Connect with us

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনপ্রেমীদের জন্য বেস্ট বাজেটে ‘অপো এ৩৮’

Avatar of author

Published

on

বাংলাদেশের স্মার্টফোনের বাজারে ‘এ’-সিরিজের নতুন ‘অপো এ৩৮’ এনেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’। ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সক্ষমতা, একটি অসাধারণ ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লে, একটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং একটি ‘ডায়নামিক অপো গ্লো ডিজাইন’। পর্যাপ্ত মেমরি ও স্টোরেজসহ অপো এ৩৮- এ রয়েছে একটি ৫০০০এমএএইচ শক্তিশালী ব্যাটারি।
এছাড়াও, ডিভাইসটিতে একটি আল্ট্রা ভলিউম মোড রয়েছে, যা প্রতিদিনের ব্যবহার এবং বিনোদনে ডুবে থাকার জন্য দেয় ব্যতিক্রমী ইউজার এক্সপেরিয়েন্স। নিরবচ্ছিন্ন পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা প্রদান করতে ‘অপো এ৩৮’ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।
৩৩ ওয়াট সুপারভুক ব্যবহার করে, ব্যবহারকারীরা এখন প্রায় ৭৫ মিনিটের মধ্যে তাদের অপো এ৩৮ এর শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ দিতে পারবেন। ব্যাটারি লাইফ ও এর সক্ষমতা নিয়ে ইউজারদের দুশ্চিন্তা দূর করবে এ ডিভাইসটি। ডিভাইসটি মাত্র ১৫ মিনিটের চার্জের মাধ্যমে ৫.০২ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা এবং এমনকি ৮.৬১ ঘণ্টা ভয়েস কল করার নিশ্চয়তা দেয়৷ পুরোপুরি চার্জ দেওয়ার পর, দৈনিক ১২ ঘন্টা কাজ করলেও ডিভাইসটির ব্যাটারি লাইফ ২০ শতাংশেরও বেশি অবশিষ্ট থাকবে। চার্জিং এর ক্ষেত্রে নিরাপত্তা ও ব্যাটারির নির্ভরযোগ্যতা বাড়াতে এক্সক্লুসিভ টেকনোলজির একটি সিরিজও চালু করেছে অপো।
এআই এর মাধ্যমে স্মার্টফোনটির ‘অল-ডে চার্জিং প্রটেকশন’ ইউজারদের ফোনে চার্জ দেওয়ার অভ্যাস জেনে বুদ্ধিমত্তার সাথে চার্জিংয়ের সময়সূচি তৈরি করা, রাতভর ডিভাইস ব্যবহারে বা বাড়তি চার্জিং এর সময় নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে। এর বাইরে, ব্যাটারি লেভেল ৫ শতাংশে নেমে গেলেও ‘অল-ডে এআই পাওয়ার সেভিং’ ফোনের ২৫ ঘণ্টা সার্বক্ষণিক স্ট্যান্ডবাই এর গ্যারান্টি দেয়।
অপো এ৩৮ এর একেবারে নতুন ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লের ‘হাই ব্রাইটনেস মোড’ এর মাধ্যমে ৭২০ নিট পর্যন্ত উজ্জ্বলতা পাওয়া সম্ভব। এটি উজ্জ্বল আলোতে অন-স্ক্রিন কন্টেন্ট পড়া বা দেখার সমস্যা কমাতে সহায়তা করে এবং সরাসরি সূর্যের আলোতেও ইউজাররা ছায়ার (শ্যাডো) প্রয়োজন ছাড়াই অনায়াসে অন-স্ক্রিন কন্টেন্ট দেখতে পারবেন।
এছাড়া, অপো এ৩৮-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৬ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট সমৃদ্ধ একটি ৬.৫৬-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা প্রাণবন্ত ও চমৎকার রঙ এবং মসৃণ ভিজ্যুয়াল সরবরাহ করে। এছাড়াও, স্ক্রিনটাইম যতই হোক না কেন, অপো এ৩৮ এর ‘অল-ডে এআই আই কমফোর্ট’ চোখের ওপর চাপ কমিয়ে কন্টেন্ট দেখাকে করে তোলে আরামদায়ক।
অপো এ৩৮- এ রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, যার মাধ্যমে ইউজাররা স্বচ্ছ, স্বাভাবিক ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। এমনকি কম আলোতেও ছবির ডিটেইল আরও ধরে রেখে পিক্সেল বিনিং এর সাপোর্ট নিয়ে, চারটি পিক্সেলের সমন্বয়ে একটি বড় পিক্সেল তৈরি করে।
ব্যাকগ্রাউন্ডে চিত্তাকর্ষক বোকেহ লাইট স্পট দিতে এবং পোর্ট্রেট মোডে সাবজেক্টকে হাইলাইট করতে অপো-এর দুটি ক্যামেরাও এর উন্নত পোর্ট্রেট অ্যালগরিদমের সঙ্গে একত্রে কাজ করে। ৫ এমপি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে, অপো এ৩৮ মনোমুগ্ধকর সেলফি এবং উন্নত ভিডিও কলের গুণগতমান নিশ্চিত করে। সামনে ও পিছনে উভয় ক্যামেরায় সূক্ষ্ম এবং ন্যাচারাল ইফেক্ট পেতে, সৌন্দর্য্যের লেভেল এডজাস্ট করার জন্য ইউজারদের ‘পোর্ট্রেট রিটাচিং’ ফিচার ব্যবহারেরও বিকল্প রয়েছে।
অপো এ৩৮- এর অসামান্য নান্দনিক ডিজাইন এবং এর প্রাণবন্ত রঙ ও সূক্ষ্ম টেক্সচারের সমন্বয় সত্যিকার অর্থেই ইউজারদের প্রতি অপোর প্রতিশ্রুতিকে রক্ষা করেছে। ‘গ্লোয়িং গোল্ড’ এবং ‘গ্লোয়িং ব্ল্যাক’- এ দুটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। উভয় মডেলেই অপো-এর এক্সক্লুসিভ ‘অপো গ্লো’ ডিজাইনের টেকনিক ব্যবহার করা হয়েছে, যা ফোনের পিছনের কভারটিকে একটি সূক্ষ্ম ঝলমলে চেহারা দেয়, এটি আঙুলের ছাপ-প্রতিরোধী এবং চকচকে ডিটেইলের ডুয়াল ম্যাট ফিনিশের অনুভূতি দেয়।
অপো ‘এ’ সিরিজের আগের মডেলগুলির মতোই একই আইকনিক ‘আল্ট্রা-স্লিম রেট্রো ডিজাইন’ রয়েছে এ ডিভাইসে। ২ডি প্রিমিয়াম ডিজাইনের কারণে এ ডিভাইসটি আরামদায়কভাবে ধরে রাখা যায় এবং মাত্র প্রায় ৮.১৬ মিলিমিটার পুরু এবং প্রায় ১৯০ গ্রাম ওজনের এ স্মার্টফোনটি দেখতে মসৃণ ও হালকা। এছাড়াও, অপো এ৩৮-এ একটি ‘সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক’ ফিচার রয়েছে, ফলে এক হাতে ধরে থাকলেও দ্রুত এবং নির্বিঘ্নভাবে ডিভাইসটিকে আনলক করা সম্ভব হয়।
অপো এ৩৮ এ রয়েছে একটি ৪ জিবি র‌্যাম+ ১২৮ জিবি রম কনফিগারেশন এবং এর র‌্যাম সম্প্রসারণ প্রযুক্তি, রমের স্পেস খালি করে ৪ জিবি পর্যন্ত র‌্যাম -এ রূপান্তর করতে সক্ষম। ফলে কাজের অনেক চাপ থাকলেও ফোনটি মসৃণভাবে চলতে পারে। অপো এ৩৮- এর ‘আল্ট্রা ভলিউম মোড’ এমন একটি সফটওয়্যার ফিচার যা স্পিকারের ভলিউমকে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে সহায়তা করে। এটি এমনকি কোলাহলপূর্ণ পরিবেশেও সহজে ফোন কল এবং ছোটখাটো ভিডিও দেখা নিশ্চিত করে।
‘গ্লোয়িং গোল্ড’ এবং ‘গ্লোয়িং ব্ল্যাক’- এ দুই রঙে ৪ জিবি র‌্যাম+ ১২৮ জিবি রমের ‘অপো এ৩৮’ বাংলাদেশে পাওয়া যাচ্ছে ১৭ অক্টোবর, ২০২৩ থেকে। অপো’র অফিসিয়াল ওয়েবসাইট বা স্টোরগুলিতে মাত্র ১৫,৯৯০ টাকায় পাওয়া যাবে এ স্মার্টফোনটি।
এএম/
Advertisement

জাতীয়

শুক্র ও শনিবার ​​​​​​​ ইন্টারনেট ফ্রি করে দিলো গ্রামীণফোন

Published

on

বাংলাদেশের  টেলিযোগাযোগ নেটওয়ার্ক অন্যতম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এবার রিচার্জ কিংবা প্যাকেজ কেনা ছাড়াই ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে কোম্পানিটি।

শুক্রবার (৯ আগস্ট)  গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGrameenphone%2Fposts%2Fpfbid02uyp6SmgzkTtERBvh73dhLiU6quBf3nrfukCRDGFyYJsnBZyKDf8h62mPBNDRs9Y6l&show_text=true&width=500″ width=”500″ height=”654″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

উল্লেখ্য, গ্রামীণফোন ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে। বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।

জেডএস/

Advertisement

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

তথ্য-প্রযুক্তি

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা

Published

on

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও ওয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুক পলিসির বিরুদ্ধে গিয়ে পেজ দুটি পরিচালনা করায় এগুলো  বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাত ও সকালে পর্যায়ক্রমে সাদ্দাম এবং ইনানের পেজ দুটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা যায়, সাইবার ৭১ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। বিষয়টি নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে সাইবার ৭১।

অন্যদিকে  ‘Murshiddarbar Community’ নামক ফেসবুক থেকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We’ve removed the account you reported from Facebook.”

Advertisement

প্রসঙ্গগত, এ বিষয়ে এখনও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কোন বক্তব্য দেয়নি।

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

তথ্য-প্রযুক্তি

এবার মোবাইল ডাটায় অচল ফেসবুক-টেলিগ্রাম

Published

on

মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চালানো যাচ্ছে না।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশে সমস্যার মুখে পড়ছেন তারা।

মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা রয়েছে।

বিস্তারিত আসছে….

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it