এশিয়া
পঞ্চায়েত নির্বাচন: তৃণমূলের বিশাল জয়
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেলো ৮ জুলাই— গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ— এই তিন স্তরে নির্বাচন হয়।
তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনে দ্বিতীয়স্থান অর্জন করেছে। তবে দলটি তৃণমূল থেকে অনেক পিছিয়ে আছে।
বুধবার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি বলছে, মমতার তৃণমূল ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২ হাজার ৫৫২টিতে এবং ২০টি জেলা পরিষদের ১২টিতে জয় পেয়েছে। এছাড়া দলটি ২৩২টি পঞ্চায়েতেও বিজয়ী হয়েছে।
অপরদিকে বিজেপি মাত্র ২১২টি গ্রাম পঞ্চায়েত ও ৭টি পঞ্চায়েত সমিতিতে জয় পেয়েছে। কিন্তু জেলা পরিষদে দলটির কোনো প্রার্থীই জয়ের দেখা পাননি।
অবশ্য কিছু আসনের ফলাফল প্রকাশ এখনো বাকি আছে।
ভোটের ফলাফলে এগিয়ে যাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তৃণমূলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এতে তিনি বলেছেন, ‘গ্রামীণ বাংলার সবজায়গায় তৃণমূল। আমি সাধারণ মানুষকে তাদের ভালোবাসা, ভক্তি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এ নির্বাচন প্রমাণ করেছে এই রাজ্যের মানুষের মনে শুধুমাত্র তৃণমূলই বাস করে।’
৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট গণনা শুরু হয় গতকাল মঙ্গলবার। এ নির্বাচনে সবমিলিয়ে ৭৪ হাজারেরও বেশি আসন রয়েছে। এরমধ্যে গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯টি, পঞ্চায়েত সমিতিতে ৯ হাজার ৭৩০টি এবং জেলা পরিষদে ৯২৮টি আসনে নির্বাচন হয়েছে।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার সর্বশেষ তথ্যে জানিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে তৃণমূল ৪২ হাজার ২৯৯টি আসনে, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টির মধ্যে ৫ হাজার ৪৩২টি আসনে এবং জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে ৫৬৩টিতে জয় পেয়েছে।
অপরদিকে বিজেপি গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ৩৭০টি আসনে, পঞ্চায়েত সমিতির ৬০১টি আসনে এবং জেলা পরিষদে মাত্র ২৪টি আসনে জয় পেয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা হয়েছে। এবার শুধুমাত্র ভোটের দিনই অন্তত ১৫ জন নিহত হন। এর আগে নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত আরও প্রায় ২০ জনের প্রাণহানি ঘটে। এরপর ভোট গণনার সময়ও সহিংসতার ঘটনাও ঘটেছে। এতে করে আজও পশ্চিমবঙ্গে ঝরেছে রক্ত।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
টিআর
এশিয়া
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিয়ুশুর মিয়াজাকি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা দেখা যায়নি। সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
প্রসঙ্গত, জাপানে ভূমিকম্পের ঘটনা একেবারে সাধারণ। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই এদেশে ঘটে থাকে।
এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যেটি ছিলো জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই সময় ভূমিকম্পের পর দেশটিতে বিশাল সুনামি আঘাত হানে।
সূত্র: রয়টার্স
জিএমএম/
এশিয়া
শেখ হাসিনা দেশ ছাড়ার পর যা বললেন পুতুল
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। দেশে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
রাজনৈতিক পটপরিবর্তনে মায়ের পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে এবার মুখ খুলেছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জানিয়েছেন তার প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
পোস্টে তিনি লিখেছেন, আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আরও হৃদয়বিদারক যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।
প্রসঙ্গত, সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন।
জিএমএম/
এশিয়া
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে: পশ্চিমবঙ্গ পুলিশ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের স্থানীয় গণমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এ ব্যাপারে রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী। দর্শকদের অনুরোধ, এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে, চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।
সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে ভারত চলে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে হিন্দুদের বাড়িঘরে হামলার মিথ্যা তথ্য ছড়ানো শুরু করে।
এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে বলে খবর বের হয়। পরে জানা যায়, মাশরাফির বাড়িতে হামলার ভিডিও ব্যবহার করে সেটি লিটন দাসের বাড়ি বলে গুজব ছড়ানো হয়েছে।
জিএমএম/
মন্তব্য করতে লগিন করুন লগিন