হলিউড
গ্র্যামি মনোনয়ন: এসজেডএ সর্বোচ্চ ৯টিতে, সুইফটের রেকর্ড
গ্র্যামি পুরস্কার বা গ্র্যামি অ্যাওয়ার্ড হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার। সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ত্বের জন্য প্রতি বছর এই পুরষ্কার দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং অ্যাকাডেমি কর্তৃক প্রবর্তিত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’কে সংগীতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।আসছে ২০২৪ সালের ৪ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে চলতি বছরের(২০২৩) গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবারের ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর)প্রকাশিত মনোনয়নে দেখা যায় পুরুষ শিল্পীদের ছাপিয়ে গেছেন নারী শিল্পীরা।
চালকের আসনে এসজেডএ: বছরের সেরা অ্যালবাম, সেরা রেকর্ড এবং সেরা গানের ক্যাটাগরিসহ মোট ৯টি মনোনয়ন নিয়ে এবার চালকের আসনে রয়েছেন সংগীতশিল্পী এসজেডএ। মনোনয়নে তার সঙ্গে তীব্র লড়াইয়ে রয়েছেন ভিক্টোরিয়া মনেট, ফোবে ব্রিজার্স-এর মতো গায়িকা। এছাড়াও সেরার দৌড়ে রয়েছেন বিশ্ব সংগীতের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট, জন ব্যাটিস্ট, মাইলি সাইরাস এবং অলিভিয়া রদ্রিগো।
‘এসওএস’ অ্যালবাম দিয়ে এবারের গ্র্যামি মনোনয়নে চমকে দিয়েছেন এসজেডএ। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার পর এই অ্যালবামটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়।শুধু তা-ই নয়,এটি মুক্তির পরেই বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে উঠে আসে।
এ বছর গ্র্যামির মনোনয়নে জয়জয়কার নারী সংগীত শিল্পীদের। যেখানে রয়েছেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফটও। গ্র্যামিতে সুইফটের মনোনয়ন পাওয়া বরাবরই প্রত্যাশিত।তবে এ বছর মনোনয়নের মাধ্যমে গ্র্যামির ইতিহাসে আরেকটি সোনালি পালক যোগ করলেন এই গায়িকা।
‘অ্যান্টি-হিরো’ গানটির মাধ্যমে বছরের সেরা গান হিসেবে মনোনয়ন পেয়েছেন সুইফট। একজন গীতিকার হিসেবে এটি তার ৭ম মনোনয়ন। স্যার পল ম্যাককার্টনি এবং লিওনেল রিচির ৬টি করে মনোনয়নকে ছাড়িয়ে গেছেন সুইফট।
পাশাপাশি বছরের সেরা অ্যালবাম এবং বছরের সেরা রেকর্ড বিভাগেও মনোনীত হয়েছেন ৩৩ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। তিনি এখন টেক্কা দিচ্ছেন এসজেডএ, রদ্রিগো ও মাইলি সাইরাসের সঙ্গে।
সুইফটের রেকর্ড: এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে রেকর্ডও গড়েছেন টেইলর সুইফট। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এই পপ তারকা ছয়টি মনোনয়ন পেয়েছেন।এবার মনোনয়নসহ ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে মোট সাতটি মনোনয়ন পেলেন সুইফট,যা গ্র্যামিতে রেকর্ড সৃষ্টি করেছে।এ ছাড়া তার আলোচিত ‘মিডনাইটস’ অ্যালবামের কারণেও মনোনয়ন পেয়েছেন।
৬টিতে আরও যারা মনোনয়ন পেলেন : অন্য এক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বিলি আইলিশও ছয়টি মনোনয়ন পেয়েছেন। এবছর ‘বার্বি’ সিনেমার অ্যালবাম ‘বার্বি: দ্য অ্যালবাম’-এর গান ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’-এর কল্যাণে তরুণদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন বিলি।
গানটি সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। এ গানটির জন্যই ‘সং অব দ্য ইয়ার’,‘রেকর্ড অব দ্য ইয়ার’সহ গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বিলি মনোনীত হয়েছেন।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছেন উদীয়মান সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগো। তার ঘরে এরই মধ্যে তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে। বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যা অতিক্রম করে আবারও গান নিয়ে মাইলি সাইরাস আলোচনায় রয়েছেন।
অলিভিয়ার মতো তারও ৬টি মনোনয়ন রয়েছে। এ বছরের মার্চ মাসে প্রকাশিত হয় মাইলির অষ্টম স্টুডিও অ্যালবাম ‘এন্ডলেস সামার ভ্যাকেশন। এ অ্যালবামের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন।
দীর্ঘদিন অ্যালবাম প্রকাশ না করেও রিয়ান্না মনোনীত হয়েছেন। এ শিল্পী ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা সিকুয়েলে গান গেয়ে এ মনোনয়ন লাভ করেছেন।
রেকর্ডিং একাডেমির প্রধান হার্ভে মেসন জুনিয়র এবং তারকা অতিথিরা একটি লাইভস্ট্রিমের মাধ্যমে ২০২৪ সালের মনোনয়নের তালিকা ঘোষণা করেন। গ্র্যামি ২০২৪-এর মুল অনুষ্ঠানটি ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এবং সিবিএস-এ সরাসরি সম্প্রচার করা হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গ্র্যামি অ্যাওয়ার্ডে মোদির গান: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান জায়গা করে নিয়েছে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কারের মঞ্চে। মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অফ মিলেট্স’ গানটি লিখেছেন তিনি। গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহ ওরফে ফালু ও তাঁর স্বামী গৌরব শাহ। গত ১৬ জুন গানটি মুক্তি পায়।এই গানটি মনোনীত হয়েছে ২০২৪ সালের গ্র্য়ামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটেগরিতে।
বেশি গ্র্যামি পুরষ্কার বেয়ন্সের দখলে: একজন নারী শিল্পী হিসেবে সবথেকে বেশি গ্র্যামি খেতাব জয়ের রেকর্ড রয়েছে পপ সুপারস্টার বেয়ন্সের ঝুলিতে। ২০২২ সালের গ্র্যামি পুরষ্কারসহ তিনি মোট ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন।
এর আগে, ১৯৯৭ সাল থেকে এই রেকর্ড হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কন্ডাক্টর স্যার জর্জ সোল্টির দখলে ছিল ছিল। তিনি মোট ৩১টি গ্র্যামি জয়ের রেকর্ড করেন।
বিনোদন
বেআইনি কাজের জন্য ক্ষমা চাইলেন বিটিএস তারকা
প্রত্যেক সামর্থ্যবান দক্ষিণ কোরীয়ান তরুণকে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রত্যেকে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করেন সামরিক বাহিনীতে। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগাও গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে। তবে প্রশিক্ষণ শেষ করলেও সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের জন্য ‘আনফিট’ হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে সমাজকল্যাণমূলক কাজে।
কিন্তু এত দিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা যেন এক দিনেই ধূলিসাৎ হয়ে গেল একটি ঘটনায়। ৬ জুন গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। রাজধানী সিওলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বাইক দুর্ঘটনায় পড়েন সুগা। এ ঘটনায় তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। জরিমানাও করা হয় তাঁকে। তবে পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সুগা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুগা লিখেছেন, ‘সেদিন রাতে মদ্যপান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।
এসআই/
বিনোদন
বাগদান সেরেছেন টেইলর সুইফট!
মাস কয়েক ধরেই ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একাধিক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের বিষয়’টি স্বীকারও করেছেন তারা। এমন কি নানা সময়ে তাদের একান্ত সময় কাটানোর মুহূর্ত ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই কবে এ জুটির বিয়ে হবে তা নিয়ে গুঞ্জনের পাশাপাশি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দুজনে। কিন্তু এবার বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর-ট্র্যাভিস।
পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, শিগগিরই বাগদান হচ্ছে টেইলর-ট্র্যাভিসের। যদিও টেইলর ভক্তরা মনে করছেন, এরইমধ্যে বাগদান সেরেছেন তারা।
এছাড়া একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন প্রধান নির্বাহীর স্ত্রী এই তারকা দম্পতির বাগদান সম্পর্কে কথা বলেছেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত একটি কনসার্টে টেইলরের পোশাক এবং আচার-আচরণে বাগদানের বিষয়টি প্রমাণিত হয়েছে। যদিও এই গুঞ্জনের বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসআই/
বিনোদন
একসঙ্গে মাতৃত্ব ও বিচ্ছেদের খবর দিলেন কার্ডি বি
লাইমলাইটের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। এবার আমেরিকান র্যাপার কার্ডি বি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
৩১ বছর বয়সি কার্ডি ইনস্টাগ্রামে তার স্ফীতোদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফীতোদরে।
সেখানে কার্ডি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’
২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। এ তারকা দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি। জানা যায়, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও তিনি চেয়েছেন।
এই দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কারণ খুঁজতে আলোচনা সমালোচনায় ব্যস্ত।
এসআই/