ফুটবল
গভীর রাতে রিয়ালের হোটেলের পাশে আতশবাজির শব্দ! (ভিডিও)
চ্যাম্পিয়নস লিগে রাউন্ড ওফ সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। অ্যানফিল্ডে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মাঠে রিয়ালের প্লেয়াররা যেন ঠিক মতো ঘুমিয়ে মাঠে নামতে না পারে তাঁর ব্যাবস্থা করেছে অলরেডসদের সমর্থকেরা। ভিনি-বেনজামদের হোটেলের পাশে গভীর রাতে অগ্নি প্রজ্বালন, আতশবাজি নিয়ে ব্যস্ত ছিলেন লিভারপুলের সমর্থকেরা।
স্পেনের রেডিও ‘কোপ’ ও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ বলছে, প্রতিপক্ষের খেলোয়াড়েরা যেন ম্যাচের আগের রাতে শান্তিমতো ঘুমাতে না পারেন, যেন ফুরফুরে মেজাজে মাঠে নামতে না পারেন, সে জন্যই রিয়াল মাদ্রিদ দল যে হোটেলে উঠেছে, সেখানে হোটেলের বাইরে গভীর রাত পর্যন্ত অগ্নি প্রজ্বালন, আতশবাজি নিয়ে ব্যস্ত ছিলেন লিভারপুলের সমর্থকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে লিভারপুল সমর্থকের এমন কাণ্ড। সেখানে দেখা যায়, হোটেলের পাশেই আতশবাজির আলো ও শব্দে চারপাশ কাঁপছে। রাত দুইটার সময় এমন শব্দে তো ঘুমানোই দায়! আতশবাজি এমন প্রদর্শনীতে নিশ্চিতভাবেই রাতের ঘুম ভেঙেছে রিয়ালের খেলোয়াড়দের।
👀🎇 Liverpool fans set off fireworks outside Real Madrid's hotel at around 2am ahead of tonight's UCL game! pic.twitter.com/usY51hOLYx
— EuroFoot (@eurofootcom) February 21, 2023
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//
মন্তব্য করতে লগিন করুন লগিন