রাজশাহী
লাখ টাকার নিচে মিলছে না মাঝারি ও ছোট গরু
শেষ সময়ে জমে উঠেছে রাজশাহীর কোরবানীর পশুর হাট। প্রায় সপ্তাহ আগে থেকে খামারী ও যারা কোরবানীর জন্য বাড়িতে পশু পালন করেছেন তারা সেই পশুগুলো বিক্রির জন্য হাটে তুলছেন। এখন রাজশাহীর সব হাটেই কোরবানীর পশুর সমরাহ।
রাজশাহীর সবচেয়ে বড় সিটিহাটে বিভিন্ন জেলা থেকে পশু আমদানি করা হয়েছে। একই সাথে রাজশাহীর সিটিহাট থেকে ব্যবসায়ীরা পশু কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন।
সময় শেষ হয়ে যাওয়ার কারণে পশুর হাটে ক্রেতারাদের উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বেচাবিক্রিও ভাল হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুধু সিটি হাট নয়, রাজশাহীর উপজেলা পর্যায়ের পশু হাটগুলো সকাল থেকে রাত পর্যন্ত সরব থাকছে। সময় শেষ হয়ে আসার কারণে এখন পশু হাটগুলোতে পা ফেলার জায়গা নেই। তবে এবার ক্রেতা মিললেও দামে মিলছে না।
বিক্রেতারা বলছেন, কোরবানীর পশুর দাম খুব বেশি নয়, আর ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এবার প্রতিটি কোরবানীর পশুর দাম অনেক বেশি। লাখ টাকার নিচে কোনো গরু মিলছে না।
রাজশাহীর সিটি হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। এসব গরু গত বছর ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে ছিল। এবার সেই মাঝারি গরুর দাম হাকা হচ্ছে লাখ টাকার উপরে। আর ৫৫ থেকে ৬০ হাজারের ছোট গরুর দাম উঠেছে ৭০ থেকে ৭৫ হাজার। এক লাখ টাকার নিচে কোরবানীর পশুর দাম করাই দায় হয়ে পড়েছে। এবার সিটিহাটে উঠা খামারের গরুগুলো বেশিরভাগই মাছারি সাইজের। এসব গরু এক লাখ টাকার উপরে দাম হাকা হচ্ছে।
যারা সাত ভাগে কোরবানী দেয়ার জন্য হাটে এসেছেন তারা মূলত এক লাখ ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে কোরবানীর গরু হবে এমন চিন্তা করে এসেছেন। কিন্তু হাটে এসে ক্রেতারা হিসাব মেলাতে পারছেন না। ক্রেতারা সারা হাট ঘুরে হাপিয়ে উঠলেও কোরবানীর পশু কিনতে পারছেন না। আবার ব্যবসায়ীরাও নির্ধারিত দাম ছাড়া গরু ছাড়তে চাচ্ছেন না।
এতে দেখা গেছে, অনেক ক্রেতারা গরু না কিনেই বাড়ি যাচ্ছেন। অনেক ক্রেতারা আবার দাম কম পাওয়ার আশায় ছুটছেন রাজশাহীর উপজেলা পর্যায়ের ছোট হাটগুলোতে।
পুঠিয়া থেকে সিটিহাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী সালাম জানান, তিনি খামার থেকে এবার ২৫টি গরু আগেই কিনে রেখেছিলেন। গত বছর বড় গরু থাকলেও এবার তিনি মাঝারি সাইজের গরু কিনে রেখেছেন শুধু ঈদের জন্য।
তিনি বলেন, এবার মাঝারি সাইজের গরুর দাম ভাল। গত বছরের চেয়ে এবার গরু প্রতি ৬ থেকে ৮ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মাঝারি গরু।
তিনি বলেন, ২৫টি গরুর মধ্যে ইতোমধ্যে তিনি ১৫টি গরু বিক্রি করে দিয়েছেন। সব গরুগুলো বিক্রি হয়েছে লাখ টাকার উপরে। বাকি গরুগুলোও লাখ টাকার উপরে বিক্রি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ছোট গরু নিয়ে হাটে আসা লোকমান হোসেন জানান, গরু ছোট হলেও ৭০ হাজারের কমে কোনো গরু তিনি বিক্রি করেন নি। মাঝারি গরুর মতই ছোট গরুরও দাম এবার ভাল।
তিনি বলেন, গরুর হাটে ছোট গরুর চাহিদা বেশি। কারণ যারা একক ভাবে কোরবানী দিবেন তারা ছোট গরুর দিকে ঝুঁকছেন। যারা ৭০ হাজার বা তার চেয়ে একটু বেশি কোরবানীর বাজেট রেখেছেন তারা মূলত ছোট গরুর লাইনে ঘোরাঘুরি করছেন। পছন্দ হলেও গরু কিনেও নিয়ে যাচ্ছেন।
তিনি জানান, হাটে ছোট ও মাঝারি গরুর দাম বেশি। বড় গরুর ক্রেতা তুলনামূলক কম। তবে বিক্রি হচ্ছে মোটামুটি। মাঝারি ও ছোট গরু বেশি বিক্রি হচ্ছে। মাঝারি গরুর প্রতি চাহিদা বেশিরভাগ মানুষের। আর যারা একা কোরবানি দেবেন তারা ছোট গরুর দিকে বেশি ঝুঁকছেন।
বেশিরভাগ বিক্রেতারাই বলছেন, সব কিছুর দাম বেশি। একটা গরুকে লালন-পালন করতে সব কিছুই কিনে খাওয়াতে হয়েছে। ফলে গরু পালন করতে খরচ বেশি হয়েছে। কিন্তু গরুর সঠিক দাম চাইলেও ক্রেতারা নারাজ হচ্ছেন। গরুটা যে কি খেয়ে এত বড় হলো সেটা তারা দেখছেন না। কোরবানির ঈদের আর বেশি দেবি নেই। শেষ সময়ে এসে রাজশাহীর পশুর হাটগুলো বিপুল পরিমান পশু আমদানি হচ্ছে।
দেখা গেছে, রাজশাহীর সিটি হাট ছাড়াও বানেশ্বর কলেজ মাঠে বসেছে গরুর হাট। কোরবানীর পশু আমদানি হচ্ছে তাহেরপুর, কেশরহাট, ভবানিগঞ্জ, তেবাড়িয়াসহ উপজেলার ছোটবড় হাটে। এসব হাটে দূর-দূরান্ত থেকে যেমন কোরবানীর পশু আমদানি হচ্ছে, তেমনি দুরদূরান্ত থেকে এসেছেন ক্রেতারাও।
সিটি হাটে কোরবানির গরু কিনতে আসা মামুন-উর-রশিদ বলেন, হাটে কোরবানির পশু তুলনামূলক ভালোই আমদানি হয়েছে। তবে গরুর দাম অনেক বেশি চাচ্ছেন বিক্রেতারা। হাট ঘুরে বুঝলাম, বড় গরুর চেয়ে ছোট গরুর দাম বেশি। যেমন তেমন গরু হলেই এক লাখ টাকার বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা। একটু চোখে লাগা গরু হলে দেড় লাখ টাকা দাম চাচ্ছে। এতো দাম চাচ্ছে যাতে দাম বলতে হিমশিম খেতে হচ্ছে।
আরিফুল ইসলাম নামে অপর এক ক্রেতা বলেন, আমরা পাঁচজন মিলে কোরবানি দেব। আমাদের টার্গেট সাড়ে তিন থেকে চার মণের গরু কেনা। এই ধরনের গরুর দাম লাগবে ১ লাখ ১০ থেকে ২০ হাজার। কিন্তু হাটে এসে দেখেছি তার চেয়ে বেশি দাম চাওয়া হচ্ছে গরুর। হাটে সাড়ে তিন থেকে চার মণের গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
রাজশাহী
সংখ্যালঘুদের নিরাপত্তা ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পাবনায় সচেতনতামূলক সমাবেশ
সংখ্যালঘুদের নিরাপত্তা ও সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পাবনায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান ও জানান। যাতে কোন অপশক্তি আবারও দেশটাকে অস্থিতিশীল তৈরি করতে না পারে তারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল আউয়াল, বাংলা বিভাগের শিক্ষক মাহবুব, এডওয়ার্ড কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকাতুল্লাহ ফাহাদ,স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল মনিরা,রাব্বি রুহান ও এম এইচ অনিক।
এএম/
অপরাধ
এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত
সিরাগঞ্জের এনায়েতপুরে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিভিন্ন জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক।
এর মধ্যে নরসিংদীতে ৬ জন, রংপুরে ৫ জন, ফেনীতে ৫ জন, ঢাকায় ৪ জন, সিরাজগঞ্জে ৪ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ৩ জন, কিশোরগঞ্জে ৩ জন, ভোলায় ৩ জন, লক্ষ্মীপুরে ৩ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ২ জন, সিলেটে ২ জন, ঢাকার আশুলিয়ায় একজন, বরিশালে একজন, জয়পুরহাটে একজন ও কুমিল্লায় একজন মারা গেছেন।
দেশজুড়ে
রাজশাহীতে থানা ও ভূমি অফিসে হামলা-অগ্নিসংযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে রাজশাহী নগরীর মোহনপুর থানা, আওয়ামী লীগের অফিস, ভূমি অফিস ও একটি মার্কেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তেমন কোনো অপ্রিতিকর ঘটনা না থাকলেও জেলার মোহনপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। আজ রোববার রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে মোহরপুর পুরো উপজেলা নিয়ন্ত্রণ নেন। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে ওই এলাকায় চরম আতঙ্ক দেখা যায়। পরে প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর থানায় হামলা করার পর পাশেই উপজেলা ভুমি অফিসে হামলা চালায়। এসময় সহকারী কমিশনারের (ভুমি) গাড়ি ভাংচুর করা হয়। এছাড়াও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় থানার সামনের মার্কেটেও। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আই/এ
মন্তব্য করতে লগিন করুন লগিন