Connect with us

তথ্য-প্রযুক্তি

বিবিএ শিক্ষার্থী তৈরি করলেন দুই অ্যাপ

Avatar of author

Published

on

কম্পিউটার বিজ্ঞানের ছাত্র না হয়ে ‘গুগল ট্রান্সলেটর ও অক্সফোর্ড থ্রি থাউজ্যান্ড ভোকাবুলারি ডিকশনারি’ অ্যাপস তৈরি করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আশরাফুল ইসলাম। এতে ক্যাম্পাস জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এর মধ্যে গুগল ট্রান্সলেটর অ্যাপসটি মোবাইল ডাটা ছাড়াই যেকোনো শব্দ ট্রান্সলেট করে দিতে পারে। গুগল ট্রান্সলেটর অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে এক মাসে ৫০,০০০ বার ডাউনলোড করা হয়েছে। বিশ্বের যেকোনো ভাষায় অনুবাদ করা যাবে এই অ্যাপসটি দিয়ে।

অ্যাপটির নাম ট্রান্সলেটর স্টুডিও: অফলাইন (Translator Studio: Offline)। এরই মধ্যে অ্যাপে যুক্ত হয়েছে নানা ফিচার। এখানে নেই কোনো বাক্যের সীমাবদ্ধতা। টেক্সযুক্ত ইমেজকে টেক্স এ কনভার্ট করা যাবে এবং সেটাকে যেকোনো ভাষায় অনুবাদ করা যাবে। আবার ভয়েস অনুবাদও করা যাবে।

এছাড়া সব ভাষার প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ জানা যাবে। অনুবাদ করা টেক্সগুলো হিস্ট্রি সেকশনে স্বয়ংক্রিয়ভাবে জমা থাকবে এবং সেটা চাইলে পরবর্তীতে মুছে ফেলা যাবে

আশরাফুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রাশাসন অনুষদের ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার আটলা গ্রামে। আশরাফুল ইসলামের পিতা পেশায় কাঠমিস্ত্রী আর মা গৃহিণী।

আশরাফুল ইসলাম বলেন, আমি এই অ্যাপস তৈরির আগে একটা বই লিখেছিলাম। বই লেখা যখন শেষ হয়েছিল তখন করোনার সময় ছিল। ফেসবুক, বই পড়া ছাড়া আর কোনো কাজ নেই। বই প্রকাশ হতে সময় লাগে।

Advertisement

একদিন ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ ভাবলাম এই যে ফেসবুক থেকে শুরু করে গুগল প্লে স্টোরে যত অ্যাপস আছে এগুলো কোনো না কোনো মানুষ বানিয়েছে। এগুলো কিভাবে বানায়, কারা এখানে আসতে পারে, কারা এখানে আসতে পারে না। তখন আমার প্রশ্ন ছিল আমি পারব কি না?। এটা নিয়ে আমাকে ৬ মাস গবেষণা করতে হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমার ৬ মাস সময় লেগেছে সিদ্ধান্ত নিতে যে আমি পারব। আমার বিশ্ববিদ্যালয়ের তাকবির ভাই ও শরীফ ভাই আমাকে বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে।

তিনি বলেন, আমি প্রথমে ইউটিউবে অ্যাপস তৈরি সম্পর্কিত অনেক ভিডিও দেখি। আমি চেষ্টা করছিলাম বাংলাতে কেউ গুগল ট্রান্সলেট করতে পারে কি না। কারণ যেহেতু আমি শিক্ষানবিশ সেহেতু আমার জন্য কষ্ট হয়ে যাবে যদি ইংরেজিতে করতে যাই। পরবর্তীতে “বঙ্গো” প্লাটফর্মের নাম শুনলাম। সেখান থেকে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এভাবেই আমি কাজ শুরু করলাম।

আশরাফুল বলেন, এই অ্যাপস তৈরির আগে আমি অক্সফোর্ড থ্রি থাউজ্যান্ড ভোকাবুলারি ডিকশনারি একটি অ্যাপস তৈরি করি। এখানে অক্সফোর্ডে রিসার্চ করা ৩০০০ ভোকাবুলারি রয়েছে। মূলত আমরা ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় ডিকশনারিতে থাকা সবধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারি না। দৈনন্দিন জীবনে আমরা সচারাচর যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো আমি বাংলা অর্থ ও উচ্চারণসহ এই অ্যাপসটি তৈরি করি।

তিনি আরও বলেন, আমি যখন ডিকশনারি অ্যাপসটি তৈরি করলাম। তখন আমি একদিন কম্পিউটার দোকানে একজনকে বিনয়ের সাথে বললাম, ভাই আমার একটা অ্যাপস আছে আপনি একটু ডাউনলোড করবেন?। তারপর উনি বললেন তোমার এই অ্যাপস দিয়ে তো শুধু শব্দগুলো দেখা যায়। এটা দিয়ে কি ট্রান্সলেট করা যায়? তারপর থেকেই আমি এই ‘গুগল ট্রান্সলেট অ্যাপস’ তৈরির সিদ্ধান্ত নিই।

আশরাফুল বলেন, যেহেতু আমি কম্পিউটার বিজ্ঞানের ছাত্র না সেক্ষেত্রে আমাকে অনেক বেশি গবেষণা করতে হয়েছে। তারপরে আছে ধৈর্যের বিষয়টি। কারণ কোডিং সম্পর্কিত যে কাজগুলো আছে এই কাজগুলো করার সময় ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যগুলোই হলো সফলতার পন্থা।

Advertisement

তিনিবলেন, আমি যদি সঠিক গাইডলাইন ও কোনো ফান্ড পাই তাহলে বিশ্বব্যাপী যে অ্যাপসগুলোর চাহিদা আছে সেগুলো আমি তৈরি করতে সক্ষম হব। এছাড়া যদি কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে।

উল্লেখ্য, অ্যাপটি গুগল প্লে স্টোরে Translator Studio: Offline লিখে সার্চ করে ডাউনলোড করা যাবে।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

জাতীয়

শুক্র ও শনিবার ​​​​​​​ ইন্টারনেট ফ্রি করে দিলো গ্রামীণফোন

Published

on

বাংলাদেশের  টেলিযোগাযোগ নেটওয়ার্ক অন্যতম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এবার রিচার্জ কিংবা প্যাকেজ কেনা ছাড়াই ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে কোম্পানিটি।

শুক্রবার (৯ আগস্ট)  গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGrameenphone%2Fposts%2Fpfbid02uyp6SmgzkTtERBvh73dhLiU6quBf3nrfukCRDGFyYJsnBZyKDf8h62mPBNDRs9Y6l&show_text=true&width=500″ width=”500″ height=”654″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

উল্লেখ্য, গ্রামীণফোন ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে। বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।

জেডএস/

Advertisement

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

তথ্য-প্রযুক্তি

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা

Published

on

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও ওয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুক পলিসির বিরুদ্ধে গিয়ে পেজ দুটি পরিচালনা করায় এগুলো  বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাত ও সকালে পর্যায়ক্রমে সাদ্দাম এবং ইনানের পেজ দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা যায়, সাইবার ৭১ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। বিষয়টি নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে সাইবার ৭১।

অন্যদিকে  ‘Murshiddarbar Community’ নামক ফেসবুক থেকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We’ve removed the account you reported from Facebook.”

Advertisement

প্রসঙ্গগত, এ বিষয়ে এখনও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কোন বক্তব্য দেয়নি।

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

তথ্য-প্রযুক্তি

এবার মোবাইল ডাটায় অচল ফেসবুক-টেলিগ্রাম

Published

on

মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চালানো যাচ্ছে না।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশে সমস্যার মুখে পড়ছেন তারা।

মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা রয়েছে।

বিস্তারিত আসছে….

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it