হলিউড
সম্পর্কের ইতি টানলেন গায়িকা জেনিফার লোপেজ
জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ চার বছরের সম্পর্কের ইতি টেনে অবশেষে বিচ্ছেদের পথ বেছে নিলেন।
সঙ্গী অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে ম্যাডিসন লেক্রয়ের স্ক্যান্ডাল ফাঁস হওয়ার পর জেনিফার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শোবিজ অঙ্গনের গণমাধ্যম পেজ সিক্স।
শনিবার (১৩ মার্চ) গণমাধ্যমটি জানিয়েছে, রিয়্যালিটি স্টার ম্যাডিসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসবল তারকা রদ্রিগেজের সম্পর্কের কথা জানার পর লোপেজ বাগদান শেষ করার সিদ্ধান্ত নেন। রদ্রিগেজের সঙ্গে চার বছরের সম্পর্ক জেনিফারের। ২০১৭ সাল থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ তারা। তবে দুই বছর আগে বাগদান সারেন তারা।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জেনিফার লেখেন, অবশেষে হাসার একটি উপলক্ষ্য পেলাম। গত জানুয়ারিতে রদ্রিগেজের নতুন সম্পর্কের কথা জানাজানি হয়। বিষয়টি প্রকাশ্য হয়ে গেলে তা স্বীকার করেন লেক্রয়।
এদিকে লোপেজের এমন সিদ্ধান্তের পর পেজ সিক্সকে লেক্রয় বলেন, ‘আমি কখনোই লোপেজ ও তার বাগদত্তাকে শারীরিকভাবে ঠকাইনি। আমি তাদের পরিবারের জন্য খারাপ কিছু চাই না। আমার এখানে কোনো দোষ নেই।’
বিচ্ছেদের আগুনে পোড়ার স্বাদ অবশ্য এই প্রথম নেননি গায়িকা ও অভিনেত্রী লোপেজ। এর আগেও তিন-তিনবার বিয়ে করেছেন। কিন্তু কোনো বিয়েই টেকেনি তার। লোপেজের প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার। বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদ ঘটান লোপেজ। এরপর লোপেজ বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। সেই সংসার টেকে দুই বছর।
নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন দাবিতে মানব বন্ধন।নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম চাল, ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ বেকারদের চাকুরী ও চাকুরীর বয়স ৩৩ বছর, ডিজিটাল আইন বাতিলের দাবিতে মানববন্ধন।
শনিবার (১৩ মার্চ) সকাল ১১টায় জাতীয় যুব জোটের উদ্যোগে বনপাাড়া বাজার পৌর গেটের সামনে ঢাকা -পাবনা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাল, ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ ,সিন্ডিকেট বন্ধ, বেকারদের চাকুরী ও চাকুরীর বয়স ৩৩ বছর, ডিজিটাল আইন বাতিলের দাবিতে শনিবার সকাল ১১টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, আলাউদ্দিন সাধারণ সম্পাদক জাতীয় যুব জোট নাটোর জেলা। নাটোর জেলা জাসদ ছাত্রলীগে সভাপতি মিঠুন নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ জাতীয় কমিটির সদস্য ও যুগ্ন সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটি তফিজুল ইসলাম পারুল মজুমদার, জাতীয় শ্রমিক জোট নাটোর জেলা আইন ও দরকষাকষি সম্পাদক ইসরাফিল মীর,যুব জোটের গৌরাঙ্গ ও যুব জোট নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দ্রব্যমূল্য চাল ,ডাল, লবণ , নিত্য প্রয়োজনীয় দাম কমাতে হবে, বাজার সিন্ডিকেট বন্ধ বেকারদের চাকরি, চাকরির বয়সসীমা ৩৩, ডিজিটাল আইন বাতিল সহ শ্রমিকদের ন্যায্য মূল্য প্রদান করতে হবে। নাটোর প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন
বিনোদন
বেআইনি কাজের জন্য ক্ষমা চাইলেন বিটিএস তারকা
প্রত্যেক সামর্থ্যবান দক্ষিণ কোরীয়ান তরুণকে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে প্রত্যেকে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করেন সামরিক বাহিনীতে। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগাও গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে। তবে প্রশিক্ষণ শেষ করলেও সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের জন্য ‘আনফিট’ হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে সমাজকল্যাণমূলক কাজে।
কিন্তু এত দিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা যেন এক দিনেই ধূলিসাৎ হয়ে গেল একটি ঘটনায়। ৬ জুন গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। রাজধানী সিওলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বাইক দুর্ঘটনায় পড়েন সুগা। এ ঘটনায় তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। জরিমানাও করা হয় তাঁকে। তবে পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সুগা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুগা লিখেছেন, ‘সেদিন রাতে মদ্যপান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।
এসআই/
বিনোদন
বাগদান সেরেছেন টেইলর সুইফট!
মাস কয়েক ধরেই ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একাধিক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের বিষয়’টি স্বীকারও করেছেন তারা। এমন কি নানা সময়ে তাদের একান্ত সময় কাটানোর মুহূর্ত ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরপর থেকেই কবে এ জুটির বিয়ে হবে তা নিয়ে গুঞ্জনের পাশাপাশি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন দুজনে। কিন্তু এবার বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর-ট্র্যাভিস।
পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, শিগগিরই বাগদান হচ্ছে টেইলর-ট্র্যাভিসের। যদিও টেইলর ভক্তরা মনে করছেন, এরইমধ্যে বাগদান সেরেছেন তারা।
এছাড়া একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন প্রধান নির্বাহীর স্ত্রী এই তারকা দম্পতির বাগদান সম্পর্কে কথা বলেছেন। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত একটি কনসার্টে টেইলরের পোশাক এবং আচার-আচরণে বাগদানের বিষয়টি প্রমাণিত হয়েছে। যদিও এই গুঞ্জনের বিষয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসআই/
বিনোদন
একসঙ্গে মাতৃত্ব ও বিচ্ছেদের খবর দিলেন কার্ডি বি
লাইমলাইটের বাইরে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। এবার আমেরিকান র্যাপার কার্ডি বি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে আপ্লুত তার অনুরাগীরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
৩১ বছর বয়সি কার্ডি ইনস্টাগ্রামে তার স্ফীতোদরের ছবি প্রকাশ করে সুখবর জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বারান্দায় লাল পোশাকে শিল্পী দাঁড়িয়ে রয়েছেন। মমত্বের সঙ্গে তিনি হাত রেখেছেন তার স্ফীতোদরে।
সেখানে কার্ডি ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সঙ্গেই একটা নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই শিল্পীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত যে চূড়ান্ত, তা আন্দাজ করা যাচ্ছে। আসন্ন সন্তানের প্রতি কার্ডি লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’
২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন কার্ডি। এ তারকা দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি। জানা যায়, মা হওয়ার খবর জানানোর দিনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্তানের ভরণপোষণের অধিকারও তিনি চেয়েছেন।
এই দুই খবরে শিল্পীর অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে, কার্ডি মা হচ্ছেন বলে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই, অনুরাগীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কারণ খুঁজতে আলোচনা সমালোচনায় ব্যস্ত।
এসআই/