বেসরকারি
উদ্যোক্তাদের কাছে গ্লোবাল প্রোডাক্ট পৌছে দিতে স্কাইবাই ও স্টেডফাস্ট কুরিয়ারের চুক্তি
দেশের অন্যতম গ্লোবাল প্রোডাক্ট সোর্সিং নেটওয়ার্ক স্কাইবাই এবং জনপ্রিয় কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার এর মাঝে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে স্কাইবাই এর হেড অফিসে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। এ চুক্তির মাধ্যমে স্কাইবাইয়ের গ্রাহকেরা দেশসেরা ডেলিভারি সার্ভিসের অভিজ্ঞতা পাবেন যেখানে অর্ডারের নিরবচ্ছিন্ন ট্র্যাকিং, দ্রুত এবং নির্ভরযোগ্য ডেলিভারি এবং চমৎকার গ্রাহক পরিষেবা অন্তর্ভূক্ত থাকবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রাহকেরা পণ্যের সোর্সিং থেকে ডেলিভারি পর্যন্ত সম্পূর্ণ জার্নি ট্র্যাক করতে সক্ষম হবেন।
স্কাইবাই এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল বিন আহাদ বলেন, দেশসেরা গ্লোবাল সোর্সিং নেটওয়ার্কের অংশ হিসাবে গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ স্কাইবাই। স্টেডফাস্ট কুরিয়ারের সাথে যুক্ত হতে পেরে এবং গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে আমাদের যৌথ শক্তিকে কাজে লাগাতে পেরে আমরা গর্বিত। স্কাইবাই এর কাছে গ্রাহকদের গুরুত্ব সবার উপরে। এই চুক্তির মাধ্যমে আমাদের গ্রাহকেরা ঘরে বসেই পণ্য গ্রহণ করতে পারবেন এবং দ্রুততম সময়ে দেশের যেকোনো স্থানে ডেলিভারি নিতে পারবেন। তারা স্কাইবাইয়ের ড্যাশবোর্ডে পণ্যের সোর্সিং থেকে ডেলিভারি পর্যন্ত সম্পূর্ণ জার্নি ট্র্যাক করতে সক্ষম হবেন।
স্টেডফাস্ট কুরিয়ারের ফাউন্ডার ও সিইও কেএম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, স্কাইবাইয়ের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সেবায় আরও একধাপ এগিয়ে যাবে স্টেডফাস্ট। আমরা দ্রুততম সময়ে ব্যবসায়ীদের পণ্য দেশের ৬৪ জেলার প্রতিটি প্রান্তে তাদের পার্টনার ও গ্রাহকদের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছি। স্কাইবাই এর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আগামীতে আরও বড় পরিসরে দেশের প্রান্তিক পযার্য়ের ব্যবসায়ীদেরকে সেবা দিতে পারবে স্টেডফাস্ট।
অনুষ্ঠানে স্কাইবাইয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর সিহাব আহমেদ স্বাধীন, ডিরেক্টর তানভীর আহমেদ হৃদয় এবং সিনিয়র ব্র্যান্ড এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ সাইমুম সালেহীন। অপরদিকে স্টেডফাস্টের পক্ষ থেকে বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মোঃ রিয়াদ হাসান উপস্থিত ছিলেন।
চাকরির খবর
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘প্রভাষক এবং সহকারী শিক্ষক’ পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩ জুলাই ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে ৮০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৪ তারিখ রাত ১০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
লিখিত পরীক্ষা: ২৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১০টা।
আই/এ
বেসরকারি
বাংলালিংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি রুট টু মার্কেট সিনিয়র ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩১ মার্চ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলালিংক
পদের নাম: রুট টু মার্কেট সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: টেলিকম মার্কেটিং ও বিক্রয় প্রক্রিয়া এবং জেটিএম (GTM)কৌশলগত দক্ষতা
অভিজ্ঞতা: ১০ থেকে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ এপ্রিল ২০২৪
চাকরির খবর
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আজ। গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।
শুক্রবার (১৫ মার্চ) সকালে স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।
এনটিআরসিএ জানায়, এসএসসি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সিটি করপোরেশন ও উপজেলা সহ নানা কারণে এবার এক দিনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনলিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
মন্তব্য করতে লগিন করুন লগিন