তথ্য-প্রযুক্তি
একবার চার্জ দিলেই গাড়ি চলবে ৩১৫ কিলোমিটার
অবশেষে ভারতে যাত্রা শুরু করেছে দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV)। এটি টাটা মোটর্সের (Tata Motors) তৈরি তৃতীয় ইলেকট্রিক গাড়ি। বিগত দিনে এই গাড়ি নিয়ে প্রচুর চর্চা হয়েছে অটোমোবাইল বাজারে। ভারতে ইলেকট্রিক গাড়ির যে সম্ভাব্য বাজার তৈরি হয়েছে তাতে এই গাড়ি যে বেশ খানিকটা জায়গা দখল করতে চলেছে তা কার্যত স্পষ্ট।
টাটা টিয়াগো ইভি গাড়ির দাম ও প্রাপ্যতা
টাটা টিয়াগো ইভি গাড়ি মোট চারটি ভারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। প্রারম্ভিক মূল্য আট লাখ ৪৯ হাজার টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এই গাড়ির বুকিং চালু করা হবে আগামী ১০ ই অক্টোবর থেকে। আর ডেলিভারি শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে।
টাটা টিয়াগো ইভি গাড়ির ব্যাটারি ও রেঞ্জ
এই গাড়িতে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে – একটি ১৯.২ kWh এবং আরেকটি ২৪ kWh। প্রথম ব্যাটারি প্যাকটি সিঙ্গেল চার্জে রেঞ্জ প্রদান করে ২৫০ কিলোমিটার এবং দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ফুল চার্জে রেঞ্জ প্রদান করে ৩১৫ কিলোমিটার। এই ইলেকট্রিক হ্যাচব্যাকে ৩.৩kW এবং ৭.২kW ফাস্ট চার্জিং ও ডিসি (DC) চার্জিং সাপোর্ট করে। এই ডিসি ফাস্ট চার্জার ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় নেয় মাত্র ৫৭ মিনিট।
টাটা টিয়াগো ইভি গাড়ির ডিজাইন ও ফিচার্স
গাড়িটির উভয় প্রান্তে একটি ত্রি স্তরিয় পাটার্নসহ নতুন গ্রিল রয়েছে। এ ছাড়া প্রজেক্টর হেডল্যাম্প এবং ইলেকট্রিক নীল হাইলাইটে গাড়িটিকে আরও নান্দনিক করে তোলে। টিয়াগোর কেবিনে এয়ার ভেন্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ইলেকট্রিক নীল রঙ ডিজাইন দেয়া হয়েছে।
আরামের জন্য একটি উচ্চতা-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লেসহ একটি ৭ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং মাউন্ট করা নিয়ন্ত্রণ সহ একটি স্টিয়ারিং হুইল উপস্থিত।
এই ইলেকট্রিক গাড়িতে এটি মাল্টি-ড্রাইভ মোড, রি-জেন মোড, ক্রুজ কন্ট্রোল, স্মার্টওয়াচ সাপোর্টসহ ৪৫ টি ZConnect বৈশিষ্ট্য, লেদারেট সিট আপহোলস্ট্রি, অটো হেডল্যাম্প, রেইন-সেন্সিং ওয়াইপার এবং ইলেকট্রিক অটো ফোল্ড ORVM বৈশিষ্ট্য মজুত রয়েছে। নিরাপত্তার জন্য EBD এর সাথে ABS (অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম), রিয়ার পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং ক্যামেরা এবং সিট বেল্ট রিমাইন্ডার দিয়েছে টাটা।
জাতীয়
শুক্র ও শনিবার ইন্টারনেট ফ্রি করে দিলো গ্রামীণফোন
বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক অন্যতম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এবার রিচার্জ কিংবা প্যাকেজ কেনা ছাড়াই ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে কোম্পানিটি।
শুক্রবার (৯ আগস্ট) গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGrameenphone%2Fposts%2Fpfbid02uyp6SmgzkTtERBvh73dhLiU6quBf3nrfukCRDGFyYJsnBZyKDf8h62mPBNDRs9Y6l&show_text=true&width=500″ width=”500″ height=”654″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
উল্লেখ্য, গ্রামীণফোন ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে। বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।
জেডএস/
তথ্য-প্রযুক্তি
ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও ওয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুক পলিসির বিরুদ্ধে গিয়ে পেজ দুটি পরিচালনা করায় এগুলো বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ আগস্ট) মধ্যরাত ও সকালে পর্যায়ক্রমে সাদ্দাম এবং ইনানের পেজ দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা যায়, সাইবার ৭১ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। বিষয়টি নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে সাইবার ৭১।
অন্যদিকে ‘Murshiddarbar Community’ নামক ফেসবুক থেকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We’ve removed the account you reported from Facebook.”
প্রসঙ্গগত, এ বিষয়ে এখনও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কোন বক্তব্য দেয়নি।
আই/এ
তথ্য-প্রযুক্তি
এবার মোবাইল ডাটায় অচল ফেসবুক-টেলিগ্রাম
মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চালানো যাচ্ছে না।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশে সমস্যার মুখে পড়ছেন তারা।
মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা রয়েছে।
বিস্তারিত আসছে….