Connect with us

অন্যান্য

জরুরি অবস্থার মধ্যেই টোকিও অলিম্পিক

Published

on

দরজায় কড়া নাড়ছে অলিম্পিক, অথচ কমছে না করোনার প্রকোপ। এমন অবস্থায় 'স্টেট অব ইমার্জেন্সি' বা জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান সরকার। ফলে জরুরি অবস্থার মধ্যেই শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। 

গত বছর অনুষ্ঠিত হবার কথা ছিল অলিম্পিক। কিন্তু এই করোনার কারণে তা স্থগিত রাখা হয়েছিল। 

এখন জরুরি অবস্থা ঘোষণার অর্থ, গোটা অলিম্পিক জুড়েই একাধিক বিধিনিষেধ জারি থাকবে। কয়েকদিন আগে স্টেডিয়ামে নির্দিষ্ট সংখ্যক দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, এখন সে নির্দেশও হয়তো বাতিল করা হবে। এদিকে আইওসি সভাপতি টমাস বাখ জাপানে আসছেন। তাঁকেও ৩ দিন হোটেলে আইসোলেশনে থাকতে হবে।   

আগামী শুক্রবার বৈঠকে বসতে পারেন অলিম্পিক আয়োজক কমিটি এবং জাপান প্রশাসন। তবে পরিস্থিতি যাই হোক, সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী আয়োজকরা।

করোনার প্রকোপ না কমার কারণে অনেক আগেই বিদেশি পর্যটকদের জাপানে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার সংক্রমণ বাড়ছে টোকিওসহ একাধিক শহরে। এ কারণে জরুরি অবস্থার কথা ঘোষণা করলেন জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা। এটি কার্যকর হবে আগামী সোমবার থেকে। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। আগামী দিনে জাপানে যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায় সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী । 

Advertisement

টোকিওতে  বুধবার ৯২০টি নতুন সংক্রমণের খবর সামনে এসেছে ,গত বুধবার সংখ্যাটা ছিল ৭১৪। দেশজুড়ে জাপানে কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় ৮ লক্ষ ১০ হাজার, মৃত্যু হয়েছে ১৪,৯০০.  জাপানিদের মধ্যে কেবল ১৫% মানুষ টিকার দুটি করে ডোজ পেয়েছেন।

এএ

Advertisement

অন্যান্য

অলিম্পিক খেলতে গিয়ে কোকেন কিনলেন, আটক হকি খেলোয়াড়

Published

on

অস্ট্রেলিয়া হকি দলের খেলোয়াড় টম ক্রেইগ। এখন অবস্থান করছেন প্যারিসে, অলিম্পিক খেলার উদ্দেশ্যে। কিন্তু সেখানে তিনি ঘটিয়েছেন আরেক কাণ্ড। কোকেন কিনতে গিয়ে আটক হয়েছেন পুলিশের হাতে।

মঙ্গলবার (৬ আগস্ট) এই ঘটনা ঘটে ফ্রান্সের প্যারিসে।

এই ঘটনার পর কোনো জেল-জরিমানা বা শাস্তি হয়নি ক্রেইগের। পুলিশ তাকে সতর্ক করে দিয়েছে। এরপর এই হকি খেলোয়াড় ক্ষমা চেয়েছেন।

টোকিও অলিম্পিকে রূপা জেতার রেকর্ড আছে ক্রেইগের। জাতীয় দলের হয়ে শত ম্যাচের বেশি খেলেছেন। বিবিসি যে খবর প্রকাশ করেছে, সেখানে বলা হয়; ক্রেইগ সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি এই কাজের জন্য ভীষণভাবে লজ্জিত।

জানা যায়, প্যারিসে একটি ভবনের নিচে কোকেন লেনদেন হওয়ার ঘটনা পুলিশের চোখে পড়ে। এরপর বিক্রেতা ও ক্রেতা দুজনকেই আটক করেন তারা। এরপর দেখা যায়, অস্ট্রেলিয়া হকি দলের সদস্য ক্রেইগ সেই ক্রেতা। এরপর মাদক উদ্ধার করে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

চলমান অলিম্পিকে অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী হকি দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

এম এইচ//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

অন্যান্য

অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশের ইমরানুর ও সোনিয়া

Published

on

প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশের ইমরানুর রহমান ও সোনিয়া খাতুন। স্প্রিন্টে অংশ নিয়েছিলেন ইমরান, সাঁতারে অংশ নেন সোনিয়া। দুজনেই আলাদা আলাদা হিটে বিদায় নিয়েছেন।

বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে খ্যাত ইমরানুর। তিনি ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে দৌড়েছেন। ইমরানুর প্রথম ৫০ মিটার বেশ ভালো দৌড়েছেন। তবে শেষদিকে ষষ্ঠ হয়ে বিদায় নিতে হয়েছে তাকে। তার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়ে আজ অনেকখানি খারাপ পারফরম্যান্স করেন ইমরানুর।

এর আগে ইংল্যান্ডের স্থানীয় একটি প্রতিযোগিতায় ১০০ মিটার ইভেন্টে ১০.১১ টাইমিং করেছিলেন ইমরান। এখন পর্যন্ত এই ক্রীড়াবিদের ক্যারিয়ার সেরা টাইমিং এটাই।

এদিকে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল থেকে বিদায় নেন সোনিয়া। তিনি ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। সোনিয়া ৩০.৫২ সেকেন্ড সময় নেন।

বাংলাদেশের একমাত্র নারী প্রতিযোগী হিসেবে অলিম্পিকে ছিলেন সাঁতারু সোনিয়া। ৫০ মিটার ফ্রি স্টাইলে তার সেরা টাইমিং ছিল ৩০.১১ সেকেন্ড।

Advertisement

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

অন্যান্য

বাংলাদেশের ইমরান ও সোনিয়া নামতে যাচ্ছেন অলিম্পিকে

Published

on

প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছে বাংলাদেশের পাঁচজন অ্যাথলেট। ইতোমধ্যে তিনজন বিদায় নিয়েছেন চলতি আসর থেকে। বাকি দুই অ্যাথলেট অলিম্পিকে নামতে যাচ্ছেন শনিবার (৩ আগস্ট)। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান এবং সাঁতারু সোনিয়া খাতুনকে দেখা যাবে অলিম্পিকের মাঠে।

প্যারিস সময় সকাল পৌনে এগারোটায় ইমরান নামবেন ১০০ মিটার স্প্রিন্টে। এর কিছুক্ষণ বাদে সোনিয়া নামতে যাচ্ছেন ৫০ মিটার ফ্রি স্টাইলে।

অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টের দিকে তাকিয়ে থাকে সারা বিশ্ব। বাংলাদেশের ইমরানের লক্ষ্য থাকবে প্রাথমিক হিট উত্তীর্ণ হওয়া। ইমরান শুক্রবার (২ আগস্ট) জানান, নিজের সেরা টাইমিং করতে চাই। দোয়া করবেন যেন আমি সেরাটা দিতে পারি।

ইংল্যান্ডের স্থানীয় একটি প্রতিযোগিতায় ১০০ মিটার ইভেন্টে ১০.১১ টাইমিং করেছিলেন ইমরান। এখন পর্যন্ত এই ক্রীড়াবিদের ক্যারিয়ার সেরা টাইমিং এটাই।

এদিকে বাংলাদেশের একমাত্র নারী প্রতিযোগী হিসেবে অলিম্পিকে আছেন সাঁতারু সোনিয়া খাতুন। ৫০ মিটার ফ্রি স্টাইলে তার সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড।

Advertisement

প্যারিস অলিম্পিক থেকে বাংলাদেশের বাকি ক্রীড়াবিদ রবিউল ইসলাম, সাগর ইসলাম ও সামিউল ইসলাম রাফি বিদায় নিয়েছেন।

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it