আইন-বিচার
প্রথম স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে চানাচুর বিক্রেতা খুন
নওগাঁ জেলার মান্দা উপজেলার মনসুর রহমান তার স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন। পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় তাকে প্রথমে পিটিয়ে এবং পরে ফাঁস দিয়ে হত্যা করা হয়। ঢাকার সাভার থেকে আসামি মো. জাহাঙ্গীর আলম (২৯) কে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি আভিযানিক দল।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরিফ মহিউদ্দিন জানান, র্যাব-৩ এর একটি দল গত ২২ ডিসেম্বর গভীর রাতে মনসুর হত্যাকাণ্ডের মূল আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। মনসুর মান্দার বাসিন্দা এবং গ্রেপ্তার জাহাঙ্গীর তার পাশের গ্রামের বাসিন্দা। মনসুর এলাকার বিভিন্ন দোকানে চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুটি বিয়ে করে দুই স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন। প্রথম স্ত্রীর নাম হাসিনা ও দ্বিতীয় স্ত্রীর নাম মেঘনা। হাসিনা বেশ কয়েকজনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, হাসিনা সর্বশেষ পাশের গ্রামের সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর সঙ্গে প্রেমে জড়ায় এবং স্বামীর অনুপস্থিতিতে তার সঙ্গে মেলামেশা করতে থাকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরসহ তার কয়েকজন বন্ধু হাসিনার সঙ্গে দেখা করতে বাড়ি আসে। বন্ধুদের পাশের ঘরে বসিয়ে দুজনে একান্তে সময় কাটাচ্ছিলেন। একপর্যায়ে মনসুর চলে আসলে স্ত্রীকে অপ্রীতিকর অবস্থায় দেখে জাহাঙ্গীরের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
আরিফ মহিউদ্দিন আরও জানান, জাহাঙ্গীরের বন্ধুরা বিবাদ মীমাংসার কথা বলে মনসুরকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। পরে সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়। মনসুরের বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে উত্তপ্ত পরিস্থিতি তৈরির বিষয়টি পূর্বপরিকল্পিত। আর এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন মোজাহারের ছেলে জাহাঙ্গীর, অর্থাৎ হাসিনার সাবেক প্রেমিক। ঘটনার সময় এই জাহাঙ্গীর বাগানে অপেক্ষায় ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর ঘটনার সময় বাগানে অপেক্ষায় ছিলেন। বাকিরা মনসুরকে বাগানে নিয়ে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাঁশ ও গাছের ডাল দিয়ে তাকে বেধড়ক পেটানো শুরু হয়। পেটানোর একপর্যায়ে মনসুর প্রায় অবচেতন হয়ে পড়ে। জাহাঙ্গীর তার মুখে লাথি দিলে তিনি গোঙগাতে শুরু করেন। একপর্যায়ে অন্যদের সহযোগিতায় জাহাঙ্গীর তার মাফলার দিয়ে তাকে গলায় পেঁচিয়ে গাছের ডালের সঙ্গে ফাঁস লাগিয়ে দেয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।
পর দিন সকালে নিহতের দ্বিতীয় স্ত্রী মেঘনা খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ দেখে। আগের রাতে স্বামীর সঙ্গে সাহেব আলীর ছেলে জাহাঙ্গীরকে বের হতে দেখায় তিনি তাকেই মূল হত্যাকারী হিসেবে দাবি করেন। ঘটনার পর জাহাঙ্গীর রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করতে থাকে। পরে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিল।
আইন-বিচার
নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয় আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।’
উল্লেখ্য, আ.লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার (০৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আসাদুজ্জামান।
২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।
এসি//
আইন-বিচার
পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর
পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। বৃহস্পতিবার (০৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করার বিষয়টি এস এম মুনীর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গেলো ৫ আগস্ট দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। ভারতে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এসি//
আইন-বিচার
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সেই ভাস্কর্যটি উপড়ে ফেলা হয়েছে
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে।তবে কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।
বুধবার (৭ আগস্ট) দুপুরে ভাস্কর্যটি মাটিতে পরে থাকতে দেখা যায়। এর আগে,গেলো মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা গিয়েছিলো।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায়বিচারের প্রতীক হিসেবে গড়ে তোলা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটি করেছেন, তা তাদের জানা নেই।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের বরাবর থাকা লিলি ফোয়ারায় প্রথমে ভাস্কর্যটি বসানো হয়। হেফাজতসহ কয়েকটি ইসলামি সংগঠনের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে ভাস্কর্যটি সরিয়ে এনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়।
আই/এ
মন্তব্য করতে লগিন করুন লগিন