ক্রিকেট
বিপিএলে ছন্দে ফিরলেন তামিম, সাকিবের ৪০০ উইকেট শিকারের রেকর্ড
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হয়েছে গত ২১ জানুয়ারি (শুক্রবার)। আজ বুধবার (২৬ জানুয়ারি) এবং আগামীকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুইদিনের বিরতিতে টুর্নামেন্ট। কারণ ঢাকার পর্ব শেষে আগামী পাঁচদিন চট্টগ্রামবাসীরা মাতবেন চার-ছয়ের ধুন্দুমারে। ২৮ জানুয়ারি (শুক্রবার) থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর নগরীতে হবে টুর্নামেন্টের আরো আটটি ম্যাচ।
ঢাকার পর্বে অনুষ্ঠেয় আট ম্যাচ শেষে, দলীয় সর্বোচ্চ ১৯০ রান করেছে তারুণ্য নির্ভর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিনপাণ্ডবের মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে তাদের এই সংগ্রহ। যদিও তার আগে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৩ রান করেছিলো ঢাকা। প্রতিপক্ষ ছিলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। কিন্তু সেই ম্যাচ জিততে পারেনি মাহমুদউল্লাহ’র দল। দলীয় সর্বনিম্ন রানটা অবশ্য করেছে ফরচুন বরিশাল। তথ্যটি অবাক করার মতো হলেও এটাই সত্যি। টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের নিয়েও ২৫ জানুয়ারি মঙ্গলবারের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে ৯৫ রানে গুটিয়ে যায় সাকিবের বরিশাল। যেখানে আছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইলের মতো তারকা ব্যাটার।
যদিও সিলেট সানরাইজার্স এবং কুমিল্লা ভিক্টোলিয়ান্সের মধ্যকার খেলাটি ছিলো এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে লো-স্কোরিং ম্যাচ। ২২ জানুয়ারি (শনিবার) আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান করে সিলেট। জবাবে নাটকীয়তা ভরা ম্যাচটি মাত্র ২ উইকেটে জেতে কুমিল্লা। অর্থ্যাৎ ৯৭ রান তুলতেই তাদের হারাতে হয় ৮ উইকেট। এবারের আসরটিকে যেন টি-টোয়েন্টিতে নিজের ফেরার মঞ্চ বানিয়ে নিয়েছেন তামিম ইকবাল। যে ফরম্যাটে নির্বাচকদের মতে বাতিল হিসেবে ধরা হচ্ছিলো তাকে, সেই ফরম্যাটে হাঁকালেন টানা দ্বিতীয় অর্ধশতক। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪২ বলে দুর্দান্ত এক অর্ধশতক হাঁকান তামিম। সেই সঙ্গে ছাড়িয়ে গেছেন বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে।
দুর্দান্ত এই ইনিংসে ছিলো দুটি ছক্কা ও ছয়টি চার। রেশ কাটতে না কাটতেই ২২ জানুয়ারি রোববার, আবারো হাফসেঞ্চুরি করেন এই দেশসেরা ওপেনার। ৪৫ বলে ৫২ রানের ঝলমলে ইনিংসে চার ছিলো ছয়টি আর ছয় ছিলো দু’বার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই প্রতিযোগিতায় তামিমের রান প্রায় আড়াই হাজারের কাছাকাছি। আর মুশফিকের ঝুলিতে ২ হাজার ৩০০ রান।
একের পর এক রেকর্ডের পাতা যোগ হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খাতায়। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান এবং ৪০০ উইকেট শিকারের দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি।
গেলো সোমবার (২৪ জানুয়ারি), ঢাকার অধিনায়ক রিয়াদকে ৪৭ রানে আউট করে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেট নেন সাকিব। ৩৫৩ ম্যাচে ৫ হাজার ৬১০ রান ও ৪০০ উইকেট আছে এই তারকা অলরাউন্ডারের। পাঁচ হাজার রান ও ৪০০ উইকেট শিকারের তালিকায় এতোদিন ব্রাভোই একা ছিলেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি দশ বোলারের মধ্যে মাত্র দুইজন বিদেশি। তাও একদেশের-ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো এবং আলজারি জোসেফ। সাত উইকেট নিয়ে সবার শীর্ষে সিলেট সানরাইজার্সের নাজমুল ইসলাম অপু। সমান ছয়টি নিয়ে দ্বিতীয়স্থানে মিরাজ এবং আর তৃতীয় শরিফুল।দুইজনেই খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। নাহিদুল-জোসেফ-রাব্বি এবং ব্রাভো প্রত্যেকেরই শিকার পাঁচটি করে উইকেট। ভিক্টোরিয়ান্সের শহিদুল এবং সানরাইজার্সের তাসকিন আর সোহাগ গাজী নেন চারটি করে উইকেট।
সর্বোচ্চ রানের জয়ের ব্যবধানে উপরে আছেন কুমিল্লা। ২৫ জানুয়ারি মঙ্গলবারের ম্যাচে বরিশাল ফরচুনকে ৬৩ রানে হারিয়েছে তারা। দ্বিতীয় দল হিসেবে চ্যালেঞ্জার্স ৩০ রানে হারায় ঢাকাকে। খুলনাই টাইগার্সের বিপক্ষেও তারা ২৫ রানে জিতেছে। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানের ভিক্টিরি।
তবে সবকিছুকে ছাপিয়ে বিপিএলের আকর্ষনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে পুষ্পা নাচ। ভারতের তেলেগু সিনেমা 'পুষ্পা' যেন গ্রাস মিরপুরেও।তেলেগু সিনেমা পুষ্পা’তে অভিনীত আল্লু অর্জুনের নাচের ভঙ্গি কিংবা তার একশনের দৃশ্যগুলোকে,নকল করে উদযাপন করেছে নাজমুল ইসলাম অপু, সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো।উইকেট প্রাপ্তির পর উদযাপনে মাতছেন পুষ্পা’র ঢঙে।
হাসিব মোহাম্মদ
ক্রিকেট
ক্রিকেট বোর্ডে পরিবর্তন প্রসঙ্গে যা বললেন বিজয়
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সফর আছে একই সময়ে। বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমের সাথে কথা বলেছেন এনামুল হক বিজয়।
বিজয় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা অস্থির। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন স্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে, কিছু জায়গায় পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে।
বিসিবির বিভিন্ন জায়গায় পরিবর্তনের দাবিও তোলা হয়েছে। এমনকি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস ও রুবেল হোসেনও এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন। দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে এনামুল হক বলেন, ‘এটা তো হতেই থাকবে। এটা আপনিও কখনো বলতে পারবেন না যে আপনার সঙ্গে হয়নি। এটা হতেই থাকে। তারপরও এটা সামনে যত কম হয় সেই আশা আমরা করবো।’
বোর্ডের বিভিন্ন স্তরে পরিবর্তনের কথা অনেকেই উচ্চারণ করেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পরপর। এই পরিবর্তন প্রসঙ্গে এনামুল হক বলেন,
‘আমার কাছে মনে হয় এটার (ক্রিকেট বোর্ড) বড় আলোচনা জরুরী। দুজন একজনের কথায় আসলে এটা হবে না। ব্যক্তিগতভাবে বললে, আমি চাই বড় গ্রুপ যারা আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি তারা একত্রে বসে আলোচনা করে এটা করা। যারা ক্রিকেট খেলেছি, কেউ খেলেছে বা সামনে কেউ খেলবে। বড় ধরনের আলোচনা দরকার। যার যেটা প্রয়োজন সেটা তারা বলবে। যেখানে যে আছে।’
এম এইচ//
ক্রিকেট
পাকিস্তানের টেস্ট দলে এইচপি কোচ হলেন টিম নিলসন
টিম নিলসনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন হাই পারফরম্যান্স (এইচপি) কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই নিয়োগ দিয়েছে পাকিস্তান বোর্ড।
পাকিস্তানের লাল বলের ক্রিকেটে দায়িত্বে আছেন জেসন গিলেস্পি। যার কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন টিম নিলসন। ইতোমধ্যে এই দুই কোচ পাকিস্তান শাহীন’স এ দলের ট্রেনিং ক্যাম্প পর্যবেক্ষণ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগস্টের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্প। রাওয়ালপিন্ডিতে দুই দল প্রথম ম্যাচটি খেলবে আগস্টের ২১ থেকে ২৫ তারিখ। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুই দল খেলবে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত।
সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটে গিলেস্পির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে নিলসনের। সবমিলিয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী।
সম্প্রতি পিসিবি বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যেও দল ঘোষণা করেছে পাকিস্তান শাহীন’স।
এম এইচ//
ক্রিকেট
দুই মাসের ছুটি চান অলরাউন্ডার সাইফউদ্দিন
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে সকল ধরনের ক্রিকেট থেকে ২ মাসের ছুটি চেয়েছেন তিনি।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ, পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন সাইফউদ্দিন। এই মাসের শুরুতে একজন নির্বাচক ইমেইল করেন এই অলরাউন্ডার। এরপর জানিয়ে দেন, তিনি ক্রিকেট থেকে আপাতত বিরতি নিতে চান এবং তা দুই মাসের জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
জুনে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যুক্ত হতে না পারা এবং গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে কানাডায় যেতে না পারা- সাইফউদ্দিনের জন্য বেশ হতাশার ছিল। এসব কারণেই তিনি আগামী ২ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চান। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত মে মাসে, বাংলাদেশের হয়ে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন সাইফউদ্দিন।
এম এইচ//