ফুটবল
বেঞ্চে বসে নিজের নামে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবলার! (ভিডিও)
লা লিগায় হেতাফে বনাম আতলেতিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য। ১–১ গোলে ড্র করা ম্যাচের ৬০ মিনিটে বদলি হয়ে মাঠ থেকে ডাগআউটে চলে যান আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার আনহেল কোরেয়া। চলে যাবার পর পেলেন গোল। শুধু তাই নয় বেঞ্চ থেকে করলেন গোল উদ্যাপন।
আসল ঘটনায় আসি, ম্যাচের বয়স তখন ৬০ মিনিট। কর্নার পায় আতলেতিকো মাদ্রিদ। সেই কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করেন হেতাফের এক ডিফেন্ডার। ডি–বক্সের বাইরে থেকে হেতাফের গোল বরাবর জোরাল শট নেন তমাস লেমার। তবে শটটি ফিরিয়ে দেন হেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। ফিরে আসা বলে গোল করে দলকে এগিয়ে দেন কাছেই দাঁড়িয়ে থাকা কোরেয়া। কিন্তু তাৎক্ষণিকভাবে অফসাইড দেখিয়ে সেই গোল বাতিল করেন রেফারি।
এরপরই কোরেয়াকে মাঠ থেকে তুলে নেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। তাকে যখন মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছিল, তখন বাতিল হওয়া গোলটি ভিএআরের মাধ্যমে যাচাই করে দেখা হচ্ছিল। যাচাই শেষে বাঁশি বাজিয়ে সিদ্ধান্ত বদলে গোল দিয়ে দেন রেফারি। এরপর শুরু হয় গোল উদযাপন। তবে মাঠে নয় সব খেলোয়াড় দৌড়ে আসে ডাগআউটে। বলা যায়, ফুটবল ইতিহাসের চমকপ্রদ ঘটনার সাক্ষী হল এক গোলের।
Angel Correa scores. Linesman rules offside. Correa gets subbed off. VAR overturns the decision and gives the goal. All Atléti players runs towards the bench to celebrate with Correa.
Never seen anything like this. 😂pic.twitter.com/UT4zQDmyzO
— Jazeem (@HomelanderFCB) February 5, 2023
আতলেতিকোর অফিশিয়াল পেজ থেকে এই গোল নিয়ে পরে করা হয়েছে টুইটও, যেখানে লেখা হয়েছে, ‘রোমাঞ্চকর, তবে এটা গোল।’ চমকপ্রদ এই গোলের পরও ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি আতলেতিকো। ৮৩ মিনিটে পেনাল্টি গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে হেতাফে
এই ড্রয়ের পর ২০ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরেই অবস্থান করছে আতলেতিকো। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ এবং ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল সোসিয়েদাদ।
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//
মন্তব্য করতে লগিন করুন লগিন