ইউরোপ
ক্যামেরায় ধরা পড়ল ‘ভূতের’ হামাগুড়ি!
চলতি মাসের শুরুতে ভোর সাড়ে ছটায় ক্লম্বার পার্কে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে বসবাসরত ব্রিটিশ দম্পতি। পার্কের মধ্য দিয়ে হাঁটার সময় স্ত্রী হ্যানা অনুভব করেছিলেন সেখানে ‘তারা একা নন’। আরও কেউ রয়েছে তাদের সঙ্গে। এরপরই তিনি তার ফোনের ক্যামেরা অন করেছিলেন। তাতেই ধরা পড়েছে এক ভয়ঙ্কর দৃশ্য।
কী ধরা পড়েছিল হ্যানার ফোন-ক্যামেরায়?
সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যানার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাদা অবয়ব তার ঠিক সামনে হামাগুড়ি দিয়ে রাস্তা পার করছে। টর্চের আলো ওই অবয়বকে অনুসরণ করলেও মুহূর্তেই তা মিলিয়ে যায়।
হ্যানার দাবি, ওই অবয়ব আসলে ভূত। তিনি বলেছেন, ‘অবয়বটি যেভাবে তার লম্বা হাত-পায়ের সাহায্যে হামাগুড়ি দিচ্ছিল, তাতে আমি নিশ্চিত ওটা ভূত ছিল। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় ওটা কোনও ধোঁয়া। কিন্তু তার আকারের কোনও পরিবর্তন ঘটেনি। ধোঁয়া হলে অবশ্যই তার আকার পরিবর্তন হত। একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করেই আমি ক্যামেরা বের করেছিলাম। কারণ সবসময় খালি চোখে সবকিছু ধরা পড়ে না। আমার কাছে এই দৃশ্যের কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই।’
অন্যদিকে তার স্বামী ডেভ জানিয়েছেন, তিনি ভূত-প্রেতে বিশ্বাস না করলেও, ওই দৃশ্য দেখে তার চুল খাড়া হয়ে গিয়েছিল। কিন্তু হ্যানার তোলা এ ভিডিও তার চিন্তা-ভাবনা বদলে দিয়েছে।
ডেভ বলেছেন, ‘ভূত-প্রেত নিয়ে বরাবর আমার অবিশ্বাস ছিল। কিন্তু এই ভিডিওটি দেখে আক্ষরিক অর্থে আমার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি লোম খাড়া হয়ে গিয়েছিল।’
হ্যানা জানিয়েছেন, তার ক্যামেরায় যে অবয়বটি ধরা পড়েছে, প্রথমে তিনি ভেবেছিলেন, সেটি একটি কুকুরের অবয়ব। পরে অবশ্য বারবার ভিডিওটি দেখতে দেখতে তার মনে হয়েছে, অবয়বটির আকার মানুষের মতো।
📌 Una pareja que había salido a pasear a sus perros tuvieron un encuentro inesperado, que ellos califican como “fantasma demoníaco”, una extraña ‘criatura’ que pudieron grabar en vídeo arrastrándose por el camino en el bosque supuestamente embrujado de Clumber Park, Inglaterra. pic.twitter.com/MHt55YkFLa
— El Show (@elshowcom) December 21, 2022
প্রসঙ্গত, ইংল্যান্ডের ন্যাশনাল ট্রাস্টের আওতায় থাকা পার্কগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় পার্ক হল এই ক্লম্বার পার্ক। এই পার্কটি ভুতুড়ে বলেই পরিচিত। অনেকেই দাবি করেন, এই পার্কে এক মহিলার আত্মা ঘুরে বেরায়। ‘গ্রে লেডি’ নামে পরিচিত ওই মহিলাকে অনেকেই দেখেছেন। তাদের দাবি, মহিলা একটি লম্বা ধূসর রঙের পোশাক পরে থাকেন।
সত্যিই কি সেদিন হ্যানার ক্যামেরায় ধরা পড়েছিল ভূতের হামাগুড়ি!
সূত্র: ডেইলি মেইল
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল
যুক্তরাজ্যে বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলে ও লন্ডনসহ আরো বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে অভিবাসীদের পক্ষে ও অতি ডানপন্থিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন । খবর ডয়চে ভেলে।
বুধবার ( ৭ আগস্ট ) সন্ধ্যায় হাজার হাজার মানুষ হাতে পোস্টার নিয়ে রাস্তায় নামেন। সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল।
মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, লন্ডনে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়া সম্ভাব্য হামলা সামলাবার জন্য এক হাজার তিনশ বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে ‘স্ট্যান্ড বাই’ হিসাবে রাখা হয়েছে।
লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অতি দক্ষিণপন্থিদের বিরুদ্ধে সোচ্চার হন মিছিলে যোগদানকারীরা। মিছিলকে ঘিরেপূর্ব লন্ডনের একটি অভিবাসন কেন্দ্রর সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এছাড়াও মানুষ সোচ্চারে বলেন, ‘অভিবাসন কোনো অপরাধ নয়’, ‘অতি ডানপন্থিদের থামানো হোক’।
প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, যে দাঙ্গা হয়েছে তা সরকারের অভিবাসন নীতির জন্য নয়, এটা অতি ডানপন্থিদের গুণ্ডামির জন্য হয়েছে।
জেডএস/
ইউরোপ
টিউলিপের পর ব্রিটিশ মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশি অধ্যুষিত বেথানাল গ্রীন বো আসন থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হওয়া রুশনারাকে।
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টাদুয়েক পরেই রোশনারা আলীর মন্ত্রীদের সংবাদ প্রকাশিত হয়।
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টাদুয়েক পরেই রোশনারা আলীর মন্ত্রীদের সংবাদ প্রকাশিত হয়।
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
রোশনারা আলী যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। যুক্তরাজ্যে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রোশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রূপা হক, আপসানা বেগমসহ চার বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।
গেলো সপ্তাহে (৪ জুলাই) অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেবার পার্টির একজন সদস্য।
২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
জেএইচ
ইউরোপ
গিনেস বুকে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেলের নাম লিখালো ৮ প্রকৌশলী
এতোদিন বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড দখলে রেখেছিলো অস্ট্রেলিয়ার বার্নি রায়ান। তিনি ২০২০ সালে ১৫৫ ফুট দীর্ঘ ৮ ইঞ্চি চওড়া সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো গোটা বিশ্বকে। এবার নেদারল্যান্ডসের ৭ জন প্রকৌশলীকে সঙ্গে করে সেই রেকর্ড ভেঙে দিলেন ইভান শাল্ক। নতুন বাইসাইকেলটি ১৮০ ফুট লম্বা, ১১ ইঞ্চি চওড়া।
চাকা আবিষ্কারের অন্যতম সেরা প্রাপ্তি হল বাইসাইকেল। দূষণে জর্জর পৃথিবীতে এর চেয়ে উপকারী যান আর হয় না। তাই বলে ১৮০ ফুট লম্বা বাইসাইকেল কে দেখেছে? দুই বা খুব বেশি হলে তিন চাকার (সার্কাসের কুশীলবরা চালান) সাইকেলই সাধারণত নজরে পড়ে। কিন্তু ৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে।
শৈশব থেকেই গিনেস বুকে নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের। আদৌ কি চলে এই দু-চাকার যান?
২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভানসহ আট ইঞ্জিনিয়ার। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাঁধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্যই।
ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল। আজব ‘সৃষ্টি’ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই বিষয়ে ইভান বলেন, ‘অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।’
টিআর/
মন্তব্য করতে লগিন করুন লগিন