ফুটবল
শুক্রবার ক্যামেরুনের মুখোমুখি হবেন নেইমার!
বিশ্বকাপের শুক্রবারের (২ ডিসেম্বর) ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে দেখা যেতে পারে ব্রাজিলের অন্যতম ফুটবলার নেইমার জুনিয়রকে। এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন এ খেলোয়াড়। এর ফলে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে না।
ইতালিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে ব্রাজিল ফুটবল এক টুইটবার্তায় জানিয়েছে, আশা করা হচ্ছে, আগামী শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হবেন নেইমার।
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে যে, শনিবার পায়ের গোড়ালির ছবি পোস্ট করা সত্ত্বেও নেইমার বিশ্বকাপে প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন।
ডান পায়ের গোড়ালির ক্ষতিগ্রস্ত লিগামেন্টের জন্য চিকিৎসাধীন রয়েছেন নেইমার। দলের চিকিৎসকরা বলেছেন, নেইমার সোমবারের সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মিস করবেন। তবে তিনি কবে ফিরতে পারবেন বা আদৌ ফিরতে পারবেন কি না সে বিষয়ে কিছু জানাননি।
নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন যে, তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি পার করছেন। কিন্তু তিনি তার ফিরে আসার ব্যাপারে আশাবাদী।
নেইমার ইনস্টাগ্রামে তার ফোলা গোড়ালির দুটি ছবি দেখিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আহত, হ্যাঁ এবং এটি একটি ব্যথা, এটি আঘাত করবে। তবে আমি নিশ্চিত যে আমি ফিরে আসার সুযোগ পাব, কারণ আমি আমার দেশ, আমার সতীর্থদের এবং নিজেকে সাহায্য করার জন্য সম্ভাব্য সবকিছু করব।’
নেইমার বলেন, ‘আমার জীবনে কোনো কিছুই সহজ ছিল না বা আমাকে দেয়া হয়নি। আমাকে সবসময় আমার স্বপ্ন এবং আমার উদ্দেশ্যগুলোর পেছনে ছুটতে হয়েছে।’
২০১৪ বিশ্বকাপেও নেইমার চোট পেয়েছিলেন। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিঠের চোট তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। এরপর সেমিফাইনালে জার্মানির কাছে বড় ব্যবধানে হেরে যায় ব্রাজিল।
চলতি বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নয়বার ফাউলের শিকার হন নেইমার। এটি এই বিশ্বকাপের গ্রুপপর্বে একক খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়ার ঘটনা।
৩০ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে ৭৫ গোল করেছেন। এটি পেলের সর্বোচ্চ রেকর্ডের চেয়ে মাত্র দুই গোল পেছনে। তিনি সেলেসাওদের ২০১৩ কনফেডারেশন কাপ এবং ২০১৬ রিও ডি জেনিরো গেমসে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিততে সাহায্য করেছিলেন। তবে এখনো বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি।
নেইমার না খেললে তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো ঘোষণা করেননি ব্রাজিল কোচ তিতে। সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়া রাইট ব্যাক দানিলোকেও পাবে না ব্রাজিল।
🚨Globo:
There is hope that Neymar could be ready to take the field against Cameroon next Friday. pic.twitter.com/veBYFIUoOH
— Brasil Football 🇧🇷 (@BrasilEdition) November 27, 2022
দুই দশকের মধ্যে প্রথম বিশ্বকাপ শিরোপা খুঁজতে থাকা ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে।
বিশ্লেষকরা বলছেন যে, ব্রাজিল নেইমার নির্ভর দল নয়। তার না থাকা দলের জন্য ক্ষতি। তবে আরও অনেক শক্তিশালী ও অভিজ্ঞ খেলোয়াড় তিতের রিজার্ভ বেঞ্চে রয়েছে।
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//
মন্তব্য করতে লগিন করুন লগিন