ফুটবল
প্রিমিয়ার লিগে শীর্ষে আর্সেনাল
বোর্নমাউথকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। এদিকে হ্যারি কেনের রেকর্ড গড়ার দিনে উল্ফসের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম।
মাত্র এক বছর আগে লিগে টানা তিন ম্যাচে পরাজয় দিয়ে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরু করেছিল গানারা। আর এ বছর ঠিক তার উল্টো পথে হেঁটে তিন ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।
বোর্নমাউথের ভিটালিটি স্টেডিয়ামে মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের ১১ মিনিটের দুই গোলে আর্সেনাল শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচ শেষে জয়ের নায়ক এই নরওয়েজিয়ান তরুণ বলেন, ‘গত মৌসুমের সাথে তুলনা করলে আমরা কিছুটা হলেও এগিয়ে আছি। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। পরিশ্রম চালিয়ে যেতে হবে, যাতে করে এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া যায়।’
গাব্রিয়েল জেসুসের দুর্দান্ত পাসে গাব্রিয়েল মার্টিনেলি বল পেয়ে তা এগিয়ে দেন ওডোগার্ডের দিকে। পাঁচ মিনিটে সহজ ফিনিশিংয়ে সফরকারীদের এগিয়ে দেন ওডেগার্ড। ছয় মিনিট পর আবারো জেসুসের সহায়তায় আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড ১০ গজ দুর থেকে ব্যবধান দ্বিগুন করেন। ৫৪ মিনিটে উইলিয়াম সালিবার অসাধারণ কার্লিং শটে আর্সেনালের বড় জয় নিশ্চিত হয়। ফরাসি ডিফেন্ডারের আর্সেনালের হয়ে এটাই ক্যারিয়ারের প্রথম গোল।
এদিকে ট্রান্সফার মার্কেটে ব্যস্ত থাকার সুফল পেয়ে গেছেন স্পার্স বস এন্টোনিও কন্টে। এবারই প্রথমবারের মত পুরো মৌসুমের জন্য তিনি টটেনহ্যামের দায়িত্ব হাতে পেয়েছেন। আর সেই সুযোগটাও ভালমতই কাজে লাগাতে চেষ্টা করছেন কন্টে। গত মে মাসে আর্সেনালের কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা ছিনিয়ে নিয়ে এবার নতুন মৌসুমে প্রথম তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট অর্জন করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। যদিও নিজেদের মাঠে প্রথমার্ধে উল্ফসের শক্ত প্রতিরোধের মুখে বারবারই হতাশ হতে হয়েছে স্পার্সদের। বিরতির পর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে স্বাগতিকরা। আর তার পুরস্কারও পেয়ে যায় সাথে সাথেই। ৬৪ মিনিটে সন হেয়াং-মিনের কর্ণার থেকে ইভান পেরিসিচের ফ্লিকে কেনের বুলেট হেডে ডেডলক ভাঙ্গে টটেনহ্যাম।
কেনের এটি ছিল প্রিমিয়ার লিগে ১৮৫তম এবং সব মিলিয়ে টটেনহ্যামের জার্সি গায়ে ২৫০তম গোল। একটি একক ক্লাবের হয়ে এটি কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। ম্যানচেস্টার সিটির সার্জিও এগুয়েরোকে (১৮৪) তিনি এই তালিকায় পিছনে ফেলেছেন।
ম্যাচ শেষে ইংলিশ অধিানয়ক কেনের প্রশংসা করতে ভুল করেননি কন্টে, ‘আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়ই ব্যক্তিগত কিছু অর্জনের জন্য সবসময়ই প্রস্তুত থাকে। কেনও তার ব্যতিক্রম নয়। তবে সাথে সাথে দলীয় শিরোপাটাও জরুরী। আমরাও এটা নিয়ে কাজ করছি। যদিও পথটা অনেক কঠিন ও দীর্ঘ। কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সোমবার লিভারপুলের বিপক্ষে বড় ম্যাচে মাঠে নামবে টেবিলের তলানিতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করা লিস্টার সিটি কালও হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। কিং পাওয়ার স্টেডিয়ামে বদলী বেঞ্চ থেকে উঠে আসা চে এ্যাডামসের দুই গোলে সাউদাম্পটন ২-১ গোলে পরাজিত করেছে লিস্টারকে। চেলসিতে যাবার গুঞ্জনে কাল ব্রেন্ডন রজার্সের দল থেকে বাদ পড়েছিলেন ওয়েসলি ফোফানা। একমাত্র ক্লাব হিসেবে এবারের ট্রান্সফার উইন্ডোতে এখনো কোন অর্থ ব্যয় করেনি লিস্টার। কিন্তু উইন্ডোর শেষ ১০ দিনে তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
জেমস ম্যাডিসনের ফ্রি-কিকে ফক্সেসরাই ৫৪ মিনিটে এগিয়ে গিয়েছিল। কিন্তু রক্ষনভাগের দূর্বলতায় এ্যাডামসের দুই গোল আটকানো সম্ভব হয়নি।
দিনের অপর ম্যাচগুলোতে ক্রিস্টাল প্যালেস ৩-১ গোলে এ্যাস্টন ভিলাকে, ফুলহ্যাম ৩-২ গোলে ব্রেন্টফোর্ডকে পরাজিত করেছে। গুডিসন পার্কে নটিংহ্যাম ফরেস্টের সাথে ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্ট অর্জন করেছে এভারটন।
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//