ফুটবল
রিয়ালের ড্রয়ে স্বপ্ন বেঁচে রইলো বার্সেলোনার
স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপা হাতছাড়া করে ফেললো রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল। যার ফলে শিরোপা স্বপ্ন এখনো বেঁচে রইলো বার্সেলোনার। অপরদিকে শীর্ষস্থান দখল করাও হলো না গ্যালাকটিকোদের।
রোববার রাতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ফের্নান্দোর গোলে শুরুতে এগিয়ে থেকে বিরতিতে যায় সেভিয়া। মার্কো এসেন্সিও বদলি নেমে সমতা টানার পর ইভান রাকিটিচের স্পট কিকে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত টনি দিয়েগো কার্লোসের আত্মঘাতী গোলে গোলে হার এড়ায় স্বাগতিকরা।
ম্যাচে প্রথম সুযোগেই বল জালে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড করিম বেনজেমা। তবে তাকে ক্রস বাড়ানো আলভারো ওদ্রিওসোলা বল ধরার সময় অফসাইডে থাকায় গোল মিলেনি লসব্ল্যাংকোসদের। এরপর কিছুক্ষণ বেশ গোছালো ফুটবল খেলে সেভিয়া উপর চাপ বাড়াতে থাকে জিদানের দল।
রিয়ালের চাপ মাঝেই ২২তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ইভান রাকিটিচ হেডে জটলার মধ্যে খুঁজে নেন ফের্নান্দোকে। ছয় গজ বক্সের বাইরে ঠাণ্ডা মাথায় এক ঝটকায় কাসেমিরোকে ছিটকে ওদ্রিওজোলার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেভিয়া। যদিও প্রথমার্ধে আর কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৩১তম মিনিটে সমতা ফিরতে পারতো রিয়াল। তবে বেনজেমার উঁচু শট কর্নারের বিনিময়ে ফেরান সেভিয়া গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অনেক দূর থেকে লুকা মড্রিচ চেষ্টা করতে থাকনে। বলের সোজাসুজি থাকলেও বোনো বল হাতে জমাতে পারেননি, কর্নার পায় রিয়াল। ওই কর্নার থেকে ডি-বক্সে সেভিয়ার একজনের হাতে বল লাগলে পেনাল্টি আবেদন জানালেও রেফারি সাড়া দেননি।
৬৫তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। এর দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ক্রুসের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন আগের মিনিটেই মদ্রিচের বদলি নামা অ্যাসেনসিও।
৭৫তম মিনিটে দুই অর্ধের দুই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। দারুণ আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়া বেনজেমাকে বোনো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত। আক্রমণের শুরুতে রিয়ালের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে বল লাগায় উল্টো পেনাল্টি পায় সেভিয়া।
সফল স্পট কিকে দলকে আবারও এগিয়ে নিতে কোনো ভুল করেননি বার্সা ছেড়ে আসা রাকিটিচ। নির্ধারিত সময় শেষে ম্যাচ যোগ করা সময়ে জড়ায়। এর মধ্যেই রিয়াল শিবিরে হারের শঙ্কা জেগেছিল। অবশেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে টনি ক্রুসের দূর থেকে নেয়া শট ডিফেন্ডার দিয়েগো কার্লোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
এই ড্রয়ে শীর্ষে ওঠা হলো না রিয়ালের। যদিও বার্সেলোনাকে টপকে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে লস ব্ল্যাংকসরা। ৩৫ ম্যাচে সর্বোচ্চ ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। চতুর্থস্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৭১ পয়েন্ট।
এস
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//