Connect with us

ক্রিকেট

পুরো দেশের আশা বহন করছে উগান্ডা ক্রিকেট দল

Avatar of author

Published

on

ছবি; আইসিসি

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে উগান্ডা। টি-টোয়েন্টি বলুন বা ওডিআই, কখনোই খেলা হয়নি কোনো বিশ্বকাপ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় ৪ জুন সকাল সাড়ে ৬ টায় মুখোমুখি হবে উগান্ডা। খেলাটি ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মধ্য দিয়ে এক ইতিহাসের জন্ম দিচ্ছে আফ্রিকা মহাদেশের এই দেশটি।

আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব উতরে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা। বাছাই পর্বে খেলা ৬ ম্যাচের মধ্যে ৫ টি’তেই ছিল জয়। সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারানোর মধ্য দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করেছে তারা। দলটির অধিনায়ক ব্রায়ান মাসাবা নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার আগে।

মাসাবা বলেন, ‘অবশ্যই আমাদের জন্য বিশাল এক ম্যাচ, বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ, উগান্ডার ইতিহাসেই প্রথম। আমরা খুবই রোমাঞ্চিত এগিয়ে যেতে।’

কিছুটা ‘নার্ভ’ ধরে রাখার ব্যাপার তো থাকেই। তা অধিনায়ক নিজেও বোঝেন। তবে টুর্নামেন্ট যে ভালোভাবে শুরু করতে চায় তার দল, সে ব্যাপারেও কোনো ছাড় দিতে চান না। তাই মনোযোগটা রাখতে চান সঠিক জায়গায়।

মাসাবা যোগ করেন, ‘পুরো দেশ অনেক বেশি গর্বিত, এই দল যা অর্জন করেছে তা নিয়ে। তো এটা আসলে ছোট কোনো বিষয় নয়। এটা এমন নয় যে, শুধু ক্রিকেট গোষ্ঠীর যারা আছে তারাই সমর্থন দিচ্ছে, অন্য অনেক লোকেরা আছে- অন্য খেলাগুলোর, এছাড়াও দেশের সরকারও আছে এই তালিকায়। এটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব। এটা আর ক্রিকেট নেই, আমরা আমাদের পুরো দেশের আশা পিঠে বহন করছি।’

Advertisement

 

এম/এইচ

Advertisement

ক্রিকেট

ক্রিকেট বোর্ডে পরিবর্তন প্রসঙ্গে যা বললেন বিজয়

Published

on

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সফর আছে একই সময়ে। বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমের সাথে কথা বলেছেন এনামুল হক বিজয়।

বিজয় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা অস্থির। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশের বিভিন্ন স্তরে পরিবর্তনের হাওয়া লেগেছে, কিছু জায়গায় পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে।

বিসিবির বিভিন্ন জায়গায় পরিবর্তনের দাবিও তোলা হয়েছে। এমনকি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস ও রুবেল হোসেনও এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন। দলে সুযোগ পাওয়া বা না পাওয়া নিয়ে এনামুল হক বলেন, ‘এটা তো হতেই থাকবে। এটা আপনিও কখনো বলতে পারবেন না যে আপনার সঙ্গে হয়নি। এটা হতেই থাকে। তারপরও এটা সামনে যত কম হয় সেই আশা আমরা করবো।’

বোর্ডের বিভিন্ন স্তরে পরিবর্তনের কথা অনেকেই উচ্চারণ করেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পরপর। এই পরিবর্তন প্রসঙ্গে এনামুল হক বলেন,

‘আমার কাছে মনে হয় এটার (ক্রিকেট বোর্ড) বড় আলোচনা জরুরী। দুজন একজনের কথায় আসলে এটা হবে না। ব্যক্তিগতভাবে বললে, আমি চাই বড় গ্রুপ যারা আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি তারা একত্রে বসে আলোচনা করে এটা করা। যারা ক্রিকেট খেলেছি, কেউ খেলেছে বা সামনে কেউ খেলবে। বড় ধরনের আলোচনা দরকার। যার যেটা প্রয়োজন সেটা তারা বলবে। যেখানে যে আছে।’

Advertisement

এম এইচ//

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

পাকিস্তানের টেস্ট দলে এইচপি কোচ হলেন টিম নিলসন

Published

on

টিম নিলসনকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন হাই পারফরম্যান্স (এইচপি) কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই নিয়োগ দিয়েছে পাকিস্তান বোর্ড।

পাকিস্তানের লাল বলের ক্রিকেটে দায়িত্বে আছেন জেসন গিলেস্পি। যার কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন টিম নিলসন। ইতোমধ্যে এই দুই কোচ পাকিস্তান শাহীন’স এ দলের ট্রেনিং ক্যাম্প পর্যবেক্ষণ করেছেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগস্টের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্প। রাওয়ালপিন্ডিতে দুই দল প্রথম ম্যাচটি খেলবে আগস্টের ২১ থেকে ২৫ তারিখ। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি দুই দল খেলবে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত।

সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেটে গিলেস্পির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে নিলসনের। সবমিলিয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী।

সম্প্রতি পিসিবি বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যেও দল ঘোষণা করেছে পাকিস্তান শাহীন’স।

Advertisement

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

দুই মাসের ছুটি চান অলরাউন্ডার সাইফউদ্দিন

Published

on

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে সকল ধরনের ক্রিকেট থেকে ২ মাসের ছুটি চেয়েছেন তিনি।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চারদিনের দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ, পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন সাইফউদ্দিন। এই মাসের শুরুতে একজন নির্বাচক ইমেইল করেন এই অলরাউন্ডার। এরপর জানিয়ে দেন, তিনি ক্রিকেট থেকে আপাতত বিরতি নিতে চান এবং তা দুই মাসের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

জুনে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যুক্ত হতে না পারা এবং গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে কানাডায় যেতে না পারা- সাইফউদ্দিনের জন্য বেশ হতাশার ছিল। এসব কারণেই তিনি আগামী ২ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চান। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত মে মাসে, বাংলাদেশের হয়ে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন সাইফউদ্দিন।

Advertisement

এম এইচ//

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it