তথ্য-প্রযুক্তি
প্রথম দিনেই বিক্রয়ের রেকর্ড অপো এ৭৮
বৈশ্বিক স্মার্টফোন প্রযুক্তিতে নেতৃত্বদানকারী কোম্পানি অপো ব্র্যান্ডটির ‘অপো এ৭৮’ ডিভাইসের অসাধারণ সাফল্য ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত, যেটি বাজারে আসার প্রথম দিনেই বিক্রির পরিমাণ বিস্ময়করভাবে ২১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই অভূতপূর্ব অর্জন বিশ্বব্যাপী গ্রাহকদের আরো উদ্ভাবনী ও উচ্চ-মানের স্মার্টফোন সরবরাহের প্রতি অপো’র প্রতিশ্রুতিকে জোরদার করে। বাজারে আসার পর থেকেই গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে অপো এ৭৮। এর দুর্দান্ত বৈশিষ্ট্য, অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় দাম এটিকে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে তুমুল জনপ্রিয় করে তুলেছে। ফলে স্মার্টফোনটির বিক্রয় বৃদ্ধি পেয়েছে এবং অপো তার অনুগত গ্রাহকদের সঙ্গে এই অবিশ্বাস্য সাফল্য উদযাপন করতে আগ্রহী।
স্মার্টফোন শিল্পে এ৭৮ গেম চেঞ্জার হিসেবে নিজেবে প্রমাণ করেছে, যেটির প্রমাণ হচ্ছে প্রথম দিনেই স্মার্টফোনটির অসাধারণ বিক্রয়ের পরিমাণ। এই ব্যতিক্রমী ডিভাইসটির চাহিদা প্রত্যাশা ছাড়িয়ে গেছে, আগের ‘এ সিরিজ’- এর তুলনায় বর্তমান সিরিজটির বিক্রি বেড়েছে ২১৫%। স্মার্টফোন শিল্পে অপোকে অনুসরণীয় হিসেবে দাঁড় করাতে এবং ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের অটুট আস্থা প্রদর্শন করতে এই অর্জন দৃঢ় ভূমিকা পালন করবে।
স্মার্টফোন বাজারে ভিড়ে এর মধ্যে আকর্ষণীয় বৈশিষ্ট্যই অপো এ৭৮ কে আলাদা করে তুলেছে। ৫০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারির সঙ্গে একটি শক্তিশালী ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, ৮ জিবির সঙ্গে আরো এক্সপ্যান্ডেবল ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম, এবং একটি ৬.৪-ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে গ্রাহককে দেয় বিরামহীনভাবে ফোনে ডুবে থাকার অভিজ্ঞতা। এর আরেকটি বিশেষত্ব হলো এর ডায়মন্ড ম্যাট্রিক্স ডিজাইন, যার মাধ্যমে ব্যবহারকারীরা ‘ড্রিমি’ ‘রিপলিং’ ও ‘ডায়মন্ড টেক্সচার’ এর অনুভূতি পেয়ে থাকেন ও এতে এমন একটি আলোকচ্ছ্বটা ফুটে ওঠে, যা স্বচ্ছ জলের মধ্য দিয়ে দেখা সূর্যালোককে স্মরণ করিয়ে দেয়। এছাড়া, এর নতুন আপগ্রেড করা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম গ্রাহকের পছন্দের ফিচারের সঙ্গে আপোষহীনভাবে ফ্রেম ডিজাইনটিকে আরও স্নিগ্ধ করে তোলে।
অপো এ৭৮-এর অভূতপূর্ব সাফল্য উদযাপন করতে এবং এর মূল্যবান গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, অপো দেশব্যাপী ‘স্পোশাল ফার্স্ট-সেল’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সময়ের মধ্যে যারা অপো এ৭৮ কিনবেন তারা তাৎক্ষণিকভাবে লটারিতে অংশগ্রহণ ও পুরষ্কার জেতার সুযোগ পাবেন যাতে রয়েছে- একটি নতুন সুজুকি গিজার মোটরবাইক (প্রথম পুরস্কার), এনকো ডব্লিউইলেভেন ইয়ারবাডস, এফটুয়েন্টিওয়ান প্রো ৫জি গিফট বক্স, লং স্ট্রিপ ব্লুটুথ স্পিকার, তারযুক্ত হেডফোন এবং আরও অনেক কিছু। যারা সব সময় অপো’র পাশে থেকে সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ হলো এই উদযাপন আয়োজন।
হাজারো অপো-ভক্তদের সঙ্গে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত হয় অপো এ৭৮-এর ফার্স্ট-সেল সেলিব্রেশন। বিশিষ্ট সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের উপস্থিতিতে অনুষ্ঠানে দর্শকদের আগে থেকে অর্ডার করা ডিভাইস, আকর্ষণীয় অফার, মন্ত্রমুগ্ধকর লাইভ মিউজিক, লটারি, চমকপ্রদ পুরস্কার প্রদান এবং চমকপ্রদ খেলাধুলার মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের লাইভ মিউজিক শো দর্শকদের মোহিত করে। মুমতাহিনা চৌধুরী টয়া, সামন্তি সৌমি, সামিয়া অথৈ এর মতো সেলিব্রিটি এবং শিহাব হাসান নিয়ন এবং নোমানের মতো কন্টেন্ট ক্রিয়েটররাও একটি তারকা-বহুল আবহ তৈরি করে আয়োজনটিকে অর্থবহ করে তোলেন।
এ৭৮ ফোনটি পাওয়া যাবে দুটি মুগ্ধকর রঙে- অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক। এর বাজারমূল্য ধরা হয়েছে ২৭,৯৯০ টাকা।
জাতীয়
শুক্র ও শনিবার ইন্টারনেট ফ্রি করে দিলো গ্রামীণফোন
বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক অন্যতম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এবার রিচার্জ কিংবা প্যাকেজ কেনা ছাড়াই ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে কোম্পানিটি।
শুক্রবার (৯ আগস্ট) গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGrameenphone%2Fposts%2Fpfbid02uyp6SmgzkTtERBvh73dhLiU6quBf3nrfukCRDGFyYJsnBZyKDf8h62mPBNDRs9Y6l&show_text=true&width=500″ width=”500″ height=”654″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
উল্লেখ্য, গ্রামীণফোন ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে। বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।
জেডএস/
তথ্য-প্রযুক্তি
ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও ওয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুক পলিসির বিরুদ্ধে গিয়ে পেজ দুটি পরিচালনা করায় এগুলো বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ আগস্ট) মধ্যরাত ও সকালে পর্যায়ক্রমে সাদ্দাম এবং ইনানের পেজ দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা যায়, সাইবার ৭১ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। বিষয়টি নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে সাইবার ৭১।
অন্যদিকে ‘Murshiddarbar Community’ নামক ফেসবুক থেকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We’ve removed the account you reported from Facebook.”
প্রসঙ্গগত, এ বিষয়ে এখনও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কোন বক্তব্য দেয়নি।
আই/এ
তথ্য-প্রযুক্তি
এবার মোবাইল ডাটায় অচল ফেসবুক-টেলিগ্রাম
মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চালানো যাচ্ছে না।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশে সমস্যার মুখে পড়ছেন তারা।
মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা রয়েছে।
বিস্তারিত আসছে….