত্রেও জানা গেছে, অ্যারনের জিরো জিরো সেভেনের চরিত্রের অভিনয়ের খবরের কোনো সত্যতা নেই। ফলে ২৬তম জেমস বন্ড ছবিতে কে হচ্ছেন ‘জিরো জিরো সেভেন ‘ বিষয়টি এখনো ধোঁয়াশাই রয়ে গেলো।
বিনোদন
বেআইনি কাজের জন্য ক্ষমা চাইলেন বিটিএস তারকা
প্রত্যেক সামর্থ্যবান দক্ষিণ কোরীয়ান তরুণকে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রত্যেকে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করেন সামরিক বাহিনীতে। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগাও গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে। তবে প্রশিক্ষণ শেষ করলেও সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের জন্য ‘আনফিট’ হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে সমাজকল্যাণমূলক কাজে।
কিন্তু এত দিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা যেন এক দিনেই ধূলিসাৎ হয়ে গেল একটি ঘটনায়। ৬ জুন গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। রাজধানী সিওলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বাইক দুর্ঘটনায় পড়েন সুগা। এ ঘটনায় তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। জরিমানাও করা হয় তাঁকে। তবে পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সুগা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুগা লিখেছেন, ‘সেদিন রাতে মদ্যপান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।
এসআই/
বিনোদন
বাগদান সেরেছেন টেইলর সুইফট!
মাস কয়েক ধরেই ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একাধিক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের বিষয়’টি স্বীকারও করেছেন তারা। এমন কি নানা সময়ে তাদের একান্ত সময় কাটানোর মুহূর্ত ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই কবে এ জুটির বিয়ে হবে তা নিয়ে গুঞ্জনের পাশাপাশি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দুজনে। কিন্তু এবার বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর-ট্র্যাভিস।
পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, শিগগিরই বাগদান হচ্ছে টেইলর-ট্র্যাভিসের। যদিও টেইলর ভক্তরা মনে করছেন, এরইমধ্যে বাগদান সেরেছেন তারা।
এছাড়া একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন প্রধান নির্বাহীর স্ত্রী এই তারকা দম্পতির বাগদান সম্পর্কে কথা বলেছেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত একটি কনসার্টে টেইলরের পোশাক এবং আচার-আচরণে বাগদানের বিষয়টি প্রমাণিত হয়েছে। যদিও এই গুঞ্জনের বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসআই/
বিনোদন
একসঙ্গে মাতৃত্ব ও বিচ্ছেদের খবর দিলেন কার্ডি বি
লাইমলাইটের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। এবার আমেরিকান র্যাপার কার্ডি বি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
৩১ বছর বয়সি কার্ডি ইনস্টাগ্রামে তার স্ফীতোদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফীতোদরে।
সেখানে কার্ডি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’
২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। এ তারকা দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি। জানা যায়, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও তিনি চেয়েছেন।
এই দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কারণ খুঁজতে আলোচনা সমালোচনায় ব্যস্ত।
এসআই/