ফুটবল
বিশ্বকাপ জয়ের পরেও থাকবে যে আক্ষেপ
বিশ্বকাপ জয়ের দেড় মাস পর বিশ্বকাপের অনুভূতি নিয়ে মুখ খুললেন ফুটবল ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন রেডিও ‘উরবানা প্লেই’-এর সংবাদিক অ্যান্ডি কুজনেতসফকে দেওয়া সাক্ষাৎকারে মনের সবটুকু ভাব প্রকাশ করে এসব জানালেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
ক্যারিয়ারে আর কিছুই পাওয়ার নেই। ব্যক্তিগতভাবে বার্সেলোনাতেই আমি সবকিছু পেয়েছি। এখন জাতীয় দলের হয়েও সবকিছুই হয়ে গেছে আমার, যা আমি সব সময় চেয়েছিলাম। কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছি, কিছুই বাকি নেই। আমার কোনও অভিযোগ নেই এবং আমি আরও কিছু চাইতে পারি না।
নিজের এতো প্রাপ্তির মধ্যেও যেনো কোথাও একটা অপ্রাপ্তি ছিলো সর্বকালের সেরা এই আর্জেন্টাইনের। হয়তো এই আক্ষেপটা থেকে যাবে সারাজীবন। ফুটবল জাদুকর চেয়েছিলের কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার হাত থেকে বিশ্বসেরার সোনালি ট্রফিটা ছুঁতে না পারার আক্ষেপটা।
তাই তো নিজ মুখেই স্বীকার করলেন সেই কথা। মেসি বলেন, ম্যারাডোনা বেঁচে থাকলে হয়তো তার হাত থেকে কাপটা হাতে তুলে দিতেন। আর তার হাত থেকে ট্রফি নেয়ার ছবিটা হতো অন্যতম সুন্দর একটা ছবি। মেসি মনে করেন ম্যারাডোনা হয়তো উপর থেকেই চেয়েছিলেন কাপটা আমাদের হোক। আর তাই হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।
মন্টিয়েলের পেনাল্টির আগে আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে স্রষ্টাকে বলছিলাম, আমি তো পুরো ক্যারিয়ারেই তাকে সাথে পেয়েছি। আর যখন বিশ্বকাপ ট্রফিটা হাতে নেওয়ার সময় হলো, তখন মনে হচ্ছিল ট্রফিটা যেন আমাকে বলছে, এবার তুমি আমাকে হাতে নিতে পার।
মেসিকে একটা সময় উঠতে বসতেই খোটা শুনতে হতো ম্যারাডানোর বিশ্বকাপ আছে কিন্তু তার নেই। কিন্তু যখন বিশ্বকাপটা পেলেন তখন ম্যারাডোনা নেই। তাই তো বিনয়ী মেসির তৃষ্ণার্ত হৃদয়ের একটা বড় আক্ষেপ ম্যারাডোনার হাত থেকে ট্রফিটা ছুঁয়ে দেখার স্বাদ মিটলো না।
ফুটবল
ফুটবলকে বিদায় জানালেন পেপে
সব ধরনের ফুটবল থেকে বিদায় নিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল ৪১ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। জিতেছেন ২০১৬ ইউরো।
ফুটবল
বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিনি ২০০৮ সাল থেকে পদটিতে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাফুফে। সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
ফুটবল
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও উদ্যেক্তা সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকাকালীন সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। অবশেষে ৭৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুর রহমান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইদুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে তহবিল তুলতেন সাইদুর রহমানরা। তারা ভারতে ঘুরে ঘুরে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতেন। সেখান থেকেও তহবিল সংগ্রহ করতো এই দলটি।
একজন ফুটবল খেলোয়াড় হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করার উদ্যেগ নিয়েছিলেন সাইদুর রহমান প্যাটেলরা। এখানে খেলে যে অর্থ উত্তোলন হবে, তা মুক্তিযুদ্ধের জন্য গঠিত তহবিলে প্রদান করা হবে; এমনই ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের সেসময়ের ভাবনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা ছিল সাইদুর রহমানের। সবশেষ সাধারণ নির্বাচনের আগেই অবশ্য চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হয় তাকে। সেখানে লম্বা সময় ধরে চিকিৎসা নেওয়ার পর আর দেশে ফিরতে পারলেন না তিনি। যুক্তরাষ্ট্রের মাটিতেই নিজের জীবনের শেষ সময়টুকু কাটালেন।
সাইদুর রহমানের জন্ম ১৯৫১ সালের ৭ অক্টোবর। তিনি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। পরে অবশ্য গেন্ডারিয়ায় চলে যায় তার পরিবার। গেন্ডারিয়াতেই বেড়ে উঠেছেন, স্থানীয় পর্যায়ে ফুটবল খেলতে খেলতে শীর্ষ পর্যায়ের ফুটবলেও নিজের জায়গা করে নেন। তিনি ঢাকার ইস্টএন্ডের হয়ে ফুটবল খেলেছেন। দ্বিতীয় বিভাগে ফরাশগঞ্জের হয়ে, প্রথম বিভাগে পিডব্লুডি’র হয়ে খেলেছেন সাইদুর রহমান প্যাটেল।
এম এইচ//
মন্তব্য করতে লগিন করুন লগিন