Connect with us

বিনোদন

পরিণীতি চোপড়ার বর কে এই রাঘব চাড্ডা

Avatar of author

Published

on

পরিণীতি, রাঘব

তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এ ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনও কোনও রেস্তোরায় তো কখনও আইপিএল দেখতে মাঠে।

কথাতেই বলে ‘যা রটে তার কিছু তো বটেই’। ফলে নিজেরা স্বীকার না করলেও অনুরাগীরা একপ্রকার নিশ্চিতই ছিলেন যে একে অপরের প্রেমে বুঁদ হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।

পরিণীতি, রাঘব

অবশেষে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদানও সম্পন্ন হয়েছে রাঘব চাড্ডার। তবে সবারই প্রশ্ন কে এই রাঘব? অভিনয়শিল্পীদের অনেকেই বিনোদন অঙ্গনের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়েন, তবে পরিণীতি ব্যক্তিক্রম, এই রাঘব চাড্ডা অভিনেতা নন, রাজনীতিবিদ।

আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা মাত্র ৩৩ বছর বয়সে ভারতের পাঞ্জাব থেকে আসা সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

কীভাবে রাজনীতিতে এলেন রাঘব চাড্ডা? ২০১১ সালে সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে ভারতে চলছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন রাঘব। এই সময় এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পরিচয় হয় রাঘবের।

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

এরপর রাঘব বেশ কিছু পরিকল্পনা দেন কেজরিওয়ালকে। তাঁর পরিকল্পনাগুলো শুনে তাঁকে মনে ধরেছিল কেজরিওয়ালের। পরের বছর কেজরিওয়াল রাঘবকে ডেকে ভারতে দুর্নীতি দমনের জন্য ‘লোকপাল বিল’–এর খসড়া তৈরি করতে উৎসাহিত করেন। এটি ছিল তাঁর প্রথম রাজনৈতিক কাজ। এর পর থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

রাঘব চাড্ডা ভালো কথা বলতে পারতেন। আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় মুখ ও এএপির জাতীয় মুখপাত্র। ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে এএপি জয়লাভ করলে ২৬ বছর বয়সী রাঘবকে এএপির জাতীয় কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। পরে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী হন রাঘব। কিন্তু হেরে যান সেবার। ২০২০ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এএপির সহভারপ্রাপ্ত হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। সেই নির্বাচনে এএপি ১১২টি আসনের মধ্যে ৯২টিতে জয়লাভ করে। এই ঐতিহাসিক জয়ের পেছনে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে রাঘবকে বিবেচনা করা হয়।

Advertisement

একই বছর বিজেপি নেতা আরপি সিংকে হারিয়ে দিল্লির বিধানসভায় জায়গা করে নেন রাঘব। ২০২২ সালে দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকে পাঞ্জাব রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনীত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

পড়াশোনাতেও ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলেন ১৯৮৮ সালে জন্ম নেওয়া রাঘব। স্নাতক শেষ করার পর তিনি লন্ডনে পাড়ি দেন। সেখানে লন্ডন স্কুল অব ইকোনমিকসে স্নাতকোত্তর শেষ করেন। এই সময় তার সঙ্গে পরিচয় হয় পরিণীতি চোপড়ার।

Advertisement

সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করেন রাঘব। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাঘবের মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫০ লাখ রুপি, যা পরিণীতির মোট সম্পত্তির ১০০ ভাগের ১ ভাগের চেয়ে কম।

সূত্র: টিভিনাইন বাংলা

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ঢালিউড

পুলিশকে ফুল-চকলেট দিয়ে বরণ করে নিন: ফারুকী

Published

on

গেল ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়েছে। ফলে দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। হামলা, অপরাধ, সহিংসতার পরিমাণও বেড়েছে। এমন অবস্থায় সকল পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।

পুলিশ সদস্যরা যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে সুন্দর পরিবেশে আবারও কাজে ফিরতে পারেন, সেজন্য সাধারণ মানুষের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, ‘আশা করি আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা এই আশা আমাদের।’

এরপর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ফারুকী লেখেন, ‘আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট? ’ কিছু অসৎ পুলিশ কর্মকর্তার জন্য গোটা পুলিশ ইউনিট দোষী হয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। এমনটা উল্লেখ করে ফারুকী লেখেন, ‘আমি সাধারন কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিলো, কিছু খারাপ অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত- এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিলো কয়েকজন পুলিশ সদস্য! ‘

এই নির্মাতা আরও উল্লেখ করেন, ‘তারা শুধু একটা দাবিই জানাচ্ছিলো- আর কখনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়!’

Advertisement

সবশেষ পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অফ আস?’

সরকার পতনের পর সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিক

Published

on

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। দীর্ঘদিন ধরে সংস্থাটির এমডির দায়িত্বে থাকা নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

সাবেক এমডির বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। এবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হলো।

দিলীপ কুমার বণিক ৭ আগস্ট বিএফডিসি কার্যালয়ে যোগদান করেছেন বলেও জানান বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

এসআই/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

সামান্থা অতীত, শোভিতার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য

Published

on

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে পা রাখলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রেমিকা শোবিতা ঢুলিপালার সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে হায়দরাবাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য ও শোবিতা ঢুলিপালার। বাগদান অনুষ্ঠানে ঐতিহ্যগত সাজে সাজেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রামে শোবিতা ও নাগার বাগদানের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শোবিতার পরনে পিঙ্ক কালারের সিল্ক শাড়ি। এর সঙ্গে মিলিয়ে সোনার গহনাও পরেন এই অভিনেত্রী।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।

গেল বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। সর্বশেষ বাগদানের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই জুটি।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it