পর্যটন
প্রতি রাতেই সম্মান বিক্রি করি: আলিয়া
আলিয়ার ভক্তদের মন্ত্যবের জোয়ার বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। কারন যৌনপল্লীর রানী যে তাদের প্রিয় আলিয়া ভাট! তবে বাস্তবে নয়, আলিয়া এবার যৌনপল্লীর রানী হয়েছেন বহুল আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে। অবশেষে গেল শুক্রবার (৪ জানুয়ারি) মুক্তি পেলো এ ছবির ট্রেইলার। ট্রেইলারটি মুক্তির পর থেকে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। মন্ত্যবগুলো থেকেই বোঝা যাচ্ছে আলিয়া ভক্তরা কতটা অপেক্ষায় রয়েছেন ছবিটির জন্য।
ভারতের একটি স্থান কামাঠিপুরা। যেখানে নারীর শরীর বেচা-কেনা হয়,সোজা কথায় যৌনপল্লী। সেই পল্লীর রানী হলেন গাঙ্গুবাই। জীবনের নির্মম পরিহাসে যৌনপল্লীতে আসা এবং ধীরে ধীরে সেখানকার সর্দারনি হয়ে যাওয়া। এখানেই শেষ নয়, যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনন্য এক নেত্রী হয়ে ওঠেন গাঙ্গুবাই।
ভারতজুড়ে হইচই ফেলে দেওয়া সেই গাঙ্গুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমার নাম ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ট্রেইলার প্রকাশের পর এক বাক্যে সবাই বলেছেন, তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট!
অসাধারণ সব সংলাপ, দৃশ্যায়ন আর আলিয়ার অভিনয় নৈপুণ্যের প্রশংসায় মেতে দর্শক থেকে শুরু করে সিনেমা সমালোচক সবাই। ট্রেলারের একটি দৃশ্যে আলিয়াকে বলতে শোনা যায়, ‘আপনাদের চেয়ে বেশি সম্মান আছে আমার কাছে। জানতে চান কীভাবে? আপনার সম্মান একবার গেলো তো গেলোই। আমি তো প্রতি রাতে সম্মান বিক্রি করি, শেষই হয় না!’
ট্রেলারে থেকে জানা গেছে, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আরও এক অসাধারণ সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমা নিয়ে আলিয়া ভাট এবং অজয় দেবগনের উপর অনেক প্রত্যাশা ছিলো পরিচালকের। ট্রেলার দেখেই অনুমান করা যাচ্ছে পরিচালক ও ভক্তদের হতাশ করবেন না তাঁরা। মুম্বাইয়ের ডন করিম লালার চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্র রাজিয়া বাইয়ের ভূমিকায় আছেন বিজয় রাজ।
সাংবাদিক এস হুসাইন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সেই সূত্রে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষকের সঙ্গে গঙ্গা হরজীবনদাস কাথিয়াওয়াড়ি গুজরাট থেকে মুম্বাইয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু প্রেমে ধোঁকা খেতে হয় তাঁকে। বিয়ের পর প্রেমিক স্বামী বিক্রি করে দেয় গঙ্গাকে। এরপর সে হয়ে ওঠে কামাঠিপুরার যৌনকর্মী। গঙ্গা হরজীবনদাস কাথিয়াওয়াড়ির জীবনের গল্পই উঠে এসেছে সিনেমার পর্দায়।
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৭২তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে প্রিমিয়ার হবে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার। এরপর আগামী ২৫ ফেব্রুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালির ১০তম সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।
অনন্যা চৈতী
পর্যটন
ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু ১৫ জুলাই
বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। আসছে ১৫ জুলাই থেকে ঢাকা-বেইজিং রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ এয়ারলাইন্স হিসেবে পরিচিত চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
সংস্থাটি জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের তাশিং আন্তর্জাতিক বিমানবন্দর রুটে সরাসরি ফ্লাইট চলবে।খবর বাসস’র।
প্রাথমিকভাবে প্রতি সপ্তাহের সোমবার ও শনিবার ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট। অত্যাধুনিক এয়ারবাস নিয়ে পরিচালিত নতুন রুটটি বেইজিং এবং ঢাকার মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য ভ্রমণ বিকল্প ও সুবিধা প্রদান করবে। এয়ারক্রাফ্টটিতে ১২টি বিজনেস ক্লাস, ১৮৭টি ইকোনমি ক্লাসসহ মোট ১৯৯টি আসনের ব্যবস্থা রয়েছে।
সোমবার(১ জুলাাই) রাতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান পদ্মা সেতু নির্মাণে চীনের সহযোগিতার কথা স্মরণ করে বলেন, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সকলেই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রধানমন্ত্রীর ‘নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ’ করার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছিল চীন। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতে বাংলাদেশে আরও চীনা বিনিয়োগ আসবে।
তিনি বলেন, “চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। চীনে প্রচুর পর্যটক রয়েছে। আমরা ভবিষ্যতে কক্সবাজার এবং কুনমিং বিমানবন্দরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পর্যালোচনা করছি।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এই রুটটি বৃহত্তর সহযোগিতা, জনগণের মধ্যে সংযোগ এবং উভয় পক্ষের জন্য সমান লাভ বয়ে আনবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ আরও প্রসারিত করবে। ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চীন ও বাংলাদেশের জনগণকে ভ্রমণ ও সুযোগ গ্রহণে উৎসাহিত করবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংক, এসসিবি ও নেতৃস্থানীয় ট্রাভেল এজেন্সির প্রতিনিধিসহ অতিথি উপস্থিত ছিলেন।
এমআর//
পর্যটন
যে কারণে কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং
সম্প্রতি কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে দড়ি ছিড়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে গিয়ে শারিরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক পর্যটক। ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু হলে গেলো ১০ জুন থেকে সৈকতে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
গেলো শুক্রবার (২৪ মে) কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর বীচ এলাকায় ফ্লাই এয়ার সী স্পোর্টস প্যারাসেইলিংয়ের দড়ি ছিড়ে আফসান জ্যাবিন অদিতি নামে এক পর্যটক আহত হন বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার জেলার উপসহকারী পরিচালক অতীশ চাকমাকে।
এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ভুক্তভোগী ঘটনার পরে কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৯ মে মামলা দায়ের করেন । ওই মামলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার জেলার উপসহকারী পরিচালককে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়।
এরই প্রেক্ষিতে গেলো ২৬ জুন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদি ও বিবাদীর স্বাক্ষ্যগ্রহণ করেন তিনি।
আই/এ
আন্তর্জাতিক
‘শেনজেন’ স্টাইলে ভিসা দেবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ
এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতো ‘শেনজেন স্টাইলে’ পর্যটকদের ভিসা দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা বিষয়ক কাউন্সিল জিসিসি। তেল নির্ভরতা থেকে বেরিয়ে পর্যটন, শিল্প ও বাণিজ্য খাতকে শক্তিশালী করতে পশ্চিমা দেশগুলোর মতো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। জিসিসি সদস্যভূক্ত দেশগুলো হলো-সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত।
বুধবার (০৮ মে) ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, শেনজেন স্টাইলের এই ভিসা নিয়ে একজন জিসিসি সদস্যভূক্ত দেশগুলো ছাড়া অন্য দেশের পর্যটক এক মাসে জিসিসিভুক্ত ছয়টি দেশ সফর করতে পারবেন।
গত সোমবার সংযুক্ত আরব আমিরাতে এরাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এমন তথ্য জানান দেশটির অর্থমন্ত্রী আবদুল্লা বিন তুক আল মারি। নতুন প্রস্তাবিত এ ভিসার নাম হবে- ‘জিসিসি গ্রান্ড ট্যুরস’।
ওই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্য ভ্রমণকে যৌক্তিকভাবে সহজ করতে এবং পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
‘শেনজেন স্টাইলের ‘ মতো ভিসা চালুর ব্যাপারে জিসিসির সদস্য রাষ্ট্রগুলো সবুজ সংকেত দিয়েছে উল্লেখ করে আবদুল্লা বিন তুক আল মারি বলেন, ‘এই ভিসা নিয়ে একজন পর্যটক ৬টি দেশই সফর করতে পারবেন।’একজন পর্যটক জিসিসির এ ভিসা নিয়ে উপসাগরীয় অঞ্চলে কমপক্ষে ৩০ দিন অবস্থান করতে পারবেন।’ মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা খুব শিগগিরই এ ভিসা চালুর আশা করছেন বলেও তিনি জানান।
এমআর//