হলিউড
প্রয়াত হলেন ইতালীয় ‘সুন্দরীশ্রেষ্ঠা’ জিনা লোলোব্রিজিদা
প্রয়াত হলেন এক সময়ে হলিউডের পর্দা কাঁপানো ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা। সোমবার (১৬ জানুয়ারি) রোমের একটি চিকিৎসালয়ে ৯৫ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালীয় চলচ্চিত্রে তার আবির্ভাব যেন এক নতুন যুগের সূচনা করেছিল। তাকে বাসনার মূর্তরূপ বলে বর্ণনা করতে শুরু করে সেই সময়কার গণমাধ্যাম। অচিরেই ‘যৌন প্রতীক’ হিসেবে পরিচিতি পান জিনা।
১৯৫০ এবং ‘৬০-এর দশকের বিনোদন পত্রিকা প্রায়শই তাকে উল্লেখ করত ‘বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী’ হিসাবে।
সোমবার ইতালির কৃষিমন্ত্রী ফ্রাঞ্চেস্কো লোলোব্রিজিদা টুইট মারফত জিনার মৃত্যুর খবরটি সর্বপ্রথম জানান। প্রসঙ্গত, ফ্রাঞ্চেস্কো জিনার প্রপৌত্র। পরে সে দেশের সংস্কৃতি মন্ত্রী জেনারো স্যাঙ্গিউলিয়ানো নিজের সমাজমাধ্যমের পাতায় জিনার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন।
জিনা ২৪টিরও বেশি ইউরোপীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম ইংরেজি ছবি ছিল ১৯৫৩ সালে জন হুস্টনের পরিচালনায় ‘বিট দ্য ডেভিল’। সেখানে তিনি হামফ্রে বোগার্টের বিপরীতে অভিনয় করেছিলেন। জিনা অভিনয় করেছেন ফ্রাঙ্ক সিনাত্রা বা অ্যান্টনি কুইনের মতো কিংবদন্তিদের সঙ্গেও।
১৯৬১ সালে রোম্যান্টিক কমেডি ‘কাম সেপ্টেম্বর’-এ রক হাডসনের বিপরীতে তার অভিনয় গোটা বিশ্বেরই মন জয় করে নিয়েছিল বলে জানা যায়। একই সঙ্গে জিনা ছিলেন দক্ষ নৃত্যশিল্পী।
‘লোলো’ নামে বেশি পরিচিত জিনার প্রসঙ্গ এলেই আজও চলচ্চিত্র আলোচকরা তাকে ‘যৌন প্রতীক’ হিসাবেই যেন বেশি করে ভাবেন। রূপ আর আবেদনের ঝলকানিতে তার অভিনয় প্রতিভার কথা খানিক চাপা পড়েই যায়।
সিনেমার জগৎ থেকে সরে এসে পরে জিনা পা রাখেন আলোকচিত্রের জগতে। আলোকচিত্রী হিসাবে বেশ খ্যাতিও পান এক সময়ে। ১৯৭৩ সালে তার প্রথম আলোকচিত্রের বই প্রকাশিত হয়।
যার নাম ‘ইতালিয়া মিয়া’। সেই গ্রন্থে ইতালির জনজীবনের কড়চাকে মূলত সাদা-কালোয় ধরে রেখেছিলেন জিনা। এক সময়ে রাজনীতির অঙ্গনেও প্রবেশ করেছিলেন তিনি।
১৯৬১-এ তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার পান। ১৯৯৩ সালে তিনি ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য ন্যর লাভ করেন।
বিনোদন
বেআইনি কাজের জন্য ক্ষমা চাইলেন বিটিএস তারকা
প্রত্যেক সামর্থ্যবান দক্ষিণ কোরীয়ান তরুণকে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রত্যেকে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করেন সামরিক বাহিনীতে। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগাও গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে। তবে প্রশিক্ষণ শেষ করলেও সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের জন্য ‘আনফিট’ হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে সমাজকল্যাণমূলক কাজে।
কিন্তু এত দিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা যেন এক দিনেই ধূলিসাৎ হয়ে গেল একটি ঘটনায়। ৬ জুন গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। রাজধানী সিওলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বাইক দুর্ঘটনায় পড়েন সুগা। এ ঘটনায় তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। জরিমানাও করা হয় তাঁকে। তবে পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সুগা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুগা লিখেছেন, ‘সেদিন রাতে মদ্যপান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।
এসআই/
বিনোদন
বাগদান সেরেছেন টেইলর সুইফট!
মাস কয়েক ধরেই ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একাধিক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের বিষয়’টি স্বীকারও করেছেন তারা। এমন কি নানা সময়ে তাদের একান্ত সময় কাটানোর মুহূর্ত ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই কবে এ জুটির বিয়ে হবে তা নিয়ে গুঞ্জনের পাশাপাশি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দুজনে। কিন্তু এবার বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর-ট্র্যাভিস।
পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, শিগগিরই বাগদান হচ্ছে টেইলর-ট্র্যাভিসের। যদিও টেইলর ভক্তরা মনে করছেন, এরইমধ্যে বাগদান সেরেছেন তারা।
এছাড়া একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন প্রধান নির্বাহীর স্ত্রী এই তারকা দম্পতির বাগদান সম্পর্কে কথা বলেছেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত একটি কনসার্টে টেইলরের পোশাক এবং আচার-আচরণে বাগদানের বিষয়টি প্রমাণিত হয়েছে। যদিও এই গুঞ্জনের বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসআই/
বিনোদন
একসঙ্গে মাতৃত্ব ও বিচ্ছেদের খবর দিলেন কার্ডি বি
লাইমলাইটের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। এবার আমেরিকান র্যাপার কার্ডি বি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
৩১ বছর বয়সি কার্ডি ইনস্টাগ্রামে তার স্ফীতোদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফীতোদরে।
সেখানে কার্ডি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’
২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। এ তারকা দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি। জানা যায়, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও তিনি চেয়েছেন।
এই দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কারণ খুঁজতে আলোচনা সমালোচনায় ব্যস্ত।
এসআই/
মন্তব্য করতে লগিন করুন লগিন