বাংলাদেশ
ভূয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। প্রতারক আনোয়ার হোসেন সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষেকে জিম্মি করে মোটা দাগে অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি জানতে পেরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন। জেলার এক শ্রেণির সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক পরিচয়ে দলবদ্ধভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে জোড়পূর্বক অর্থগ্রহণের অভিযোগ উঠেছে। এসব প্রতারক ব্যক্তিদেরও গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার হুচারবালা গ্রামের আব্দুস ছালামের পূত্র আনোয়ার হোসেন এসএসসিতে কয়েকবার ফেল করে উন্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর এলাকায় এসে শুরু করেন দালালীর কাজ। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেবার নাম করে গ্রামের সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদের ফেলে নেন মোটা অংকের টাকা। এভাবে বেশ কয়েকজন মানুষের কাছ থেকে মোটা টাকা নিয়ে চাকুরী দিতে না পারলে লোকজন তার বাড়ীতে এসে টাকা ফেরতের জন্য চাপ দেয়া শুরু করে। পরে পাওনাদারদের চাপ থেকে বাঁচতে ঢাকায় গিয়ে কিছুদিন আত্মগোপন করেন। এরপর নিজেকে বাঁচাতে কৌশল পাল্টিয়ে অর্থের বিনিময়ে ঢাকা থেকে সাংবাদিকের কার্ড সংগ্রহ করেন তিনি।
এসময় তার সাথে যুক্ত হয় একই এলাকার জরিপ উদ্দিনের ছেলে লুৎফর রহমান লিটন, আর্ম পুলিশ থেকে বরখাস্তকৃত তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের মৃত: তছলিমের ছেলে মোখলেছুর রহমান, কলেজপাড়া দেওয়ানের খামার গ্রামের চলটা বাবলু ওরফে আক্তারুজ্জামান এবং সরকারপাড়া ছাটগোপালপুর কালাচান মোড়ের কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান আলক্তগীণ সরকার। এই কয়েকজন মিলে বাংলাদেশ প্রেসক্লাব নামে একটি সংগঠনের শাখা এনে নিজেদের সাংবাদিক হিসেবে আত্ম প্রকাশ করে শুরু করেন অপসাংবাদিকতা।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ বাবদ আন্ধারীরঝাড় ইউনিয়ন থেকে ৭০-৮০জনের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ, স্থানীয় বেসরকারি এনজিও মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার সিএলপি প্রকল্পের শতাধিক ব্যক্তিকে গরু বিতরণের সময় কৌশলে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ, স্থানীয় সুলতান মোল্লার মেয়ের জামাতাকে চাকুরী দেয়ার নাম করে ২লক্ষ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এসব অপকর্ম করার সময় তারা গ্রামে গ্রামে দলবেঁধে গিয়ে কখনো সাংবাদিক, কখনো এনজিও’র কর্মকর্তা, কখনোবা প্রশাসনের বস সেজে প্রতারণা ও চাঁদাবাজীতে জড়িয়ে পরে। পাওনাদাররা টাকা চাইতে আসলে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বলে আমরা সাংবাদিক। তোদের নামে থানায় রিপোর্ট করে পুলিশে ধরিয়ে দিবো। গ্রামের সাধারণ মানুষ সাংবাদিক পরিচয় পেয়ে ভয়ে আর তাদেরকে ঘাটাতে আসে না।
এদিকে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ায় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সিনিয়র কয়েকজন সাংবাদিক তাদের মুখোশ উন্মোচন করতে বিভিন্ন উদ্যোগ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ভূরুঙ্গামারী থেকে প্রকাশিত এশিয়ান বাংলা নিউজ এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা স্ট্যাটাস ও ভুয়া সংবাদ প্রচার করে। এই অপপ্রচারের বিরুদ্ধে গত ১৪মার্চ উল্লেখিত ৫ ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়। মামলা নং-৪৮২।
এছাড়াও সুলতান মোল্লা বেশ কয়েকবার চাপ দিয়ে ১ লক্ষ ৫ হাজার টাকা আদায় করলেও বাকী অর্থ না দেয়ায় আনোয়ারের নামে কুড়িগ্রাম আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান মোল্লার নামে বিভিন্ন কুৎসা রটিয়ে অনলাইন পত্রিকা ও ফেসবুকে খবর প্রকাশ করে আনোয়ার। প্রায় মাস খানেক পুর্বে আনোয়ারকে পাটেশ্বরী বাজারে একটি বাড়ীতে খাটের নীচে পলাতক অবস্থায় উদ্ধার করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে সোনাহাট স্থলবন্দর ট্রাক ও ট্যাংকলড়ী সমিতির সভাপতি মাসুদুর রহমান রতনের জামিনে ৬০ হাজার টাকা প্রদানের কথা দিলে এসআই আতাউর রহমানের মধ্যস্থতায় আপোষ মীমাংসা করা হয়।
সর্বশেষ আন্ধারীরঝাড় ইউনিয়নে ৭০-৮০ জনের কাছ থেকে টাকা নিয়ে সরকারি ঘর না দেয়ায় চেয়ারম্যান জাবেদ মন্ডলের কাছে আনোয়ারের সহযোগী লুৎফর রহমান লিটনের বিরুদ্ধে অভিযোগ দেয় প্রতারিতরা। জামিনদার আনোয়ার হোসেন টাকা ফেরৎ দিবে মর্মে সময় নেয়। কিন্তু পরে ফিরে গিয়ে নামসর্বস্ব বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজপোর্টাল ও ইউটিউব চ্যানেলে চেয়ারম্যান জাবেদ মন্ডলের বিরুদ্ধে কুৎসা রটায় ও অপপ্রচার শুরু করে। চেয়ারম্যান আনোয়ারকে প্রতিবাদ জানালে আনোয়ার দৈনিক জনকণ্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে উল্টো হুকমী-ধামকী ও ভয়ভীতি দেখায়।
বিষয়টি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ’র নজরে আসলে তিনি গেলো ৩০ আগস্ট আনোয়ার হোসেনের নামে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপারকে দায়িত্ব প্রদান করেন। তিনি জানান, উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সকল তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জাতীয়
শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা
শপথ নেয়ার পরের দিন ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩ জন উপদেষ্টা নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ও অন্য উপদেষ্টারা।
গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর তিনি এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন।
আই/এ
জাতীয়
উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানালেন জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং অন্য উপদেষ্টাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তারা।
বিবৃতিতে জানানো হয়, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর দেশে আর একটিও প্রাণহানি, হামলা ও সম্পদ ধ্বংসের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত হবে।”
বিবৃতিতে আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় চার মূলনীতিসহ সংবিধানকে সমুন্নত রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক ও সামাজিক শক্তির সাথে আলোচনা করে সরকারের কর্ম পরিকল্পনার রূপরেখা দ্রুত প্রকাশ করে বিদ্যমান অনিশ্চয়তা ও অস্থিরতা প্রশমিত করবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও প্রধান কাজ হিসেবে অনতিবিলম্বে দেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জাসদ নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী, সাধারণ মানুষ, সাংবাদিক পুলিশ বাহিনীর সদস্যসহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
জাসদ জোর দাবি জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ববর্তী সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে চলমান বিভিন্ন রাজনৈতিক দল ও পুলিশ বাহিনীর সদস্যসহ পেশাজীবী ও হিন্দু ও আহমদীয়াসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও হত্যা করা, মন্দিরসহ ধর্মীয় স্থাপনায় হামলা, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে ও নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা-হত্যা-নির্যাতন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন-বঙ্গবন্ধু জাদুঘরে হামলা, লুটপাট, জ্বালিয়ে ছারখার, দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যসহ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে ফেলা এবং কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার, সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর, কুড়িগ্রামের উত্তরবঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহের ঐতিহাসিক শশীলজের ভেনাস ভাস্কর্য ভেঙে ফেলাসহ অগনিত শিল্পকর্ম ভেঙে ফেলার সব অপরাধ কাণ্ডের সঙ্গে যুক্ত দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার।
জেডএস/
জাতীয়
তদবির থেকে বিরত থাকুন, দেশগঠনে পরামর্শ দিন : আসিফ মাহমুদ
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তবর্তীকালীন সরকার। এ উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন প্রতিনিধি। এদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ঘনিষ্ঠজনদের নিজেদের সুবিধার জন্য কোনো আবদার কিংবা তদবির করতে বারণ করেছেন। বরং দেশগঠনে কোনো পরামর্শ থাকলে দেয়ার অনুরোধ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে এ অনুরোধ করেন।
পোস্টে এই তরুণ উপদেষ্টা লিখেছেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুক-ই-আযম।
জেএইচ