বিনোদন
ভারতে ‘আদিপুরুষ’ ব্যান করার আহ্বান!
মুক্তির পর থেকেই ‘আদিপুরুষ’ সিনেমাটি নিয়ে নানা বিতর্কের জন্ম হয়েছে। নেতিবাচক রিভিউ পাওয়ার পর, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি লিখেছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সিনেমার প্রদর্শনী বন্ধ এবং অবিলম্বে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করার আদেশ দেয়া হোক।’
এরই মধ্যে ‘আদিপুরুষ’ সিনেমাটি জনগণ ও চলচ্চিত্র দর্শকদের ক্রোধের সম্মুখীন হয়েছে। সংলাপ থেকে ভিএফএক্স, সবকিছুই সিনেমা দর্শকদের কাছ থেকে নেগেটিভ রিভিউ পাচ্ছে। চলচ্চিত্রটি এমন সব বিতর্কের সৃষ্টি হওয়ায় ওম রাউতের পরিচালনায় এই ছবির স্ক্রিনিং নিষিদ্ধ করার দাবি করছে নেটিজেনরা।
এদিকে, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয়ার পর প্রভাস এবং কৃতি স্যানন অভিনীত এই পৌরাণিক মহাকাব্য আরও একটি ধাক্কা খেয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, ‘সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে এবং অবিলম্বে প্রেক্ষাগৃহ আর ওটিটি প্ল্যাটফর্মে আদিপুরুষের প্রদর্শনী নিষিদ্ধ করার আদেশ দেয়ার জন্য।’
সংগঠনটির সদস্যরা তাদের পাঠানো চিঠিতে এ-ও উল্লেখ করেছেন যে, ছবিটির পরিচালক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুনতাশির শুক্লা এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধেও এফআইআর করা দরকার।
এই চিঠির একটি অংশে বলা হয়েছে, ‘এই সিনেমার চিত্রনাট্য এবং সংলাপ স্পষ্টভাবে ভগবান রাম এবং ভগবান হনুমানের ছবিকে অপমান করছে। আদিপুরুষ সিনেমা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। প্রভু শ্রী রাম ভারতের লোকদের কাছে একজন দেবতাতুল্য। কিন্তু এই মুভিতে ভগবান রাম এবং রাবণকে দেখানো হয়েছে এমনভাবে যেখানে একটি দৃশ্যে তাদের ভিডিও গেমের চরিত্রের মতো দেখায়। এমনকি সংলাপগুলো দেশের এবং সারা বিশ্বের প্রতিটি ভারতীয়কে আঘাত করে।
এরই সূত্র ধরে তারা অভিনেতা প্রভাস, কৃতি স্যানন এবং সাইফ আলি খানের অভিনয় নিয়েও মন্তব্য করেন। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন একটি কলঙ্কজনক সিনেমার অংশ হওয়া তাদের উচিত ছিল না বলে চিঠিতে উল্লেখ করা হয়। আদিপুরুষ শ্রী রাম এবং রামায়ণে সনাতন ধর্মীয়দের বিশ্বাসের সম্পূর্ণ বিপর্যয় বলে তারা দাবি করেন।
অন্যদিকে আদিপুরুষকে নিয়ে তুমুল বিতর্কের মধ্যে, একদল লোক বারারসিতে বিক্ষোভ করে এবং ছবিটির পোস্টার ছিঁড়ে ফেলে। এমনকি হিন্দু মহাসভা এ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে লখনৌ পুলিশের কাছে অভিযোগ করেছে। চলচ্চিত্রের বিরুদ্ধে বিক্ষোভে যোগদান করেছে সমাজবাদী পার্টিও। তারা বলছে, হিন্দু ধর্মাবলম্বীরা ছবির “সস্তা এবং ভাসা ভাসা সংলাপ” এ আঘাত পেয়েছে এবং ছবিটি একটি “এজেন্ডার” অংশ বলেও দাবি তাদের।
সূত্র: ইন্ডিয়া টুডে
ঢালিউড
পুলিশকে ফুল-চকলেট দিয়ে বরণ করে নিন: ফারুকী
গেল ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়েছে। ফলে দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। হামলা, অপরাধ, সহিংসতার পরিমাণও বেড়েছে। এমন অবস্থায় সকল পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।
পুলিশ সদস্যরা যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে সুন্দর পরিবেশে আবারও কাজে ফিরতে পারেন, সেজন্য সাধারণ মানুষের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, ‘আশা করি আজ-কালকের মধ্যে পুলিশ ভাই-বোনেরা কাজে যোগ দিবে। নতুন দিনের নতুন পুলিশ হবে তারা এই আশা আমাদের।’
এরপর সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য ফারুকী লেখেন, ‘আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি? পারলে একটু মোলাকাত? একটা ফুল? অথবা চকলেট? ’ কিছু অসৎ পুলিশ কর্মকর্তার জন্য গোটা পুলিশ ইউনিট দোষী হয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। এমনটা উল্লেখ করে ফারুকী লেখেন, ‘আমি সাধারন কিছু পুলিশের ইন্টারভিউ দেখছিলাম। তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায় ছিলো, কিছু খারাপ অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, তাদের পরিবার পরিজন কতটা অনিরাপদ এবং বিব্রত- এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছিলো কয়েকজন পুলিশ সদস্য! ‘
এই নির্মাতা আরও উল্লেখ করেন, ‘তারা শুধু একটা দাবিই জানাচ্ছিলো- আর কখনো দলীয় পুলিশ হতে চায় না। তারা মর্যাদার সাথে রাষ্ট্রের কর্মচারী হতে চায়!’
সবশেষ পুলিশ বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘ক্যান উই গিভ দেম সাম কমফোর্ট? জাস্ট সো দে ফিল দে আর ওয়ান অফ আস?’
সরকার পতনের পর সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে দেশের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর রাজধানীসহ সারাদেশে পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।
এসআই/
ঢালিউড
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিক
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। দীর্ঘদিন ধরে সংস্থাটির এমডির দায়িত্বে থাকা নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
সাবেক এমডির বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। এবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হলো।
দিলীপ কুমার বণিক ৭ আগস্ট বিএফডিসি কার্যালয়ে যোগদান করেছেন বলেও জানান বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
এসআই/
বলিউড
সামান্থা অতীত, শোভিতার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে পা রাখলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রেমিকা শোবিতা ঢুলিপালার সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে হায়দরাবাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য ও শোবিতা ঢুলিপালার। বাগদান অনুষ্ঠানে ঐতিহ্যগত সাজে সাজেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রামে শোবিতা ও নাগার বাগদানের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শোবিতার পরনে পিঙ্ক কালারের সিল্ক শাড়ি। এর সঙ্গে মিলিয়ে সোনার গহনাও পরেন এই অভিনেত্রী।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।
গেল বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। সর্বশেষ বাগদানের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই জুটি।
এসআই/
মন্তব্য করতে লগিন করুন লগিন