ক্রিকেট
রিজওয়ানের সেঞ্চুরি, শ্বাসরুদ্ধ ম্যাচে জয়ী পাকিস্তান
তিন ম্যাচ সিরিজে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে শ্বাসরুদ্ধ ম্যাচে ৩ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ৯৯তম জয়, আর মাত্র একটি জয় পেলেই প্রথম দল হিসেবে জয়ের সেঞ্চুরি করবে পাকিস্তান। যা টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ড।
এরপরই জয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাদের ম্যাচ জয়ের সংখ্যা ৮৫টি, দক্ষিণ আফ্রিকা ৭০ জয় নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। আর অস্ট্রেলিয়া ৬৯ জয় নিয়ে রয়েছে চতুর্থ স্থানে
গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।
অধিনায়ক বাবর আজমের সঙ্গে উদ্বোধন করতে নামেন রিজওয়ান। কিন্তু ম্যাচের দ্বিতীয় এবং নিজের খেলা প্রথম বলেই রান আউটের শিকার হন পাকিস্তান অধিনায়ক। আর এতেই রেকর্ড বুকে নাম উঠে যায় বাবর আজমের। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত কোনও দলের অধিনায়ক ওপেনার হিসেবে নিজের খেলা প্রথম বলেই রান আউটের শিকার হলেন।
বাবর প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আরো এক রেকর্ডে নাম উঠে বাবরের। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ক্রিকেট ইতিহাসের পঞ্চম উদ্বোধনী জুটিতে যাদের একজন ০ রানে আউট হয়েছেন আর অন্যজন একই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন।
বাবর দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হলেও অপরপ্রান্তে একাই দাঁড়িয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান দাঁড়িয়ে থাকলেও অপরপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক প্রান্ত আগলে রেখে স্বাগতিকদের সম্মানজনক পর্যায়ে নিয়ে যান রিজওয়ান। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪* রানে অপরাজিত ছিলেন তিনি। ৬ চার আর ৭ ছয়ে দূর্দান্ত এই ইনিংস সাজিয়ে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে তিন ফরমেটে শতক হাঁকানো বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার রিজওয়ান। এর আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকিয়েছিলেন কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।
সেই সঙ্গে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এটি। দুর্দান্ত সেঞ্চুরির পথে ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ হাফিজের। ইনিংসে তার ছক্কা সংখ্যা ছিল ৬টি।
১৭০ রানের জবাবে খেলতে নেমে ভালো শুরুর করার পরও শেষ পর্যন্ত পরাজয়বরণ করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের হয়ে দলীয় সর্বোচ্চ ৫৪ এসেছে ওপেনার রেজা হেনরিকসের ব্যাট থেকে। এছাড়া আরেক ওপেনার জানেমান মালান করেছেন ৪৪ রান। চার ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের সবচেয়ে সফল বোলার উসমান কাদির।
রানের হিসেবে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়। এর আগে ২০১৭ সালে ক্যারিবীয়দের বিপক্ষে পোর্ট অব স্পেনে একই ব্যবধানে এবং ২০১৮ সালে আবুধাবীতে নিউজিল্যান্ডকে ২ রানে পরাজিত করেছিল পাকিস্তান।
এস
ক্রিকেট
ক্রিকেট বোর্ডে পরিবর্তন প্রসঙ্গে যা বললেন বিজয়
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সফর আছে একই সময়ে। বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমের সাথে কথা বলেছেন এনামুল হক বিজয়।
বিজয় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা অস্থির। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন স্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে, কিছু জায়গায় পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে।
বিসিবির বিভিন্ন জায়গায় পরিবর্তনের দাবিও তোলা হয়েছে। এমনকি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস ও রুবেল হোসেনও এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন। দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে এনামুল হক বলেন, ‘এটা তো হতেই থাকবে। এটা আপনিও কখনো বলতে পারবেন না যে আপনার সঙ্গে হয়নি। এটা হতেই থাকে। তারপরও এটা সামনে যত কম হয় সেই আশা আমরা করবো।’
বোর্ডের বিভিন্ন স্তরে পরিবর্তনের কথা অনেকেই উচ্চারণ করেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পরপর। এই পরিবর্তন প্রসঙ্গে এনামুল হক বলেন,
‘আমার কাছে মনে হয় এটার (ক্রিকেট বোর্ড) বড় আলোচনা জরুরী। দুজন একজনের কথায় আসলে এটা হবে না। ব্যক্তিগতভাবে বললে, আমি চাই বড় গ্রুপ যারা আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি তারা একত্রে বসে আলোচনা করে এটা করা। যারা ক্রিকেট খেলেছি, কেউ খেলেছে বা সামনে কেউ খেলবে। বড় ধরনের আলোচনা দরকার। যার যেটা প্রয়োজন সেটা তারা বলবে। যেখানে যে আছে।’
এম এইচ//
ক্রিকেট
পাকিস্তানের টেস্ট দলে এইচপি কোচ হলেন টিম নিলসন
টিম নিলসনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন হাই পারফরম্যান্স (এইচপি) কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই নিয়োগ দিয়েছে পাকিস্তান বোর্ড।
পাকিস্তানের লাল বলের ক্রিকেটে দায়িত্বে আছেন জেসন গিলেস্পি। যার কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন টিম নিলসন। ইতোমধ্যে এই দুই কোচ পাকিস্তান শাহীন’স এ দলের ট্রেনিং ক্যাম্প পর্যবেক্ষণ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগস্টের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্প। রাওয়ালপিন্ডিতে দুই দল প্রথম ম্যাচটি খেলবে আগস্টের ২১ থেকে ২৫ তারিখ। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুই দল খেলবে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত।
সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটে গিলেস্পির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে নিলসনের। সবমিলিয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী।
সম্প্রতি পিসিবি বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যেও দল ঘোষণা করেছে পাকিস্তান শাহীন’স।
এম এইচ//
ক্রিকেট
দুই মাসের ছুটি চান অলরাউন্ডার সাইফউদ্দিন
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে সকল ধরনের ক্রিকেট থেকে ২ মাসের ছুটি চেয়েছেন তিনি।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ, পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন সাইফউদ্দিন। এই মাসের শুরুতে একজন নির্বাচক ইমেইল করেন এই অলরাউন্ডার। এরপর জানিয়ে দেন, তিনি ক্রিকেট থেকে আপাতত বিরতি নিতে চান এবং তা দুই মাসের জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
জুনে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যুক্ত হতে না পারা এবং গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে কানাডায় যেতে না পারা- সাইফউদ্দিনের জন্য বেশ হতাশার ছিল। এসব কারণেই তিনি আগামী ২ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চান। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত মে মাসে, বাংলাদেশের হয়ে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন সাইফউদ্দিন।
এম এইচ//