ঢাকা
মুমূর্ষু অবস্থায় মা এবং দুই যমজ মেয়ে শিশুকে উদ্ধার
রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় মা এবং দুই যমজ মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শাফানা আফিফা শ্যামী নামে ও নারীর বয়স ৩৫। তার দুই সন্তানের নাম ফাতেমা এবং আয়েশা। তাদের বয়স ১০ বছর। ২৮ নম্বর বাড়ির ২/ বি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গেল শনিবার (৪ ফেব্রুয়ারী ) রাত ৩টার দিকে পুলিশ গিয়ে দরজা ভাঙে। তখন ঘুটঘুটে অন্ধকার ওই ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। তিনটি খাট ছাড়া নেই কোনো আসবাবপত্রও নেই। ফ্রিজ-টিভি কিছু নেই। এক কক্ষে দেখা গেল ফুটফুটে দুই শিশু ফাতেমা ও আয়েশাকে। তাদের এলোমেলো জটলা বাঁধা চুল। দু’জনই নিস্তেজ। আরেক কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। সেই ঘরের দরজা ভেঙে পুলিশ ভেতরে গিয়ে দেখে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন শাফানা। দেরী না করে তিনজনকেই কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে পুলিশ।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, তিন দিন ধরে ওই ফ্ল্যাটের কেউ বাসার বাইরে বের হয়নি। এতে নিরাপত্তারক্ষীর মনে সন্দেহ জাগলে কলিং বেল বাজিয়েও কোনো সাড়া-শব্দ পাননি। পরে শনিবার মধ্যরাতে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘ সময় অনাহারে থাকায় তাদের এ অবস্থা হয়েছে। ওই নারীও জানিয়েছেন, তিন দিন বাসায় কোনো রান্না হয়নি। বিল পরিশোধ করতে না পারায় কয়েক দিন আগে ফ্ল্যাটের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়।
উত্তরা থানার পরিদর্শক মুজাহিদ জানান, নাদিম নামে শাফানার এক ভাই খুলনায় থাকেন। তিনি বলেন, বছরখানেক আগে সর্বশেষ বোনের সঙ্গে কথা হয়েছিল। অন্য ভাইদের বিষয়টি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাফানার এক স্বজন জানান, শাফানার বাবার নাম অ্যাডভোকেট আবদুল আলিম বুলবুল। তিনি তিন বছর আগে মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। উত্তরার ওই বাড়িটি শাফানার বাবার। শাফানার দাদা মাওলানা আবদুল হাই আইয়ুব খানের আমলে এমএলএ ছিলেন। উত্তরার জমি শাফানার বাবা একটি ডেভেলপার কোম্পানিকে বহুতল ভবন তৈরি করতে দেন। যে ফ্ল্যাট থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, সেটি ওয়ারিশ সূত্রে পেয়েছেন শাফানা। ১০ বছর আগে একজন ব্যাংকারের সঙ্গে শাফানার বিয়ে হয়েছিল। এক বছর না যেতেই অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে যমজ সন্তানের মা হন শাফানা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর উত্তরায় বাবার বাসায় ওঠেন। বাবা মারা যাওয়ার পর দুই সন্তাসহ থাকতেন। শাফানা কোনো চাকরি কিংবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না।
শাফানার ওই আত্মীয় জানিয়েছেন, শাফানার দুই সন্তান উত্তরার একটি ভালো স্কুলে পড়ত। আর্থিক সমস্যার কারণে ওই প্রতিষ্ঠানে লেখাপড়া চালানো সম্ভব হয়নি। পরে আজমপুরে একটি স্কুলে ভর্তি করা হয়। সেখানেও তারা নিয়মিত যেত না। শাফানার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের তেমন যোগাযোগ ছিল না। কেউ তাঁদের খোঁজ নিতো না। মারা যাওয়ার আগে শাফানার বাবা মেয়ের জন্য সামান্য কিছু টাকা ব্যাংকে রেখে যান। আর গ্যারেজের ভাড়া হিসেবে মাসে সামান্য কিছু টাকা পেতেন। সংসার চালানোর জন্য ওই টাকা পর্যাপ্ত না।
পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে মতবিরোধে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন শাফানা। যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের ইউটিলিটি বিলসহ কয়েক মাসের সার্ভিস চার্জও পরিশোধ করতে পারছিলেন না তিনি। তাঁর মা ভাইয়ের সঙ্গে থাকেন।
আরেক আত্নীয় জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছেন শাফানা। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত।
কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক মো. মামুন বলেছেন, দুই শিশুর মধ্যে একজন ও তাদের মা মানসিক রোগে ভুগছেন। তাঁদেরকে দ্রুত মানসিক হাসপাতালে পাঠানো দরকার। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে, তারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কিনা। হাসপাতালে আনার সময় তারা শারীরিকভাবে দুর্বল ছিল। শাফানা এখন মাঝেমধ্যে নিজের ইচ্ছায় দুএকটি কথা বলছেন।
পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম জানিয়েছেন, শাফানার ফ্ল্যাটে মোবাইল কিংবা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস পাওয়া যায়নি। অদ্ভুত পরিবেশে তারা থাকতেন। তারা সবাই ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিলেন।
ঢাকা
মন্দির পাহারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার আরিয়াব এলাকার সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা ও বিএনপি’র নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পৌরসভার আরিয়াব দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা মন্দির কমিটির লোকজনদেরকে যে কোনো হামলার প্রতিরোধে আশ্বাস দিচ্ছেন।
তারা জানান, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে প্রস্তুত দুষ্কৃতকারী। তাই রূপগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা উদ্যোগ নিয়েছে। যতদিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে মন্দির ভাঙচুর প্রতিরোধে আমরা এভাবে পাহারায় থাকব।
এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব ভূঁইয়া বলেন, সাধারণ শিক্ষার্থীরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে, তারই অংশ আজকের এই পাহারা।
তারাবো পৌরসভার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে কেউ যেন সংখ্যালঘু পরিবারের উপরে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। সেজন্য শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতাকর্মীরা সবসময় পাহাড়া থাকবে।
এসয়ম উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, সাংগঠনিক সম্পাদক শামীম সাউথ, সহ-সভাপতি আবুল সাউদ, আলমগীর মীর, যুবদলের সভাপতি ৬ নং ওয়ার্ড মোখলেস সাউথ,মকবুল হোসেন, শিক্ষার্থী হাসান ভূঁইয়া, নীরব মিল্কি, আরিয়ান প্রমূখ।
এএম/
ঢাকা
গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি
হঠাৎ করেই গোলাগুলি শুরু হয়েছে গাজীপুর জেলা কারাগারে । বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১১টার দিকে এ গোলাগুলি শুরু হয়।
গুলির শব্দে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারাগারে হঠাৎ গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের ভেতরে ১৩ জন কারারক্ষী এবং ৩ জন কয়েদি গুলিবিদ্ধ হয়েছেন।
এসি//
অপরাধ
রাজধানীতে বস্তা ভর্তি টাকাসহ একটি গাড়ি আটক করলেন শিক্ষার্থীরা
রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকার থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, রাজধানীর উত্তরার একটি বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় তিনজনকে হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আওয়ামী লীগ ঘরোয়ানার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এমডির গাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়েছে। গাড়ি থেকে এক বস্তা টাকাসহ একটি শটগান উদ্ধার করে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থীসহ অনান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এএম/
মন্তব্য করতে লগিন করুন লগিন