অপরাধ
গান নিয়ে প্রতারণা : জে কে মজলিশসহ ৩জনের বিরুদ্ধে আরটিভির মামলা
দেশের প্রত্যন্ত অঞ্চলের হারিয়ে যাওয়া গান গণমানুষের কাছে পৌঁছে দিতে বেঙ্গল মিডিয়া করপোরেশনের (আরটিভি) আয়োজন ‘ফোক স্টেশন’। প্রচারের পর থেকে আরটিভির এ অনুষ্ঠান তুমুল জনপ্রিয়তা পাওয়ায় একে একে চারটি সিজন নির্মাণ করা হয়। অন্যান্য কম্পোজারদের সঙ্গে মিলে ‘ফোক স্টেশন’ রিয়েলিটি শো’র গানগুলোর মিউজিক রি-এরেঞ্জ করার দায়িত্ব দেয়া হয়েছিলো সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত জে কে মজলিশকে। কিন্তু গানগুলোর স্বত্ব নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে আরটিভি (মামলা নং ২৮, ১৫/৯/২০২২)। আরটিভির প্রযোজক মো. নূর হোসেন হীরা বাদী হয়ে মামলটি করেন।
মামলার এজহারে বলা হয়, আরটিভির সঙ্গীত আয়োজনে ওয়ার্ক ফর হায়ার বেসিসে কাজ করে, নিজেকে গানের স্বত্বাধিকারী দাবি করেন আসামিরা। এতে আরটিভি মিউজিকের আর্থিক ক্ষতি হয়।
বাংলার লোক সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ‘ফোক স্টেশন’ নামে প্রকল্প হাতে নেয় আরটিভি। ২০১৯ সালে ঐ প্রকল্পের সঙ্গীত আয়োজনে ‘ওয়ার্ক ফর হায়ার বেসিস’ বা ভাড়াটে হিসেবে অন্যান্য কম্পোজারদের সঙ্গে দায়িত্ব দেয়া হয় জাকের খান মজলিশ ওরফে জেকে মজলিশকে।
মামলার বাদী জানান, সঙ্গীত আয়োজক হিসেবে কাজ করানোর জন্য জাকের খান মজলিশ ওরফে জেকে মজলিশ প্রায় একত্রিশ লাখ টাকা নেন। পরবর্তীতে লোভে পড়ে আসামিরা ইউটিউবসহ বিশ্বের ২৬০ এর বেশি প্ল্যাটফর্মে ৩১২টি গান নিজেদের দাবি করে অডিও আপলোড করে। এতে আরটিভি মিউজিকের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া গানবাক্স নামে অবৈধ প্রতিষ্ঠানসহ আড়াইশোর বেশি প্ল্যাটফর্মে গানের অডিও আপলোড করে টাকা হাতিয়ে নিতে থাকে।
বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) প্রযোজিত আরটিভির শো ‘ফোক স্টেশন’-এ চুক্তিভিত্তিক কাজ করেও জে কে মজলিস সেই গানগুলো বিভিন্ন বিদেশি অনলাইন প্লাটফর্মে নিজের নামে প্রচার করছেন। সরাসরি বাংলাদেশ থেকে এর সহযোগিতা করছে ‘গান বক্স’ নামে একটি প্রতিষ্ঠান; যারা বিভিন্ন ধরনের গান শিল্পী ও কম্পোজারদের কাছ থেকে সংগ্রহ করে বিদেশি অনলাইন প্লাটফর্মে প্রচার করে থাকে।
জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে জে কে মজলিশের সঙ্গে কথা বলা হয়। তিনি অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক মিউজিক রি-এরেঞ্জ করেছেন, এ বিষয়টি তাকে বুঝানো হয়। তবুও তিনি তার মতো করেই প্রচার চালাতে থাকেন, যা আরটিভি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে বেঙ্গল মিডিয়া করপোরেশন থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু এতে কর্ণপাত না করায় আরটিভি কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এদিকে, গান বাক্সের ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির হদিস পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম বলেন, এমন প্রতারণার জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। আসামিদের কঠোর শাস্তি না হলে প্রতারকরা উৎসাহ পাবে।
উল্লেখ্য, জে কে মজলিশ যে অনলাইন প্লাটফর্মগুলোতে আরটিভির কপিরাইটকৃত গানগুলো প্রচার করেছে, সেগুলো হলো-স্পটিফি, অ্যাপেল মিউজিক, প্রাইম মিউজিক, জিও সেভেন, ডেজার, ইউটিউব মিউজিক, স্টার আই টিউনসসহ আরও বেশ কয়েকটি প্লাটফর্ম। কপিরাইটের এই বিষয়টি নজরে আসে ফুগা নামের একটি (এমসিএন) প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানটি আরটিভি ইউটিউব চ্যানেলের দুই শতাধিক গানে কপিরাইট ক্লেইম করে। যেখানে দাবি করা হয়েছে, আরটিভি ‘ফোক স্টেশন’-এর গানগুলোর সুর স্বত্ব জে কে মজলিশের নামে।
মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
অপরাধ
রাজধানীতে বস্তা ভর্তি টাকাসহ একটি গাড়ি আটক করলেন শিক্ষার্থীরা
রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকার থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, রাজধানীর উত্তরার একটি বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় তিনজনকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আওয়ামী লীগ ঘরোয়ানার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এমডির গাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থীসহ অনান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এএম/
অপরাধ
কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে ২০৯ বন্দি, নিহত ৬
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়েছেন। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জন বন্দি নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গেলো মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। বন্দিদের কেউ দেয়াল ভেঙে, কেউ দেয়াল টপকে, আবার কেউ দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান।
একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।এসময়ে বন্দিদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে।বন্দিদের ঠেকাতে নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, নিহতদের নাম পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার।
আই/এ
অপরাধ
কাশিমপুর কারাগারে তীব্র উত্তেজনা, সেনাবাহিনীর শক্ত অবস্থান
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিরা মুক্তির দাবিতে উত্তেজনা শুরু করেছেন। কারারক্ষীদের জিম্মি করে অনেকে দলবদ্ধভাবে বের হয়ে আসার চেষ্টা করছেন। খবর পেয়ে সেনা সদস্যরা এসে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে এ পরিস্থিতি দেখা গেছে। এসময়ে ওই এলাকার আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়।
কারা কর্তৃপক্ষ জানান, কাশিমপুর কারা কমপ্লেক্সে পৃথক চারটি কারাগার রয়েছে। এর মধ্যে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ জঙ্গি বন্দিরা রয়েছে। এছাড়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতাকর্মীও ওই কারাগারে রয়েছে।
জানা যায়, বেলা ১১টার দিকে কিছু বন্দি কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করে। এসময়ে কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। আগে থেকেই সেখানে অল্প সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। উত্তেজনা আরও বেড়ে গেলে দুপুর দেড়টার দিকে অতিরিক্ত সেনা সদস্য হেলিকপ্টার যোগে কারা অভ্যন্তরে এসে বন্দিদের নিয়ন্ত্রণ করেন।
প্রসঙ্গত, কারা অভ্যন্তরে বিদ্রোহের খবর পেয়ে বন্দিদের স্বজনরা সকাল থেকেই কারাগারের সামনে অবস্থান করেন। এ সময় তাদের সঙ্গে আন্দোলনকারীরা যোগ দিয়ে বিক্ষোভ করে। কারাগারের বাইরে একটি ঝুট গুদামে অগ্নিসংযোগ করা হয়। পরে সেনা সদস্যরা বাইরের বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।
আই/এ