বেসরকারি
মার্কিন দূতাবাসে নিয়োগ, বেতন ১ লাখ ৪৭ হাজার টাকা
ঢাকায় মার্কিন দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ জনবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : একটি
যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, অর্থনীতি, মার্কেটিং, ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসা, সরকারি প্রতিষ্ঠান বা শিল্পপ্রতিষ্ঠানে মার্কেটিং, ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থনীতি, ট্রেড প্রমোশনস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যানালাইসিস বা রিসার্চে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।
চাকরির ধরন : স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা:
মাসিক বেতন ১ লাখ ৪৭ হাজার টাকা। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়াও মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
যেভাবে আবেদন:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর, ২০২২
চাকরির খবর
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘প্রভাষক এবং সহকারী শিক্ষক’ পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩ জুলাই ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ৮০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৪ তারিখ রাত ১০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
লিখিত পরীক্ষা: ২৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১০টা।
আই/এ
বেসরকারি
বাংলালিংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি রুট টু মার্কেট সিনিয়র ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩১ মার্চ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলালিংক
পদের নাম: রুট টু মার্কেট সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: টেলিকম মার্কেটিং ও বিক্রয় প্রক্রিয়া এবং জেটিএম (GTM)কৌশলগত দক্ষতা
অভিজ্ঞতা: ১০ থেকে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ এপ্রিল ২০২৪
চাকরির খবর
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আজ। গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।
শুক্রবার (১৫ মার্চ) সকালে স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।
এনটিআরসিএ জানায়, এসএসসি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সিটি করপোরেশন ও উপজেলা সহ নানা কারণে এবার এক দিনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনলিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
মন্তব্য করতে লগিন করুন লগিন