আইন-বিচার
মুদি দোকানি থেকে মানবপাচারকারী টুটুল-তৈয়ব
এক সময়ে মুদির দোকানী ওভারসিজের মালিক। তারপর মধ্যপ্রাচ্যে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ। বিদেশে মানবপাচার করে বিক্রি করে দেয়ার মত অপরাধে জড়িয়ে পড়েছেন তিনি। এমন অপকর্মে জড়িত থাকার অভিযোগে টুটুল নামে একজনকে সাত সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৩ অক্টোবর) সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যা ব ৪ এর পরিচালক জানিয়েছেন, গেলো জুন মাসে আসমা নামে এক তরুনীকে জর্ডানে পাঠায় টুটুল ও তার সহযোগীরা।
প্রথমে কিছুদিন আসমা দেশে আত্নীয় পরিজনের সঙ্গে যোগাযোগ করে। কিছুদিন পর তার হদিস পাওয়া যায়না। বিদেশে পাঠানোর কথা বলে, এমন ২৫ জনের কাছ থেকে টাকা নিয়ে বছরের পর বছর টালবাহানা করছে টুটুল ও তার সহযোগীরা। কৌশল হিসেবে বেকার ও অস্বচ্ছল যুবক-যুবতীদের টার্গেট করে তারা। তারপর সৌদি আরব, জর্ডান ও লেবাননসহ বিভিন্ন দেশের বাসা বাড়ীতে উচ্চ বেতনের চাকরির লোভ দেখায়। সেই প্রলোভনের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নে হয়।
এমন অভিযোগ পেয়ে রাজধানীর বাড্ডার লিংক রোডে টুটুল ওভারসীজ, লিমন ওভারসীজ ও লয়াল ওভারসীজে অভিযান চালায় র্যা ব-৪ এর একটি দল। উদ্ধার করা হয়, দুজন পুরুষ ও দুজন নারী ভিকটিমকে। জব্দ করা হয়, ১০ টি পাসপোর্ট, ১৭ টি মোবাইল, তিনটি মোবাইল সীম, দুটি টি কম্পিউটার এবং নগদ ১০ হাজার ৭০ টাকা ।
গ্রেফতার করা হয় টুটুল ও তার অন্যতম সহযোগী তৈয়ব, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তৈয়ব আলী , শাহ্ মোহাম্মদ জালাল উদ্দিন লিমন, মোঃ মারুফ হাসান, মোঃ জাহাঙ্গীর আল, মোঃ লালটু ইসলাম, মোঃ আলামিন হোসাইন, মোঃ আব্দল্লাহ আল মামুনকে।
র্যা বলেছে, এইচএসসি পাশ টুটুল এক সময় মেহেরপুরের গাংনীর কামন্দী গ্রামে মুদির দোকানদারী করতো। পরে বাড়তি টাকা আয়ের লোভে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে দালালী শুরু করে। তারপর বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানো শুরু করে। পরবর্তীতে নিজেই রাজধানীর বাড্ডায় স্থাপন করে টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজ নামে তিনটি প্রতিষ্ঠান।এসব প্রতিষ্ঠানের কোন অনুমোদন ছিলোনা।
টুটুল তার সহযোগীরা ইতোমধ্যে কয়েকজন নারীকে বিদেশের বাসাবাড়ীতে কাজের কথা বলে বিক্রি করেছে। এছাড়া কয়েকজন পুরুষকে অমানবিক কাজে নিয়োজিত করতে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, জর্ডান ও লেবাননে টাকার বিনিময়ে বিক্রি করেছে।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের বেকার ও শিক্ষিত অনেক নারী ও পুরুষকে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্নসাত করেছে।
এক সময়ের চায়ের দোকানদার তৈয়বই ছিলো টুটুলের অপকর্মের মূল সহযোগী। সে নিজেকে একটি সনামধন্য এয়ারলাইন্সের ম্যানেজার হিসেবে পরিচয় দিতো। বিমানবন্দরে ইমিগ্রেশনে চাকুরী এবং দেশের নামী-দামী মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরী দেওয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেছে।
আইন-বিচার
নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয় আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।’
উল্লেখ্য, আ.লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার (০৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আসাদুজ্জামান।
২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসি//
আইন-বিচার
পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর
পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। বৃহস্পতিবার (০৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করার বিষয়টি এস এম মুনীর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গেলো ৫ আগস্ট দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। ভারতে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এসি//
আইন-বিচার
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সেই ভাস্কর্যটি উপড়ে ফেলা হয়েছে
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে।তবে কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।
বুধবার (৭ আগস্ট) দুপুরে ভাস্কর্যটি মাটিতে পরে থাকতে দেখা যায়। এর আগে,গেলো মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা গিয়েছিলো।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায়বিচারের প্রতীক হিসেবে গড়ে তোলা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটি করেছেন, তা তাদের জানা নেই।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের বরাবর থাকা লিলি ফোয়ারায় প্রথমে ভাস্কর্যটি বসানো হয়। হেফাজতসহ কয়েকটি ইসলামি সংগঠনের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে ভাস্কর্যটি সরিয়ে এনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়।
আই/এ