ফুটবল
ব্যালন ডি’অরের তালিকায় কে আছে, কে নেই
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বিবেচনায় মর্যাদাকর ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় এই মুহূর্তে বিশ্বের শীর্ষ সারির প্রায় সকল খেলোয়াড় স্বাভাবিক ভাবেই জায়গা করে নিলেও ক্রিস্টিয়ানো রোনালদো বাদ পড়া সকলের চোখে পড়েছে। ব্যালন ডি’অরের গেলো ২০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মত মনোনীতদের তালিকা থেকে বাদ পড়লেন এই পর্তুগীজ সুপারস্টার।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেলম মেসি, ম্যানচেস্টার সিটির উদীয়মাস তারকা আর্লিং হালান্ড ছাড়াও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ গত মৌসুমে মাঠ মাতানো মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন, মার্টিন ওডেগার্ডসহ আরো অনেকেই এই তালিকায় থাকলেও জায়গা হয়নি রোনালদোর।
এ বছরের ব্যালন ডি’অরের তালিকায় ফেবারিট হিসেবে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও আর্লিং হালান্ড। নারী বিভাগে বিশ্বকাপ জয়ী এইতানা বোনমাতি তালিকায় অন্যতম ফেবারিট হিসেবে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। গেলো বছর কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে নেতৃত্ব দানকারী মেসি রেকর্ড অষ্টমবারের মত ব্যালন ডি’ অর জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। বর্তমান বিজয়ী করিম বেনজেমার স্থানে মেসিকে দেখার সম্ভাবনাই বেশি।
যদিও চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপসহ ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী এবং ৫৩ ম্যাচে ৫২ গোল করে মেসির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে হালান্ডও শেষ মুহূর্তে মর্যাদারকর এই পুরুষ্কারের অন্যতম দাবীদার হয়ে উঠতে পারেন।
গত সপ্তাহে নরওয়েজিয়ান এই তরুণ গত মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
পিএসজির কিলিয়ান এমবাপ্পে ও হালান্ডের সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনা ৩০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন। আগামী ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম ঘোষনা করা হবে।
রিয়াল মাদ্রিদের হয়ে জুনে ১৪ বছরের মেয়াদ শেষ করা বেনজেমা সৌদি ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন। বেনজেমাও রয়েছেন ৩০ জনের তালিকায়।
উয়েফা নারী বর্ষসেরা বিজয়ী বোনমাতি গত মাসে সিডনিতে স্পেনকে প্রথমবারের মত বিশ^কাপ শিরোপা উপহার দেবার পর ব্যালন ডি’অর জয়ে ফেবারিট হয়ে উঠেছেন। বার্সেলোনায় হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়েও তার অনবদ্য ভূমিকা ছিল। গত দুই বছরের বিজয়ী স্প্যানিশ আরেক তারকা এ্যালেক্সিয়া পুতেলাসকে টপকে এবারের ব্যালন ডি’অর জয়ে অবশ্য বোনমাতি বেশ খানিটকটা এগিয়ে রয়েছেন। এবারের তালিকায় জায়গা হয়নি পুতেলাসের। ২০২২ সালের জুলাইয়ে হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরির কারনে বার্সেলোনার হয়ে গত মৌসুমে খুব একটা খেলা হয়নি পুতেলাসের। প্রায় নয় মাস তিনি মাঠের বাইরে ছিলেন।
৩০ জনের তালিকায় স্পেনের বিশ্বকাপ জয়ী দলের চার সদস্য রয়েছে। বোনমাতি ছাড়া অন্যরা হলেন ওলগা কারমোনা, সালমা প্যারালুয়েলো ও আলবা রেডোনডো। তাদের স্প্যানিশ সতীর্থ প্যাট্রিসিয়া গুইজারো ও মাপি লিওনো এই তালিকায় রয়েছেন। এই দুজনেই বার্সেলোনার খেলোয়াড়। গত বছর ১৫ জনের একটি গ্রুপ স্প্যানিশ ফেডারেশন ও কোচ জর্জ ভিলডার অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। যে দলে প্যাট্রিসিয়া ও মাপিও ছিলেন। এ কারনে তাদের বিশ^কাপে যাওয়া হয়নি।
এই তালিকায় উল্লেখযোগ্য অপর দুই খেলোয়াড় জলেন চেলসির অস্ট্রেলিয়ান স্ট্রাইকার স্যাম কার ও ইংল্যান্ডের গোলরক্ষক ম্যারি এরাপস।
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//