রাজশাহী
সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম
রাজশাহীতে কাঁচা মরিচের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা কমে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। একই সঙ্গে সপ্তাহজুড়ে অপরিবর্তিত আছে সবজি, মাছ ও মাংসের দাম।
ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে। সাধারণত বর্ষার কারণে মরিচের গাছ নষ্ট হয়েছে তাই উৎপাদন কমেছে। তবে সরবরাহ বাড়ায় কমেছে দাম।
সাহেববাজারের খুচরা বিক্রেতারা বলেন, কাঁচা মরিচের দাম কমেছে। বাজারে মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। সে হিসেবে গেলো সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ টাকা কমেছে দাম। বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। যদিও গত সপ্তায় ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে।
বাজারে আদা ৩২০ টাকা, রসুন দেশি ২৫০ টাকা, ভারতীয় রসুন ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু প্রতিকেজি ৪০ টাকা, দেশি আলু ৫০ টাকা, পটল ৩০ টাকা, লাউ প্রতিটির দাম ৩০-৩৫ টাকা, কচু ৬০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, করলা ৪০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, সজনে ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা মোহাম্মদ সিদ্দিক নামে এক ব্যক্তি বলেন, শুক্রবার অন্যদিনের তুলনায় সাধারণত সবজির দাম বেশি থাকে। কারণ ব্যবসায়ীরা জানেন এদিন মানুষ পুরো সপ্তাহের বাজার করবেন। তাই এদিন তুলনামূলক বেশি দামে সবজি বিক্রি করেন। গত সপ্তাহে আলোচনায় ছিল কাঁচা মরিচ। আমদানি বাড়ায় কমেছে দাম।
সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত আছে মাছের দাম। বাজারে বড় ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৬০০ টাকা, বাগদা চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ১০০০ টাকা, পাবদা ৫৫০ টাকা, টেংরা ৬০০ টাকা, শিং ৬০০ টাকা, বোয়াল ৬৫০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, চাষের কৈ ৫৫০ টাকা, দেশি কৈ ৬০০ টাকা, বড় তেলাপিয়া ২৫০ টাকা, ছোট তেলাপিয়া ১৫০ টাকা, রুই মাছ ৩৩০-৩৬০ টাকা, কাতল ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি, সোনালি ২৫০ টাকা, দেশি ৪৫০ টাকা কেজি। গরুর মাংস প্রতিকেজি ৭২০ টাকা ও খাসি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে দাম বেড়েছে ডিমের। ফার্মের মুরগির প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়, সাদা ডিম ৪৪ টাকা, দেশি মুরগি ৬০ টাকা ও হাঁস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজশাহী জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, রাজশাহীতে গেলো সপ্তাহের তুলনায় মরিচ ও পেঁয়াজের দাম কমেছে। বাজারের সরবরাহ পাড়ায় মূলত দাম কমেছে। আমরা বাজার মনিটরিং করছি। আশা করছি সামনের সপ্তাহে দাম আরও কমবে।
রাজশাহী
সংখ্যালঘুদের নিরাপত্তা ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পাবনায় সচেতনতামূলক সমাবেশ
সংখ্যালঘুদের নিরাপত্তা ও সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পাবনায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান ও জানান। যাতে কোন অপশক্তি আবারও দেশটাকে অস্থিতিশীল তৈরি করতে না পারে তারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল আউয়াল, বাংলা বিভাগের শিক্ষক মাহবুব, এডওয়ার্ড কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকাতুল্লাহ ফাহাদ,স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল মনিরা,রাব্বি রুহান ও এম এইচ অনিক।
এএম/
অপরাধ
এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত
সিরাগঞ্জের এনায়েতপুরে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিভিন্ন জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক।
এর মধ্যে নরসিংদীতে ৬ জন, রংপুরে ৫ জন, ফেনীতে ৫ জন, ঢাকায় ৪ জন, সিরাজগঞ্জে ৪ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ৩ জন, কিশোরগঞ্জে ৩ জন, ভোলায় ৩ জন, লক্ষ্মীপুরে ৩ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ২ জন, সিলেটে ২ জন, ঢাকার আশুলিয়ায় একজন, বরিশালে একজন, জয়পুরহাটে একজন ও কুমিল্লায় একজন মারা গেছেন।
দেশজুড়ে
রাজশাহীতে থানা ও ভূমি অফিসে হামলা-অগ্নিসংযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে রাজশাহী নগরীর মোহনপুর থানা, আওয়ামী লীগের অফিস, ভূমি অফিস ও একটি মার্কেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তেমন কোনো অপ্রিতিকর ঘটনা না থাকলেও জেলার মোহনপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। আজ রোববার রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে মোহরপুর পুরো উপজেলা নিয়ন্ত্রণ নেন। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে ওই এলাকায় চরম আতঙ্ক দেখা যায়। পরে প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর থানায় হামলা করার পর পাশেই উপজেলা ভুমি অফিসে হামলা চালায়। এসময় সহকারী কমিশনারের (ভুমি) গাড়ি ভাংচুর করা হয়। এছাড়াও ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় থানার সামনের মার্কেটেও। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আই/এ
মন্তব্য করতে লগিন করুন লগিন