বিনোদন
এবার পাহাড়ে জমবে দেব-সৌমিতৃষার রোম্যান্স
এবার দেবের নায়িকা হচ্ছেন ‘মিঠাই’ সৌমিতৃষা। গেলো মাসের শেষে এই খবর সামনে আসার পর থেকে খুশির ঠিকানা নেই মিঠাইরানির ভক্তদের। মিঠাই শেষ হতে না হতেই কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক পেয়েছেন সৌমিতৃষা। ‘প্রধান’ ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সৌমিতৃষা। পরিচালনায় অভিজিৎ সেন। এর ‘প্রজাপতি’-র মতো ব্লকবাস্টার ছবির পরিচালকের হাত ধরে স্বপ্নের সফর শুরু হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত নায়িকার। এবার ‘প্রধান’ নিয়ে সামনে এল বড় আপটেড।
আগস্ট মাসে শুরু হচ্ছে ‘প্রধান’-এর শ্যুটিং, সে কথা নিজের মুখেই জানিয়েছিলেন সৌমিতৃষা। আপতত ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত দেব। চলছে ছবির চার নম্বর শেডিউলের কাজ, আগস্টেই এই ছবির মুক্তি। তার ফাঁকেই ‘প্রধান’-এর ন্যারেশন শুনে ফেলেছেন দেব। অভিনেতা-প্রযোজক নিজে ফাঁস করলেন উত্তরবঙ্গে ‘প্রধান’-এর শ্যুটিং করবেন তিনি।
সম্প্রতি টুইটারে ফ্যানদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ঘাটালের সাংসদ। সেখানেই এক ভক্ত প্রশ্ন করে, ‘দাদা তুমি নর্থ বেঙ্গল কবে আসছো?’ তখনই দেব স্পষ্ট করেন ‘প্রধান’ ছবির শ্যুটিং করতে উত্তরবঙ্গে হাজির হবেন তিনি। ঘনিষ্ঠ সূত্র থেকে খবর, ‘ব্যোমকেশ’ পর্ব মিটলেই কোমর বেঁধে ‘প্রধান’-এর শ্যুটে ঝাঁপাবেন দেব।
Let’s do #askdev for 10min…after that I have #Pradhan narration
Chalo shoot ur questions let me see if I can answer them 🤔
— Dev (@idevadhikari) June 6, 2023
দেবের ছবিতে কাজ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসা কুড়িয়েছেন সৌমিতৃষা, তেমনই কটাক্ষের মুখেও পড়েছেন। আসলে গেলো কয়েক মাসে দেবের একাধিক ছবির প্রিমিয়ারে দেখা মিলেছে সৌমিতৃষার। একসঙ্গে পার্টিমুডেও দেখা গিয়েছে দু’জনকে। নায়কের সঙ্গে ‘ভালো সম্পর্ক’-এর জেরে কাজ হাতিয়েছেন অভিনেত্রী, এমন অভিযোগে বিদ্ধ তিনি। দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে নিউজ ১৮ বাংলাকে এক সাক্ষাৎকারে মিঠাইরানি বলেন, ‘হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। আমাকে স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা।… আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না’।
নিন্দকরা যাই বলুক না কেন, সৌমিতৃষার সাফ কথা- ‘সৎপথে, নিষ্ঠার সঙ্গে আর দর্শকদের ভালোবাসা নিয়ে এগানোর চেষ্টা করছি।’ ছবিতে দেব-সৌমিতৃষা ছাড়াও থাকছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, টনিক ত্রয়ীর রি-ইউনিয়ন ধরা পড়বে এই ছবিতে। পরিচালকের কথায়, আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা এই ছবি। দেব-সৌমিতৃষা জুটির রসায়ন কতটা দাগ কাটবে সেটাই এখন দেখার পালা। সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিস প্রযোজিত ‘প্রধান’।
ঢালিউড
পুলিশকে ফুল-চকলেট দিয়ে বরণ করে নিন: ফারুকী
গেল ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়েছে। ফলে দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। হামলা, অপরাধ, সহিংসতার পরিমাণও বেড়েছে। এমন অবস্থায় সকল পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।
পুলিশ সদস্যরা যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে সুন্দর পরিবেশে আবারও কাজে ফিরতে পারেন, সেজন্য সাধারণ মানুষের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, ‘আশা করি আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা এই আশা আমাদের।’
এরপর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ফারুকী লেখেন, ‘আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট? ’ কিছু অসৎ পুলিশ কর্মকর্তার জন্য গোটা পুলিশ ইউনিট দোষী হয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। এমনটা উল্লেখ করে ফারুকী লেখেন, ‘আমি সাধারন কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিলো, কিছু খারাপ অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত- এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিলো কয়েকজন পুলিশ সদস্য! ‘
এই নির্মাতা আরও উল্লেখ করেন, ‘তারা শুধু একটা দাবিই জানাচ্ছিলো- আর কখনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়!’
সবশেষ পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অফ আস?’
সরকার পতনের পর সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।
এসআই/
ঢালিউড
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিক
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। দীর্ঘদিন ধরে সংস্থাটির এমডির দায়িত্বে থাকা নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
সাবেক এমডির বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। এবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হলো।
দিলীপ কুমার বণিক ৭ আগস্ট বিএফডিসি কার্যালয়ে যোগদান করেছেন বলেও জানান বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
এসআই/
বলিউড
সামান্থা অতীত, শোভিতার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে পা রাখলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রেমিকা শোবিতা ঢুলিপালার সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে হায়দরাবাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য ও শোবিতা ঢুলিপালার। বাগদান অনুষ্ঠানে ঐতিহ্যগত সাজে সাজেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রামে শোবিতা ও নাগার বাগদানের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শোবিতার পরনে পিঙ্ক কালারের সিল্ক শাড়ি। এর সঙ্গে মিলিয়ে সোনার গহনাও পরেন এই অভিনেত্রী।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।
গেল বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। সর্বশেষ বাগদানের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই জুটি।
এসআই/
মন্তব্য করতে লগিন করুন লগিন