Connect with us

ইউরোপ

ভারতের মতো পরিস্থিতি হতে পারে ইউরোপে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Published

on

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ তুলে নিলে ইউরোপের দেশগুলোতে ভারতের মতো অবস্থা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, আগের চেয়ে বেশি সংক্রামক একটি ভ্যারিয়েন্ট ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে। টিকাদানের ক্ষেত্রেও অনেকটা ধীরগতি। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ তুলে দেয়া হলে, যেকোনো দেশে ‘ঝড়ের বেগে’ বাড়তে থাকবে আক্রান্তের সংখ্যা।  

ইউরোপের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হান্স ক্লুগ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এএফপিকে বলেন, এটা বোঝা খুবই জরুরি যে ভারতের মতো ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে। ইউরোপীয় দেশগুলোকে খেয়াল রাখতে হবে যে, ব্যক্তিগত ও সম্মিলিত স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা গেলে তা মহামারির পথ পরিবর্তনের কারণ হতে পারে।

তিনি বলেন, গত দুই মাসে প্রথমবারের মতো ইউরোপে করোনা সংক্রমণের ঘটনা গত সপ্তাহে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, কিন্তু অনেক এলাকায় সংক্রমণের হার এখনও বেশি। ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে ইউরোপের সক্ষমতাও ভালো। এ অঞ্চলের প্রায় সাত শতাংশ এরই মধ্যে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন, আর ১৬ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন।

সম্প্রতি, কিছু ইউরোপীয় দেশ বলেছে, তারা কোভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে শিথিল করা শুরু করবে। ফ্রান্স বলেছে, তারা ১৯ মে থেকে করোনার বিস্তার রোধে আরোপিত লকডাউন তুলে দেয়া শুরু করবে এবং ৯ জুন থেকে শর্তসাপেক্ষে দেশটিতে পর্যটকদের ঢোকার অনুমতি মিলবে। ১৯ মে থেকে রেস্তোরাঁ, বার ও থিয়েটার খোলার অনুমতিও দেয়া হবে। জার্মানিও নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছে।

Advertisement

সাম্প্রতিক সময়ে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে লাফিয়ে লাফিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর অন্যতম কারণ হলো বিভিন্ন কারণে বহু মানুষের এক জায়গায় জড়ো হওয়া। এ ছাড়া ভারতে করোনার দ্বিতীয় এই ঢেউয়ের জন্য ভারতীয় একটি ধরনও দায়ী বলে মনে করেন তারা। তবে ভারতীয় এ ধরনটা করোনাভাইরাসের অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক কি না সে বিষয়ে এখনও কিছু জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এস

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল

Published

on

যুক্তরাজ্যে
ছবি- ডয়চে ভেলে

যুক্তরাজ্যে বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলে ও লন্ডনসহ আরো বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে অভিবাসীদের পক্ষে ও অতি ডানপন্থিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন । খবর ডয়চে ভেলে।

বুধবার ( ৭ আগস্ট ) সন্ধ্যায় হাজার হাজার মানুষ হাতে পোস্টার নিয়ে রাস্তায় নামেন। সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল।

মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, লন্ডনে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়া সম্ভাব্য হামলা সামলাবার জন্য এক হাজার তিনশ বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে ‘স্ট্যান্ড বাই’ হিসাবে রাখা হয়েছে।

লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অতি দক্ষিণপন্থিদের বিরুদ্ধে সোচ্চার হন মিছিলে যোগদানকারীরা। মিছিলকে ঘিরেপূর্ব লন্ডনের একটি অভিবাসন কেন্দ্রর সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এছাড়াও মানুষ সোচ্চারে বলেন, ‘অভিবাসন কোনো অপরাধ নয়’, ‘অতি ডানপন্থিদের থামানো হোক’।

প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, যে দাঙ্গা হয়েছে তা সরকারের অভিবাসন নীতির জন্য নয়, এটা অতি ডানপন্থিদের গুণ্ডামির জন্য হয়েছে।

Advertisement

জেডএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ইউরোপ

টিউলিপের পর ব্রিটিশ মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা 

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশি অধ্যুষিত বেথানাল গ্রীন বো আসন থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হওয়া রুশনারাকে।

মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টাদুয়েক পরেই রোশনারা আলীর মন্ত্রীদের সংবাদ প্রকাশিত হয়।

মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টাদুয়েক পরেই রোশনারা আলীর মন্ত্রীদের সংবাদ প্রকাশিত হয়।

যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

Advertisement

রোশনারা আলী যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। যুক্তরাজ্যে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রোশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রূপা হক, আপসানা বেগমসহ চার বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।

গেলো সপ্তাহে (৪ জুলাই) অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেবার পার্টির একজন সদস্য।

২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

জেএইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ইউরোপ

গিনেস বুকে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেলের নাম লিখালো ৮ প্রকৌশলী

Published

on

এতোদিন বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড দখলে রেখেছিলো অস্ট্রেলিয়ার বার্নি রায়ান। তিনি ২০২০ সালে ১৫৫ ফুট দীর্ঘ ৮ ইঞ্চি চওড়া সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো গোটা বিশ্বকে। এবার নেদারল্যান্ডসের ৭ জন প্রকৌশলীকে সঙ্গে করে সেই রেকর্ড ভেঙে দিলেন ইভান শাল্ক। নতুন বাইসাইকেলটি ১৮০ ফুট লম্বা, ১১ ইঞ্চি চওড়া।

চাকা আবিষ্কারের অন্যতম সেরা প্রাপ্তি হল বাইসাইকেল। দূষণে জর্জর পৃথিবীতে এর চেয়ে উপকারী যান আর হয় না। তাই বলে ১৮০ ফুট লম্বা বাইসাইকেল কে দেখেছে? দুই বা খুব বেশি হলে তিন চাকার (সার্কাসের কুশীলবরা চালান) সাইকেলই সাধারণত নজরে পড়ে। কিন্তু ৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে।

শৈশব থেকেই গিনেস বুকে নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের। আদৌ কি চলে এই দু-চাকার যান?

২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভানসহ আট ইঞ্জিনিয়ার। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাঁধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্যই।

ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল। আজব ‘সৃষ্টি’ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই বিষয়ে ইভান বলেন, ‘অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।’

Advertisement

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it