Connect with us

সরকারি

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

Published

on

সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৩ প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১০০ জনকে সুপারিশ করার কথা থাকলেও আরও ৩ জন প্রার্থী ১০০তম প্রার্থীর সমান নম্বর পাওয়ায় তাদেরও মনোনীত করা হয়েছে।

গত বছরের ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণদের পরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

এক নজরে দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা-
১ম ১৬৫৭৭, ২য় ১৬৫৮০, ৩য় ১৪৭৫৯, ৪র্থ ১০৩৩৯, ৫ম ১৪৪৫৮, ৬ষ্ঠ ১৪০৮৯, ৭ম ১৭৩৬৪, ৮ম ১৩৪২৪, ৯ম ১৬৫১১, ১০ম ১৮৪৭৭, ১১তম ১৬২৬১, ১২তম ১৬৩৪১, ১৩তম ১৩২৮৩, ১৪তম ১৭৭৮৮, ১৫তম ১১২৪২, ১৬তম ১৩৮৩২, ১৭তম ১৩৯০৬, ১৮তম ১৬৩৩৯, ১৯তম ১৬৬২৬, ২০তম ১২৭৪৩, ২১তম ১৬৬৪৬, ২২তম ১৫৭৩০, ২৩তম ১৫৮৯০, ২৪তম ১৪৮৫২, ২৫তম ১৩৮৩৯, ২৬তম ১০৪১০, ২৭তম ১০১৫৪, ২৮তম ১০৯৩৩, ২৯তম ১১৪১০, ৩০তম ১৪০৯৮, ৩১তম ১০৪৭১, ৩২তম ১৫৬১২, ৩৩তম ১৮৩৭৭, ৩৪তম ১৬৭১৬, ৩৫তম ১৫২৩০, ৩৬তম ১৪৪২৪, ৩৭তম ১৫৭৪২, ৩৮তম ১৮০২৯, ৩৯তম ১৪৪১৩, ৪০তম ১৩০৫৮, ৪১তম ১৬৪৬০, ৪২তম ১৪৯৪০, ৪৩তম ১৫৮১৭, ৪৪তম ১৭২১৩, ৪৫তম ১৫৩৫২, ৪৬তম ১৪৬৫৪, ৪৭তম ১৫৬৬৫, ৪৮তম ১০৬৯৮, ৪৯তম ১৩৭১৯, ৫০তম ১৬৭১০, ৫১তম ১৪০৬৯, ৫২তম ১৪০০৪, ৫৩তম ১৫৮৬১, ৫৪তম ১৪৩৭৫, ৫৫তম ১৫৭২৫, ৫৬তম ১৪২৫১, ৫৭তম ১৭৭৩৪, ৫৮তম ১২১০২, ৫৯তম ১১৭৭৩, ৬০তম ১৪৪৮৫, ৬১তম ১২৯৭৯, ৬২তম ১৫১২২, ৬৩তম ১১০০৩, ৬৪তম ১৪৫০৮, ৬৫তম ১৫৩২৯, ৬৬তম ১৩৯৭০, ৬৭তম ১৪২৫৩, ৬৮তম ১২৫১১, ৬৯তম ১৩৮৪৯, ৭০তম ১২৮৭০, ৭১তম ১৭০০৫, ৭২তম ১২৩৯১, ৭৩তম ১১৫৫৫, ৭৪তম ১৬১৪৬, ৭৫তম ১১৬০৮, ৭৬তম ১৪৪৯৮, ৭৭তম ১৫৮৫৭, ৭৮তম ১২৬৫৭, ৭৯তম ১৪৭৭৮, ৮০তম ১২৭০৬, ৮১তম ১১৭৫০, ৮২তম ১৩৩৯৬, ৮৩তম ১৪৬১১, ৮৪তম ১৭৩৩২, ৮৫তম ১৩১৮৩, ৮৬তম ১২০০১, ৮৭তম ১০৯২৩, ৮৮তম ১৫৬৭৬, ৮৯তম ১০৮৮০, ৯০তম ১৩৯৩১, ৯১তম ১৪৪০৭, ৯২তম ১২৯৪৫, ৯৩তম ১২৩৭৭, ৯৪তম ১৫৯০৫, ৯৫তম ১৬৮৩৫, ৯৬তম ১৭০৫৩, ৯৭তম ১১১০৪, ৯৮তম ১১৬৮৬, ৯৯তম ১৭৮৯১, ১০০তম ১৮৩৩৫, ১০১তম ১৪৯৬৬, ১০২তম ১২৮৭১ এবং ১০৩তম ১০৭৮৭।

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

সরকারি

জনবল নেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন

Published

on

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। প্রতিষ্ঠানটির ০৬ টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ১১২ জনকে নিয়োগের জন্য  বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ১৯ টি

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি

Advertisement

পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক

পদসংখ্যা: ৩৭টি

বেতন: ১১,৩০০-২৭,৩০০ (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি

 

Advertisement

পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)

পদসংখ্যা: ১৪টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

 

Advertisement

পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)

পদসংখ্যা: ১৫টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি

 

Advertisement

পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাস কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসক)

পদসংখ্যা: ১৪টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

 

Advertisement

পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাস কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসক)

পদসংখ্যা: ১৩টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

 

Advertisement

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা এবং ৩ থেকে ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম জানত এই লিংকে https://bfidc.gov.bd/site/notices/df3ee4c2-e087-4588-9af8-c1b065c37099/  ক্লিক করুন।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সরকারি

সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ  

Published

on

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ নিয়োগের এ পরীক্ষার প্রথম ধাপে ৬০৩ জন উত্তীর্ণ হয়েছেন।

রোববার (৫ মে) ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; অর্থাৎ পাসের হার ৯.৭২%।

১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গেলো ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয়। এতে মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। ৪ মে প্রাথমিক পরীক্ষা গ্রহণ করা হয়।

আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়। ৫ মে ওই প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

Advertisement

লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সরকারি

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করার সুপারিশ শিক্ষামন্ত্রীর

Published

on

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

তিনি গণমাধ্যমকে বলেন,  এটা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন।বাকি সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩০ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয়। এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন।

চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন দীর্ঘদিন ধরে ।  দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন।

Advertisement

প্রসঙ্গত, সরকার বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাতা নম্বর ৩৩-এর শিক্ষা,দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে উল্লেখ করা হয়েছিলো।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it