ইউরোপ
ক্যামেরনের কামব্যাক, ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদেও ফিরবেন?
ডেভড ক্যামেরন। এক সময় ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পর পদত্যাগের ঘোষণা দেন। সেটা ২০১৬ সালের ঘটনা। তারপর থেকে তিনজন প্রধানমন্ত্রী দেখেছেন ব্রিটেনের জনগণ। তারা হলেন- বরিস জনসন, লিজ ট্রাস ও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে দীর্ঘ ৭ বছর পর আবারো ব্রিটিশ সরকারে কামব্যাক করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিশ্ব-রাজনীতির ইতিহাসে সম্ভবত এত বড় ‘কামব্যাক’ আর দেখা যায়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ৭ বছর পর ফের যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভায় ফিরলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) ডেভিড ক্যামেরনকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারমেনকে বরখাস্ত এবং পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রিসভায় বড় ধরণের পরিবর্তন আনেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সুয়েলার বরখাস্তের কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,সুয়েলা ব্রাভারমেন সরে যাওয়ার পরই যুক্তরাজ্যের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যে ডাউনি স্ট্রিট নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জেমস ক্লেভারলির নাম ঘোষণা করে। এর আগে তিনি এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। আর তার জায়গায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান ডেভিড ক্যামেরন।
সংসদ সদস্য না হয়েও পররাষ্ট্রমন্ত্রী: ডেভিড ক্যামেরন বর্তমানে ব্রিটিশ সংসদের নির্বাচিত সদস্য নন। তাই মন্ত্রী হিসেবে তাঁকে নিয়োগ করার জন্য তাঁকে হাউস অব লর্ডসের আসন দেওয়া হয়েছে। সোমবার ঋষি সুনকের কার্যালয় থেকে জানানো হয়, ডেভিড ক্যামেরনকে ব্রিটেনের উচ্চকক্ষ, হাউস অব লর্ডসে একটি আসন দেওয়ার অনুমোদন দিয়েছেন রাজা চার্লস। এর ফলে তাঁর মন্ত্রী হিসাবে সরকারে যোগ দেওয়ার বিষয়ে কোনও বাধা নেই।
এদিকে,সুনাকের মন্ত্রিসভায় ক্যামেরনের প্রবেশের ফলে তিনি প্রধানমন্ত্র্রী হিসেবে ফের ফিরবেন কিনা তানিয়ে জল্পনা শুরু হয়েছে। ব্রিটেনের কোনও সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে ফেরাটা একেবারেই অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত। এধরণের কোনো ঘটনা ব্রিটেনের ইতিহাসে নেই।
ব্রেক্সিট গণভোটে হেরে ২০১৬ সালে পদত্যাগ করেছিলেন ডেভিড ক্যামেরন। ২০১০ থেকে তিনি ওই পদে ছিলেন। সক্রিয় রাজনীতি থেকে সরে এসে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সাত বছরের স্মৃতিকথা লিখেছেন। বিভিন্ন ব্যবসায় নিজেকে যুক্ত করেছেন। তবে, ২০২০ সাল থেকেই কনজারভেটিভ পার্টির শীর্ষস্থানীয় মন্ত্রীরা তাঁর সঙ্গে বারবার যোগাযোগ রেখে চলছিলেন। এ থেকে বিশ্লেষকদের ধারণা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আবারও প্রতিযোগিতা করার ইচ্ছা তাঁর রয়েছে।
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল
যুক্তরাজ্যে বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলে ও লন্ডনসহ আরো বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে অভিবাসীদের পক্ষে ও অতি ডানপন্থিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন । খবর ডয়চে ভেলে।
বুধবার ( ৭ আগস্ট ) সন্ধ্যায় হাজার হাজার মানুষ হাতে পোস্টার নিয়ে রাস্তায় নামেন। সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল।
মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, লন্ডনে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়া সম্ভাব্য হামলা সামলাবার জন্য এক হাজার তিনশ বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে ‘স্ট্যান্ড বাই’ হিসাবে রাখা হয়েছে।
লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অতি দক্ষিণপন্থিদের বিরুদ্ধে সোচ্চার হন মিছিলে যোগদানকারীরা। মিছিলকে ঘিরেপূর্ব লন্ডনের একটি অভিবাসন কেন্দ্রর সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এছাড়াও মানুষ সোচ্চারে বলেন, ‘অভিবাসন কোনো অপরাধ নয়’, ‘অতি ডানপন্থিদের থামানো হোক’।
প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, যে দাঙ্গা হয়েছে তা সরকারের অভিবাসন নীতির জন্য নয়, এটা অতি ডানপন্থিদের গুণ্ডামির জন্য হয়েছে।
জেডএস/
ইউরোপ
টিউলিপের পর ব্রিটিশ মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশি অধ্যুষিত বেথানাল গ্রীন বো আসন থেকে টানা পাঁচবার এমপি নির্বাচিত হওয়া রুশনারাকে।
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টাদুয়েক পরেই রোশনারা আলীর মন্ত্রীদের সংবাদ প্রকাশিত হয়।
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টাদুয়েক পরেই রোশনারা আলীর মন্ত্রীদের সংবাদ প্রকাশিত হয়।
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর জন্ম সিলেটে। তার বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
রোশনারা আলী যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। যুক্তরাজ্যে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রোশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রূপা হক, আপসানা বেগমসহ চার বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।
গেলো সপ্তাহে (৪ জুলাই) অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেবার পার্টির একজন সদস্য।
২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
জেএইচ
ইউরোপ
গিনেস বুকে বিশ্বের দীর্ঘতম বাইসাইকেলের নাম লিখালো ৮ প্রকৌশলী
এতোদিন বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড দখলে রেখেছিলো অস্ট্রেলিয়ার বার্নি রায়ান। তিনি ২০২০ সালে ১৫৫ ফুট দীর্ঘ ৮ ইঞ্চি চওড়া সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো গোটা বিশ্বকে। এবার নেদারল্যান্ডসের ৭ জন প্রকৌশলীকে সঙ্গে করে সেই রেকর্ড ভেঙে দিলেন ইভান শাল্ক। নতুন বাইসাইকেলটি ১৮০ ফুট লম্বা, ১১ ইঞ্চি চওড়া।
চাকা আবিষ্কারের অন্যতম সেরা প্রাপ্তি হল বাইসাইকেল। দূষণে জর্জর পৃথিবীতে এর চেয়ে উপকারী যান আর হয় না। তাই বলে ১৮০ ফুট লম্বা বাইসাইকেল কে দেখেছে? দুই বা খুব বেশি হলে তিন চাকার (সার্কাসের কুশীলবরা চালান) সাইকেলই সাধারণত নজরে পড়ে। কিন্তু ৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে।
শৈশব থেকেই গিনেস বুকে নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের। আদৌ কি চলে এই দু-চাকার যান?
২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভানসহ আট ইঞ্জিনিয়ার। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাঁধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্যই।
ইতোমধ্যে নেটিজেনদের মন জয় করেছে ইভানের সাইকেল। আজব ‘সৃষ্টি’ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এই বিষয়ে ইভান বলেন, ‘অন্যরা যখন আড্ডা দিয়ে সময় নষ্ট করে, আমরা তখন সৃষ্টিশীল কাজে মগ্ন থাকি।’
টিআর/